সদ্যোজাতকে কোলে নিয়ে টিডিপি প্রার্থী লক্ষ্মী৷

Assembly Elections 2024: রইল পড়ে ভোটের প্রচার! চিকিৎসক প্রার্থী যা করলেন, ভোটের ময়দানে বিরল ছবি

হায়দরাবাদ: লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোটও অনুষ্ঠিত হতে চলেছে৷ ভোট প্রচারে প্রার্থীরা যখন এক চুল জায়গা বিপক্ষ শিবিরকে ছাড়তে নারাজ, তখন নিজের রাজনীতির আগে নিজের কর্তব্যবোধকে অগ্রাধিকার দিয়ে ব্যতিক্রমী হয়ে থাকলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি-র) এক প্রার্থী৷

জানা গিয়েছে, পেশায় চিকিৎসক গোত্তিপতি লক্ষ্মী নামে এক মহিলা চিকিৎসক এবার অন্ধ্রের বিধানসভা নির্বাচনে টিডিপি-র প্রার্থী হয়েছেন৷ গত বৃহস্পতিবার নিজের ভোট প্রচার পিছিয়ে দিয়ে এক অন্তসত্ত্বা মহিলার অস্ত্রোপচার করতে চলে যান লক্ষ্মী৷ সময় মতো অস্ত্রোপচার না হলে গর্ভস্থ সন্তানের মৃত্যুর পাশাপাশি ওই মহিলারও জীবন বিপন্ন হতে পারত বলে খবর৷

আরও পড়ুন: ১০২ আসনে ভোট পড়ল ৬০.০৩ শতাংশ, প্রথম দফা দেখেই বিরাট দাবি মোদির

অন্তঃসত্ত্বা ওই মহিলার জরুরি অস্ত্রোপচার প্রয়োজন, এই খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছনোর সিদ্ধান্ত নেন পেশায় চিকিৎসক টিডিপি-র ওই প্রার্থী৷ লক্ষ্মী নিজে প্রথমবার ভোটে দাঁড়ালেও তাঁর পরিবার দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত৷ এবার প্রকাশম জেলার দরসি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি৷

সময় মতো অস্ত্রোপচারের লক্ষ্মী এবং তাঁর সন্তান, দু জনেই সুস্থ আছেন৷ পরে লক্ষ্মী জানান, বেসরকারি হাসপাতালের ওই চিকিৎসকরা ওই মহিলাকে গুন্টুরে রেফার করেন৷ আমি মা এবং শিশুকে প্রাণ বাঁচাতে দ্রুত হাসপাতালে পৌঁছই৷

সমাজমাধ্যমে লক্ষ্মী আরও লেখেন, একটি শিশুকে এই পৃথিবীর আলো দেখানো এবং তাদের মুখের হাসি আমাকে সবথেকে বেশি আনন্দ দেয়, অনুপ্রাণিত করে৷ ওই দিনটা খুব ভাল কাটল৷ লক্ষ্মী একই সঙ্গে জানিয়েছেন, ভোটে জিতলে নিজের বিধানসভা এলাকায় একটি হাসপাতাল তৈরি করতে চান তিনি৷