প্রতীকী ছবি।

Lok Sabha Elections 2024: প্রথম দফায় বাংলার ৩ কেন্দ্রে ভোট, প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী কে? শিক্ষায় এগিয়ে কে? জেনে চোখ কপালে উঠবে

*রাত পেরোলেই প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি ভোট দেবে। প্রথম দফার নির্বাচনে অংশ নেবেন ৩৭ প্রার্থী। তার মধ্যে আলিপুরদুয়ারে ১১ জন, কোচবিহারে ১৪ ও জলপাইগুড়িতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগৃহীত ছবি।
*রাত পেরোলেই প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি ভোট দেবে। প্রথম দফার নির্বাচনে অংশ নেবেন ৩৭ প্রার্থী। তার মধ্যে আলিপুরদুয়ারে ১১ জন, কোচবিহারে ১৪ ও জলপাইগুড়িতে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগৃহীত ছবি।
*এই প্রার্থীদের মধ্যে বিত্তশালী কারা? কাদের সম্পদের পরিমাণ তলানিতে? কোন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী? সংগৃহীত ছবি। 
*এই প্রার্থীদের মধ্যে বিত্তশালী কারা? কাদের সম্পদের পরিমাণ তলানিতে? কোন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী? সংগৃহীত ছবি।
*প্রথম দফার নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রথম ৩ বিত্তবানের নাম প্রকাশ করেছে এডিআর (ADR)। তাঁদের মধ্যে রয়েছেন একজন সিপিএম প্রার্থী অপর দু’জন তৃণমূলের। তালিকার প্রথম দু'জন জলপাইগুড়ির। তারপরে রয়েছেন কোচবিহারের এক প্রার্থী। আলিপুরদুয়ারের কেউ নেই। সংগৃহীত ছবি। 
*প্রথম দফার নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রথম ৩ বিত্তবানের নাম প্রকাশ করেছে এডিআর (ADR)। তাঁদের মধ্যে রয়েছেন একজন সিপিএম প্রার্থী অপর দু’জন তৃণমূলের। তালিকার প্রথম দু’জন জলপাইগুড়ির। তারপরে রয়েছেন কোচবিহারের এক প্রার্থী। আলিপুরদুয়ারের কেউ নেই। সংগৃহীত ছবি।
*জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বিত্তবানের তালিকায় প্রথম স্থানে আছেন। তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ২৯ লক্ষ ৮৯ হাজার ৪৬৮ টাকা। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২২ লক্ষ ৫৭ হাজার ৬৩৮ টাকা। তৃতীয় স্থানে থাকা জলপাইগড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের অস্থাবর সম্পত্তি আছে ৯৯ লক্ষ ২৮ হাজার ৪০১ টাকা। সংগৃহীত ছবি। 
*জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বিত্তবানের তালিকায় প্রথম স্থানে আছেন। তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ৩ কোটি ২৯ লক্ষ ৮৯ হাজার ৪৬৮ টাকা। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২২ লক্ষ ৫৭ হাজার ৬৩৮ টাকা। তৃতীয় স্থানে থাকা জলপাইগড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের অস্থাবর সম্পত্তি আছে ৯৯ লক্ষ ২৮ হাজার ৪০১ টাকা। সংগৃহীত ছবি।
*জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্থাবর সম্পত্তির পরিমাণ ২,৬৯,০৭,৬৩৮ কোটি, দেবরাজ বর্মনের ৬০ লক্ষ টাকা, নির্মলচন্দ্র রায়ের ১,০৮,২০,০০০ টাকা। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী মোট সম্পদের পরিমাণে এগিয়ে আছেন জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। সংগৃহীত ছবি। 
*জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্থাবর সম্পত্তির পরিমাণ ২,৬৯,০৭,৬৩৮ কোটি, দেবরাজ বর্মনের ৬০ লক্ষ টাকা, নির্মলচন্দ্র রায়ের ১,০৮,২০,০০০ টাকা। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী মোট সম্পদের পরিমাণে এগিয়ে আছেন জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। সংগৃহীত ছবি।
