আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রাণ ওষ্ঠাগত৷ রোদের তেজে বৈশাখের শুরুতেই ফালাফালা৷ কবে কখন কালবৈশাখী এসে সাময়িক স্বস্তি দেবে এই নিয়ে প্রতি মুহূর্তের ওয়েদার আপডেটে নজর রাখছেন! তাহলে বৃষ্টি নিয়ে মেগা বার্তা দিল মৌসম ভবন৷ এবারে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে কতটা বৃষ্টি হবে তা নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা নিরসন করল আইএমডি৷

IMD Rain Alert: বৈশাখের প্রথম সপ্তাহেই তাপপ্রবাহ! বড় স্বস্তির খবর আইএমডি-র, তুমুল বৃষ্টিতে ফিরবে শান্তি

আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রাণ ওষ্ঠাগত৷ রোদের তেজে বৈশাখের শুরুতেই ফালাফালা৷ কবে কখন কালবৈশাখী এসে সাময়িক স্বস্তি দেবে এই নিয়ে প্রতি মুহূর্তের ওয়েদার আপডেটে নজর রাখছেন! তাহলে বৃষ্টি নিয়ে মেগা বার্তা দিল মৌসম ভবন৷ এবারে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে কতটা বৃষ্টি হবে তা নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা নিরসন করল আইএমডি৷
আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রাণ ওষ্ঠাগত৷ রোদের তেজে বৈশাখের শুরুতেই ফালাফালা৷ কবে কখন কালবৈশাখী এসে সাময়িক স্বস্তি দেবে এই নিয়ে প্রতি মুহূর্তের ওয়েদার আপডেটে নজর রাখছেন! তাহলে বৃষ্টি নিয়ে মেগা বার্তা দিল মৌসম ভবন৷ এবারে মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে কতটা বৃষ্টি হবে তা নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা নিরসন করল আইএমডি৷
২০২৪ এ ভারতে বর্ষার গড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সোমবার আইএমডি জানিয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি ২০২৪ সালে দীর্ঘমেয়াদী গড়ের নিরিখে  ১০৬ শতাংশে দেখা যাবে৷
২০২৪ এ ভারতে বর্ষার গড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সোমবার আইএমডি জানিয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি ২০২৪ সালে দীর্ঘমেয়াদী গড়ের নিরিখে  ১০৬ শতাংশে দেখা যাবে৷
IMD বলেছে, "ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষা দেখা যেতে পারে এবং ক্রমবর্ধমান বৃষ্টিপাত ৮৭ সেমি দীর্ঘ সময়ের গড় ১০৬ শতাংশ অনুমান করা হয়েছে।" "এল নিনো দুর্বল হয়ে পড়ছে, বর্ষা শুরু হওয়ার সময় এটি একটি নিউট্রাল অবস্থায় প্রবেশ করবে," বলেছেন আইএমডি-র ডিজিএম মৃত্যুঞ্জয় মহাপাত্র।
IMD বলেছে, “ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষা দেখা যেতে পারে এবং ক্রমবর্ধমান বৃষ্টিপাত ৮৭ সেমি দীর্ঘ সময়ের গড় ১০৬ শতাংশ অনুমান করা হয়েছে।” “এল নিনো দুর্বল হয়ে পড়ছে, বর্ষা শুরু হওয়ার সময় এটি একটি নিউট্রাল অবস্থায় প্রবেশ করবে,” বলেছেন আইএমডি-র ডিজিএম মৃত্যুঞ্জয় মহাপাত্র।
এই বছরের বর্ষার মরশুমের দ্বিতীয় পর্বে লা নিনা পরিস্থিতি তৈরি হতে দেখা যাবে বলে জানাচ্ছে মৌসম ভবন। " ভারতে ভাল বর্ষার সঙ্গে যুক্ত, লা নিনা অবস্থা অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে শুরু হতে পারে,"- এটাও জানিয়েছে আইএমডি৷
এই বছরের বর্ষার মরশুমের দ্বিতীয় পর্বে লা নিনা পরিস্থিতি তৈরি হতে দেখা যাবে বলে জানাচ্ছে মৌসম ভবন। ” ভারতে ভাল বর্ষার সঙ্গে যুক্ত, লা নিনা অবস্থা অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে শুরু হতে পারে,”- এটাও জানিয়েছে আইএমডি৷
১৯৫১  থেকে ২০২৩ পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে এল নিনোর পরে  লা নিনা ভারতে ৯ বার  স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষা বৃষ্টি হয়েছে৷
১৯৫১  থেকে ২০২৩ পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে এল নিনোর পরে  লা নিনা ভারতে ৯ বার  স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষা বৃষ্টি হয়েছে৷
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের কিছু এলাকা বাদে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিক মৌসুমী বৃষ্টিপাতের খুব বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি রয়েছে, যেখানে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, উত্তর-পশ্চিম, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের কিছু এলাকা বাদে দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিক মৌসুমী বৃষ্টিপাতের খুব বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি রয়েছে, যেখানে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।
হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে স্বাভাবিকের কম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বেসরকারি আবহাওয়ার পূর্বাভাসকারী সংস্থা স্কাইমেট সম্প্রতি বলেছে যে তারা জুন থেকে সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে ভারতে 'স্বাভাবিক' বর্ষা দেখতে পাওয়া যাবে৷ স্কাইমেট বলেছে চার মাসে ৮৬৮.৬ মিলিমিটার দীর্ঘ সময়ের গড় বৃষ্টিপাতের ১০২ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। .
হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে স্বাভাবিকের কম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বেসরকারি আবহাওয়ার পূর্বাভাসকারী সংস্থা স্কাইমেট সম্প্রতি বলেছে যে তারা জুন থেকে সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে ভারতে ‘স্বাভাবিক’ বর্ষা দেখতে পাওয়া যাবে৷ স্কাইমেট বলেছে চার মাসে ৮৬৮.৬ মিলিমিটার দীর্ঘ সময়ের গড় বৃষ্টিপাতের ১০২ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।