কে না নিজের বাহারি চুল ভালবাসে? এর জন্য একজন মানুষ হাজার হাজার টাকা খরচ করতে প্রস্তুত। এ ছাড়াও আমরা আমাদের চুল সুন্দর রাখতে অনেক ধরনের পণ্য ব্যবহার করি। এমতবস্থায়, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, আপনি সেলুনে যে চুল কাটান বা যে চুল পড়ে যায় বা অনেকে তাঁদের চুল মন্দিরে দান করেন, আপনার জীবনে তার কোনও গুরুত্ব নেই, কিন্তু বাস্তবে আপনার চুল কত বড় ব্যবসা?

Vitamins For Hair Growth: মুঠো-মুঠো চুল উঠছে? বাজারচলতি কসমেটিক্স-এ কাজ হবে না, বরং জেনে নিন কোন ভিটামিনের অভাবে চুল পড়ে

মুঠো মুঠো চুল উঠছে? মাথায় হাত দিলেই উঠে আসছে গোছা-গোছা চুল? চুল আঁচরাতেও ভয় লাগে? এই পরিস্থিতিতে অনেকেই গাদা-গাদা বাজারচলতি তেল-শ্যাম্পু-সিরাম মাখতে থাকেন। কিন্তু বিজ্ঞানমতে, এইসবে কোন-ও কাজ হবে না। কারণ, চুল পড়ছে মানে আপনার শরীরে কোন-ও জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতার মোকাবিলা করলে তবেই চুলপড়া বন্ধ হবে। কাজেই প্রথমেই জেনে নিন কোন কোন ভিটামিনের অভাবে চুল পড়ে--
মুঠো মুঠো চুল উঠছে? মাথায় হাত দিলেই উঠে আসছে গোছা-গোছা চুল? চুল আঁচরাতেও ভয় লাগে? এই পরিস্থিতিতে অনেকেই গাদা-গাদা বাজারচলতি তেল-শ্যাম্পু-সিরাম মাখতে থাকেন। কিন্তু বিজ্ঞানমতে, এইসবে কোন-ও কাজ হবে না। কারণ, চুল পড়ছে মানে আপনার শরীরে কোন-ও জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতার মোকাবিলা করলে তবেই চুলপড়া বন্ধ হবে। কাজেই প্রথমেই জেনে নিন কোন কোন ভিটামিনের অভাবে চুল পড়ে–
ভিটামিন এ: এই ভিটামিন স্ক্যাল্পে সিবাম ক্ষরণে সাহায্য করে, যা চুলের স্বাস্থ্য ভাল রাখে, চুল পড়া রোধ করে। ভিটামিন এ-র উদ্ভিদজাত উৎস হল হলুদ ও সবুজ শাকসবজি, রঙিন ফলমূল। সাধারণত যে শাকসবজি বা ফলের রং যত গাঢ় হয়, তাতে ভিটামিন এ-র পরিমান তত বেশি হয়। এছাড়া গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখনে ভিটামিন এ থাকে
ভিটামিন এ: এই ভিটামিন স্ক্যাল্পে সিবাম ক্ষরণে সাহায্য করে, যা চুলের স্বাস্থ্য ভাল রাখে, চুল পড়া রোধ করে। ভিটামিন এ-র উদ্ভিদজাত উৎস হল হলুদ ও সবুজ শাকসবজি, রঙিন ফলমূল। সাধারণত যে শাকসবজি বা ফলের রং যত গাঢ় হয়, তাতে ভিটামিন এ-র পরিমান তত বেশি হয়। এছাড়া গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখনে ভিটামিন এ থাকে
ভিটামিন বি: চুলের স্বাস্থ্য রাখতে অত্যন্ত জরুরি বি ভিটামিন বায়োটিন। এই ভিটামিন স্ক্যাল্পে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায়, অক্সিজেন সঞ্চালনে সাহায্য করে। ভিটামিন বি পাওয়া যায় মাংস, দুধ, পনির, দই, ডিম, মাছ, ঝিনুক, পালং শাক, বিট, মাশরুম ,অ্যাভোকাডো, মটরশুটি, কিডনি বিন, ছোলাবাদাম, তরমুজ, সয়া পণ্য যেমন সয়া দুধ-এ।