*কম সম্পদ রয়েছে এমন প্রথম তিনের তালিকায় দুজন প্রার্থী আলিপুরদুয়ারের। তৃতীয় স্থানে জলপাইগুড়ির নির্দল প্রার্থী শিপ্রা রায় হাকিম। আলিপুরদুয়ারের SUCI প্রার্থী চন্দন ওরাঁওয়ের অস্থাবর সম্পত্তি আছে ১২,১১৭ টাকার। কোনও স্থাবর সম্পত্তি নেই। সংগৃহীত ছবি। 
*কম সম্পদ রয়েছে এমন প্রথম তিনের তালিকায় দুজন প্রার্থী আলিপুরদুয়ারের। তৃতীয় স্থানে জলপাইগুড়ির নির্দল প্রার্থী শিপ্রা রায় হাকিম। আলিপুরদুয়ারের SUCI প্রার্থী চন্দন ওরাঁওয়ের অস্থাবর সম্পত্তি আছে ১২,১১৭ টাকার। কোনও স্থাবর সম্পত্তি নেই। সংগৃহীত ছবি।
*আলিপুরদুয়ারের কিষাণ মজদুর সংঘর্ষ পার্টির প্রার্থী রাহুল মারকের অস্থাবর সম্পত্তি রয়েছে ৭৩,৫৩৫ টাকার, শিপ্রা রায় হাকিমের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৭,৬৫৭ টাকা। রাহুল মারক ও শিপ্রা রায় হাকিমের কোনও স্থাবর সম্পত্তি নেই। সংগৃহীত ছবি। 
*আলিপুরদুয়ারের কিষাণ মজদুর সংঘর্ষ পার্টির প্রার্থী রাহুল মারকের অস্থাবর সম্পত্তি রয়েছে ৭৩,৫৩৫ টাকার, শিপ্রা রায় হাকিমের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮৭,৬৫৭ টাকা। রাহুল মারক ও শিপ্রা রায় হাকিমের কোনও স্থাবর সম্পত্তি নেই। সংগৃহীত ছবি।
*প্রার্থীদের নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী, ৩ উচ্চ আয়ের প্রার্থীর নামের তালিকায় দু’জন বাম দলের প্রার্থী ও একজন তৃণমূলের। আলিপুরদুয়ারের RSP প্রার্থী মিলি ওরাঁওয়ের ২০২২-২৩ আর্থিক বছরে আয় ৬৬,০৭,৮২৭ টাকা। ২০২২-২৩ আর্থিক বছর অনুযায়ী জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের ৩৭,২০,৪১০ টাকা ও জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মনের ২৪,৮৭,৭৫০ টাকা। সংগৃহীত ছবি। 
*প্রার্থীদের নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী, ৩ উচ্চ আয়ের প্রার্থীর নামের তালিকায় দু’জন বাম দলের প্রার্থী ও একজন তৃণমূলের। আলিপুরদুয়ারের RSP প্রার্থী মিলি ওরাঁওয়ের ২০২২-২৩ আর্থিক বছরে আয় ৬৬,০৭,৮২৭ টাকা। ২০২২-২৩ আর্থিক বছর অনুযায়ী জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের ৩৭,২০,৪১০ টাকা ও জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মনের ২৪,৮৭,৭৫০ টাকা। সংগৃহীত ছবি।
*জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের প্রার্থীদের মধ্যে ১৬ জন প্রার্থী অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পাস। ২০ জনের স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা। ৩৭ জন প্রার্থী মধ্যে শুধু স্বাক্ষর রয়েছেন একজন প্রার্থী। অষ্টম শ্রেণি উত্তীর্ণ ২ জন, মাধ্যমিক পাশ ৭ জন, উচ্চমাধ্যমিক পাশ ৭ জন, স্নাতক ৫, স্নাতক পেশাদার ৫, স্নাতকোত্তর ৭ জন, ডক্টরেট ৩। সংগৃহীত ছবি।
*জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের প্রার্থীদের মধ্যে ১৬ জন প্রার্থী অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পাস। ২০ জনের স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা। ৩৭ জন প্রার্থী মধ্যে শুধু স্বাক্ষর রয়েছেন একজন প্রার্থী। অষ্টম শ্রেণি উত্তীর্ণ ২ জন, মাধ্যমিক পাশ ৭ জন, উচ্চমাধ্যমিক পাশ ৭ জন, স্নাতক ৫, স্নাতক পেশাদার ৫, স্নাতকোত্তর ৭ জন, ডক্টরেট ৩। সংগৃহীত ছবি।