মনে রাখতে হবে, এটি পৃথিবীর একটি স্বাভাবিক প্রক্রিয়া! এক রাতে এটি ঘটে না, ধীরে ধীরে ঘটে৷ কিন্তু এটির প্রক্রিয়ার সময় পৃথিবীর চারিদিকে থাকা চৌম্বকীয় ক্ষেত্রে তীব্র প্রভাব পড়ে৷ এর ফলে পৃথিবীর মোবাইল নেটওয়ার্কিং, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়ে৷

Knowledge Story: পৃথিবী যদি উল্টো দিকে ঘুরতে শুরু করে হঠাৎ, তা হলে কী হবে? বিজ্ঞানীদের কথা চমকে দেবে

পৃথিবী একটি নির্দিষ্ট দিকে পৃথিবী ঘোরে৷ কিন্তু সেই ঘূর্ণনের গতি যদি একটি নির্দিষ্ট দিকে ঘোরে, তা হলে কী হবে? সেই বিষয়ে বিস্ফোরক এক তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা৷ বিজ্ঞানীরা বলছেন, আমরা ভাবতেও পারছি না কী হবে পৃথিবী উল্টোদিকে ঘুরলে৷
পৃথিবী একটি নির্দিষ্ট দিকে পৃথিবী ঘোরে৷ কিন্তু সেই ঘূর্ণনের গতি যদি একটি নির্দিষ্ট দিকে ঘোরে, তা হলে কী হবে? সেই বিষয়ে বিস্ফোরক এক তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা৷ বিজ্ঞানীরা বলছেন, আমরা ভাবতেও পারছি না কী হবে পৃথিবী উল্টোদিকে ঘুরলে৷
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী উল্টোদিকে ঘুরলে প্রাথমিক ভাবে পরিবেশ ও সাগরের নানা দিক পরিবর্তন হবে৷ প্রথমত, সাগরের জলের স্ত্রোতের গতি পাল্টে যাবে৷ যদিও পৃথিবীর তাপমাত্রা একই রকম থাকবে বলে মনে হয়৷ সাগরের জল যাবে আটলান্টিক থেকে প্যাসিফিক সাগরের দিকে৷
বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী উল্টোদিকে ঘুরলে প্রাথমিক ভাবে পরিবেশ ও সাগরের নানা দিক পরিবর্তন হবে৷ প্রথমত, সাগরের জলের স্ত্রোতের গতি পাল্টে যাবে৷ যদিও পৃথিবীর তাপমাত্রা একই রকম থাকবে বলে মনে হয়৷ সাগরের জল যাবে আটলান্টিক থেকে প্যাসিফিক সাগরের দিকে৷
তবে পৃথিবীর আরও কয়েকটি ভূ-ভাগের অনেক পরিবর্তন হবে৷ যেমন পৃথিবীর মরুভূমি অঞ্চল বদলে যাবে চীরসবুজ এক অরণ্যে৷ হ্যাঁ, আফ্রিকার মরু অঞ্চলও ঢেকে যাবে সবুজের সমারোহে৷ শুধু তাই নয়, ইউরোপের আবহাওয়া বদলে যাবে৷
তবে পৃথিবীর আরও কয়েকটি ভূ-ভাগের অনেক পরিবর্তন হবে৷ যেমন পৃথিবীর মরুভূমি অঞ্চল বদলে যাবে চীরসবুজ এক অরণ্যে৷ হ্যাঁ, আফ্রিকার মরু অঞ্চলও ঢেকে যাবে সবুজের সমারোহে৷ শুধু তাই নয়, ইউরোপের আবহাওয়া বদলে যাবে৷
বলা হয়েছে, বদলে যেতে পারে আমাজনের অভয় অরণ্য৷ সেখানে বর্জ জমা হতে পারে৷ শুধু তাই নয়, ইউরোপ তুষারপাত ও ঠাণ্ডাতে কাঁপতে পারে৷ আটালন্টিক সাগর আরও দক্ষিণ পর্যন্ত প্রবাহিত হতে পারে৷
বলা হয়েছে, বদলে যেতে পারে আমাজনের অভয় অরণ্য৷ সেখানে বর্জ জমা হতে পারে৷ শুধু তাই নয়, ইউরোপ তুষারপাত ও ঠাণ্ডাতে কাঁপতে পারে৷ আটালন্টিক সাগর আরও দক্ষিণ পর্যন্ত প্রবাহিত হতে পারে৷
এমনটা হয়ত কখনই হবে না, কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এমনটা হলে, পৃথিবীর রূপ এভাবেই পাল্টে যাবে৷ ফলে সাধারণ জীবনযাত্রার অনেকটাই পাল্টাবে৷ কারণ, পৃথিবীটা কার্যত পাল্টে যাবে৷
এমনটা হয়ত কখনই হবে না, কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এমনটা হলে, পৃথিবীর রূপ এভাবেই পাল্টে যাবে৷ ফলে সাধারণ জীবনযাত্রার অনেকটাই পাল্টাবে৷ কারণ, পৃথিবীটা কার্যত পাল্টে যাবে৷