সেখানে উল্লেখ থাকে আরেকটি লাইন। সেটি হল- টিকিট কাটার ১ ঘণ্টার মধ্যেই আপনাকে যাত্রা শুরু করতে হবে।

Rail: লক্ষ লক্ষ রেলযাত্রীদের আর ঝুলতে হবে না লোকাল ট্রেনে, শিয়ালদহ ডিভিশনের ‌যাত্রীদের জন্য বড় খবর দিল রেল

*শিয়ালদহ মেইন ও নর্থ সেকশনে সমস্ত ইএমইউ লোকালগুলিকে ১২ কোচের করার জন্য শিয়ালদহ ১ থেকে ৫ নং প্লাটফর্মের দৈর্ঘ বৃদ্ধির কাজ জোরকদমে এগিয়ে চলেছে। শিয়ালদহ স্টেশনের ইয়ার্ডের সমস্যা থাকা সত্ত্বেও ডেডিকেটেড প্রজেক্ট টিম কাজ করে চলেছে। যাতে করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা যায়। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। ফাইল ছবি। 
*শিয়ালদহ মেইন ও নর্থ সেকশনে সমস্ত ইএমইউ লোকালগুলিকে ১২ কোচের করার জন্য শিয়ালদহ ১ থেকে ৫ নং প্লাটফর্মের দৈর্ঘ বৃদ্ধির কাজ জোরকদমে এগিয়ে চলেছে। শিয়ালদহ স্টেশনের ইয়ার্ডের সমস্যা থাকা সত্ত্বেও ডেডিকেটেড প্রজেক্ট টিম কাজ করে চলেছে। যাতে করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা যায়। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। ফাইল ছবি।
*নতুন ট্র্যাক, বৈদ্যুতিক লাইন ইত্যাদি স্থাপনের কাজ-সহ এমন একটি বিশাল প্রকল্প সম্পন্ন করার পরিকল্পনা এবং সুস্পষ্ট যোগাযোগ গুরুত্বপূর্ণ। এই নতুন লে আউটে ইলেকট্রিক ট্রাকশনের বন্দোবস্ত এবং সিগন্যালিং মডিফিকেশনের কাজ ভীষণ গুরুত্বপূর্ণ। যা নিখুঁত এবং ধৈর্যসাপেক্ষ ব্যাপার। ফাইল ছবি। 
*নতুন ট্র্যাক, বৈদ্যুতিক লাইন ইত্যাদি স্থাপনের কাজ-সহ এমন একটি বিশাল প্রকল্প সম্পন্ন করার পরিকল্পনা এবং সুস্পষ্ট যোগাযোগ গুরুত্বপূর্ণ। এই নতুন লে আউটে ইলেকট্রিক ট্রাকশনের বন্দোবস্ত এবং সিগন্যালিং মডিফিকেশনের কাজ ভীষণ গুরুত্বপূর্ণ। যা নিখুঁত এবং ধৈর্যসাপেক্ষ ব্যাপার। ফাইল ছবি।
*রেল সূত্রে আরও জানা গিয়েছে, ট্রেন চলাচল চালু রেখে এসমস্ত কাজ করা যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয়। যাত্রীদের সুবিধার্থে রেলকর্মীরা নানা বাধা অতিক্রম করে তাদের দায়িত্ব থেকে অবিচল। গরমের তাপপ্রবাহ উপেক্ষা করে প্রজেক্ট টিম কাজ করে চলেছে। ফাইল ছবি। 
*রেল সূত্রে আরও জানা গিয়েছে, ট্রেন চলাচল চালু রেখে এসমস্ত কাজ করা যথেষ্ট চ্যালেঞ্জিং বিষয়। যাত্রীদের সুবিধার্থে রেলকর্মীরা নানা বাধা অতিক্রম করে তাদের দায়িত্ব থেকে অবিচল। গরমের তাপপ্রবাহ উপেক্ষা করে প্রজেক্ট টিম কাজ করে চলেছে। ফাইল ছবি।

*ওভারহেড বৈদ্যুতিক তার এবং সিগন্যালিং সরঞ্জামগুলির জন্য নতুন খুঁটি স্থাপনের কাজ চলছে। নিরাপত্তা বৃদ্ধি এবং নতুন পরিকাঠামোর নির্ভরযোগ্যতা দিক গুরুত্ব দেওয়া হচ্ছে। দিনের বেলা যাত্রী চলাচলে যাতে কোনও প্রভাব না পড়ে, রাতে জেগে নির্মাণ কাজ চালানো হচ্ছে। ফাইল ছবি। 

*যাত্রীদের অসুবিধা কমানোর জন্য, দিনের বেলায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে প্ল্যাটফর্ম ১, ২, ৩এবং ৪ এর কাছে অতিরিক্ত অস্থায়ী এক্সেস রুট খোলা হয়েছে। প্রতি রাতেই রেলসেবা পরেই পূর্বরেলের কর্মীরা কোমর বেঁধে কাজে নেমে পড়ছেন। যাতে প্রথম ট্রেন চলার আগেই কাজ শেষ করতে হবে যাতে যাত্রী সাধারণ কোনওরকম অসুবিধার সম্মুখীন না হয়। ফাইল ছবি। 
*যাত্রীদের অসুবিধা কমানোর জন্য, দিনের বেলায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে প্ল্যাটফর্ম ১, ২, ৩এবং ৪ এর কাছে অতিরিক্ত অস্থায়ী এক্সেস রুট খোলা হয়েছে। প্রতি রাতেই রেলসেবা পরেই পূর্বরেলের কর্মীরা কোমর বেঁধে কাজে নেমে পড়ছেন। যাতে প্রথম ট্রেন চলার আগেই কাজ শেষ করতে হবে যাতে যাত্রী সাধারণ কোনওরকম অসুবিধার সম্মুখীন না হয়। ফাইল ছবি।
*শিয়ালদহের সমস্ত সংশ্লিষ্ট বিভাগই প্রত্যেকের বিভাগীয় কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে চলতে বদ্ধপরিকর যাতে খুব শীঘ্রই শিয়ালদহ মেইন এবং নর্থের সমস্ত লোকাল ট্রেনই ১২ বগির করে তোলা যায়। ফাইল ছবি।
*শিয়ালদহের সমস্ত সংশ্লিষ্ট বিভাগই প্রত্যেকের বিভাগীয় কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে চলতে বদ্ধপরিকর যাতে খুব শীঘ্রই শিয়ালদহ মেইন এবং নর্থের সমস্ত লোকাল ট্রেনই ১২ বগির করে তোলা যায়। ফাইল ছবি।