রাস্তায় কুড়িয়ে আনা ইট দিয়ে এ কী করেন শিক্ষক! অবাক সকলে

হাওড়া: পেশায় শিক্ষক, নেশায় ভাস্কর্য শিল্পী! শিক্ষকের হাতেই ফুটে উঠছে সিঙ্গাররস বা অদৈত্যরস রবীন্দ্রনাথ প্রেম বাৎসল্যভাব তাঁর শিল্পকর্মে। শিক্ষকতার অবসর সময় কাটে ভাঙা ইট খোদাই করে শিল্প সৃষ্টির মধ্যে দিয়ে। এই শিল্প সৃষ্টি শুরু হয় প্রায় ১৫ বছর আগে। ইটের তৈরি এই ভাস্কর্যের পাশাপাশি বেশ কিছু কংক্রিটের মূর্তিও বানিয়েছেন তিনি। সব মিলিয়ে প্রায় একশোরও বেশি ভাস্কর্য রয়েছে।