ভিটামিন বি: চুলের স্বাস্থ্য রাখতে অত্যন্ত জরুরি বি ভিটামিন বায়োটিন। এই ভিটামিন স্ক্যাল্পে লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায়, অক্সিজেন সঞ্চালনে সাহায্য করে। ভিটামিন বি পাওয়া যায় মাংস, দুধ, পনির, দই, ডিম, মাছ, ঝিনুক, পালং শাক, বিট, মাশরুম ,অ্যাভোকাডো, মটরশুটি, কিডনি বিন, ছোলাবাদাম, তরমুজ, সয়া পণ্য যেমন সয়া দুধ-এ।
ভিটামিন সি: এই ভিটামিনে থাকে কোলাজেন যা চুলের গঠন ধরে রাখতে সাহায্য করে। লেবু জাতীয় ফল, পেয়ারা, লঙ্কা, স্ট্রবেরিতে মেলে এই ভিটামিন। লেবু ও লেবুজাতীয় সব টক ফল ভিটামিন সি-র চমৎকার উৎস। কমলা, মালটা, আঙুর, পেঁপে, আনারস, জাম ইত্যাদি ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি। সবুজ পাতার সব সবজি ও শাকেও পাওয়া যায় এই ভিটামিন।
ভিটামিন সি: এই ভিটামিনে থাকে কোলাজেন যা চুলের গঠন ধরে রাখতে সাহায্য করে। লেবু জাতীয় ফল, পেয়ারা, লঙ্কা, স্ট্রবেরিতে মেলে এই ভিটামিন। লেবু ও লেবুজাতীয় সব টক ফল ভিটামিন সি-র চমৎকার উৎস। কমলা, মালটা, আঙুর, পেঁপে, আনারস, জাম ইত্যাদি ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি। সবুজ পাতার সব সবজি ও শাকেও পাওয়া যায় এই ভিটামিন।
ভিটামিন ডি:  ভিটামিন ডি হেয়ার ফলিকল তৈরি করতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবে চুল পড়ার সমস্যা দেখা দেয়। ডিম, মাশরুম, কড লিভার জাতীয় খাবার খান। নিয়মিত গায়ে সূর্যের আলো লাগান। এছাড়া নানান রকম খাবার যেমন- স্যামন, টুনা মাছ, দুধ-জাতীয় খাবার ভিটামিন ডি-র চাহিদা পূরণ করে। এছাড়াও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট যা ভিটামিন ডি সমৃদ্ধ। ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় ভিটামিন।
ভিটামিন ডি: ভিটামিন ডি হেয়ার ফলিকল তৈরি করতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবে চুল পড়ার সমস্যা দেখা দেয়। ডিম, মাশরুম, কড লিভার জাতীয় খাবার খান। নিয়মিত গায়ে সূর্যের আলো লাগান। এছাড়া নানান রকম খাবার যেমন- স্যামন, টুনা মাছ, দুধ-জাতীয় খাবার ভিটামিন ডি-র চাহিদা পূরণ করে। এছাড়াও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট যা ভিটামিন ডি সমৃদ্ধ। ভিটামিন ডি চর্বিতে দ্রবণীয় ভিটামিন।
ভিটামিন ই: আমন্ড, পালং শাক, সূর্যমুখীর বীজে ভিটামিন ই থাকে। ভিটামিন ই সমৃদ্ধ খাবারে থাকে এসেনশিয়াল অ্যান্টিঅক্সিড্যান্ট যা চুলের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভিটামিন ই: আমন্ড, পালং শাক, সূর্যমুখীর বীজে ভিটামিন ই থাকে। ভিটামিন ই সমৃদ্ধ খাবারে থাকে এসেনশিয়াল অ্যান্টিঅক্সিড্যান্ট যা চুলের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।