‘গাছের পেছনে বদলাতে হত জামা, এখন সবার ৪টি করে ভ‍্যানিটি ভ‍্যান’! তারকাদের ঝক্কি নিয়ে বিস্ফোরক ফারহা

Farah Khan: ‘গাছের পেছনে বদলাতে হত জামা, এখন সবার ৪টি করে ভ‍্যানিটি ভ‍্যান’! তারকাদের ঝক্কি নিয়ে বিস্ফোরক ফারহা

শূণ‍্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে কোটিপতি হয়েছেন এমন উদাহরণও অসংখ‍্য। এখন অভিনেতাদের আলাদা ভ‍্যানিটি ভ‍্যান থাকে। অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ‍্যানিটি ভ‍্যান-সহ একাধিক জিনিসের দাবি জানান। সদ‍্যই তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ফারহা খান
শূণ‍্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে কোটিপতি হয়েছেন এমন উদাহরণও অসংখ‍্য। এখন অভিনেতাদের আলাদা ভ‍্যানিটি ভ‍্যান থাকে। অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ‍্যানিটি ভ‍্যান-সহ একাধিক জিনিসের দাবি জানান। সদ‍্যই তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ফারহা খান
তারকা ও তাদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারহা খান। প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এবার সেই নিয়ে সরব ফারহা। নিজের ঠোঁটকাটা স্বভাবের জন‍্য পরিচিত ফারহা খান।
তারকা ও তাদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারহা খান। প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এবার সেই নিয়ে সরব ফারহা। নিজের ঠোঁটকাটা স্বভাবের জন‍্য পরিচিত ফারহা খান।
পরিচালক জানিয়েছেন যে, ইন্ডাস্ট্রির কিছু সেলিব্রিটি তাদের ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যান চায়। শুধু তাই নয়, সেটে তাদের ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তারা কাজ করতে রাজি হন। ফারাহ খান তার বিশাল চাহিদা প্রকাশ করলেন।

পরিচালক জানিয়েছেন যে, ইন্ডাস্ট্রির কিছু সেলিব্রিটি তাদের ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যান চায়। শুধু তাই নয়, সেটে তাদের ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তারা কাজ করতে রাজি হন। ফারাহ খান তার বিশাল চাহিদা প্রকাশ করলেন।
পরিচালক-কোরিওগ্রাফার ফারহা ব্যাখ্যা করেছেন কীভাবে শীর্ষস্থানীয় চলচ্চিত্র তারকারা চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজনীয়তা সহ বিশাল চাহিদা তৈরি করে, যা তাদের কাজের প্রথম দিন থেকেই প্রয়োজন।
পরিচালক-কোরিওগ্রাফার ফারহা ব্যাখ্যা করেছেন কীভাবে শীর্ষস্থানীয় চলচ্চিত্র তারকারা চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজনীয়তা সহ বিশাল চাহিদা তৈরি করে, যা তাদের কাজের প্রথম দিন থেকেই প্রয়োজন।
টিভি অভিনেতা দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিমের সঙ্গে কথোপকথনে, ফারাহ খান অভিনেতাদের প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন, যার মধ্যে ব্যক্তিগত ব্যবহারের জন্য একাধিক ভ্যানের চাহিদাও রয়েছে।
টিভি অভিনেতা দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিমের সঙ্গে কথোপকথনে, ফারাহ খান অভিনেতাদের প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন, যার মধ্যে ব্যক্তিগত ব্যবহারের জন্য একাধিক ভ্যানের চাহিদাও রয়েছে।
ফারাহ বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করে না। আজকাল প্রত্যেক অভিনেতার প্রায় ৪টি ভ্যানিটি ভ্যান রয়েছে। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি আমাদের নিজেদের জন্য এবং চতুর্থটিতে পরে খাবারের ট্রাক আসে, এটা আলাদা।’’

ফারাহ বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করে না। আজকাল প্রত্যেক অভিনেতার প্রায় ৪টি ভ্যানিটি ভ্যান রয়েছে। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি আমাদের নিজেদের জন্য এবং চতুর্থটিতে পরে খাবারের ট্রাক আসে, এটা আলাদা।’’
ফারহা খান দেশের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দিপীকা পাডুকোন, অক্ষয় কুমার, ক‍্যাটরিনার মতো একাধিক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
ফারহা খান দেশের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দিপীকা পাডুকোন, অক্ষয় কুমার, ক‍্যাটরিনার মতো একাধিক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
বড় বড় তারকাদের প্রয়োজন সম্পর্কে তাই খুব ভাল করেই জানেন ফারহা। সময় নিয়ে সেটে সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন তিনি। একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও পরিচালনা করতে পারত। গাছের আড়ালে গিয়ে কাপড় পাল্টাতেন। তারা আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করত, যেখানে আজকাল অভিনেতারা তাদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।
বড় বড় তারকাদের প্রয়োজন সম্পর্কে তাই খুব ভাল করেই জানেন ফারহা। সময় নিয়ে সেটে সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন তিনি। একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও পরিচালনা করতে পারত। গাছের আড়ালে গিয়ে কাপড় পাল্টাতেন। তারা আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করত, যেখানে আজকাল অভিনেতারা তাদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।
ফারাহ বলেন, ‘‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এটি করতে হবে। এমনকী সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হত। আজ অভিনেতারা তাদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’’

ফারাহ বলেন, ‘‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এটি করতে হবে। এমনকী সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হত। আজ অভিনেতারা তাদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’’