জেলাশাসকদের নিয়ে বৈঠক

Nabanna: হুড়মুড়িয়ে চড়ছে পারদ! তাপপ্রবাহ সতর্কতা একাধিক জেলায়, নবান্নে হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব

কলকাতা: বৈশাখের দহনে পুড়ছে গোটা বাংলা৷ গরমের দাপটে ফুটছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ একাধিক রাজ্যে ৪০ ডিগ্রি পার করেছে তাপমাত্রা৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা তো বাড়বেই সঙ্গে লু বইবে৷ কলকাতার তাপমাত্রাও চড়চড় করে বেড়েই চলেছে৷ আগামী দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে৷

তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গরম পড়তেই একাধিক জেলায় জলের সমস্যা শুরু হয়৷ জলকষ্ট মোকাবিলায় আগে ভাগেই সতর্ক নবান্নর। জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন মুখ্যসচিব। দুপুর ১২ টা থেকে নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যসচিব। তীব্র গরমে জলসঙ্কট হলে তার পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যসচিব।

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

বৈঠকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসকদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি সব জেলার জেলাশাসকদেরও বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ নবান্নের।

বৈঠকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতর এর আধিকারিক দের নবান্নে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জল সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অত্যধিক গরমে জল সমস্যা মেটাতে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব৷ নবান্ন সূত্রে খবর পুরুলিয়া,ঝাড়গ্রাম,বাঁকুড়া এর একাধিক জায়গায় জলসমস্যা নিয়ে অভিযোগ এসেছে৷