Tag Archives: farah khan

Farah Khan: ফারাহ খানের জীবনে বিরাট অঘটন, হারালেন প্রাণের মানুষকে! খান পরিবারে শোকের পাহাড়

মুম্বই: কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খানের জীবনে বিরাট অঘটন। ফারাহ ও তাঁর ভাই সাজিদ খানের মা মানেকা ইরানি শুক্রবার, ২৬ জুলাই, মুম্বইয়ে প্রয়াত হন। সূত্রের খবর, তিস মার খান পরিচালকের মা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন।

খবরটি কমল আর খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। মৃত্যুর সময় ফারাহ খানের মায়ের বয়স হয়েছিল ৭৯ বছর। কয়েকদিন আগেই ফারাহ একটি ইনস্টাগ্রাম পোস্টে ভাগ করে নিয়েছিলেন যে, তাঁর মায়ের একাধিক অস্ত্রোপচার হয়েছে। ১২ জুলাই মায়ের জন্মদিনে একটি আন্তরিক নোট লিখেছিলেন তিনি। জানিয়েছিলেন, কীভাবে মা-ই ছিল তাঁর শক্তির উৎস।

আরও পড়ুন: সবুজ চা বাগানের পাশে দুধসাদা এক অস্থির ঝর্ণা! পাহাড়ি এই অফবিট জায়গায় গেলে মায়া কাটাতে পারবেন না

 

View this post on Instagram

 

A post shared by Farah Khan Kunder (@farahkhankunder)

মায়ের জন্মদিনে ফারহা লিখেছিলেন, ‘আমরা সবাই নিজেদের মা-কে টেকেন ফর গ্রান্টেড নিয়ে ফেলি… বিশেষ করে আমি। এই গত মাসে আমি বুঝতে পারলাম মা মেনকাকে আমি কতটা ভালবাসি। আমার দেখা সবচেয়ে শক্তিশালী, সাহসী ব্যক্তি। এতগুলো অপারেশন করার পরেও সেন্স অফ হিউমার অব্যাহত।’

আরও পড়ুন: হেপাটাইটিসে রেকর্ড গড়েছে ভারত-বাড়ছে মৃত্যু! কীভাবে ছড়ায় এই রোগ? বাঁচার উপায় কী? জরুরি কথা জানুন

তবে শেষরক্ষা হল না। ফারাহ খানের মা এদিন প্রয়াত হন। ফারাহর মা মেনকার বোন ছিলেন বলিউডের পরিচিত অভিনেত্রী ডেইজি ইরানি। মেনকার আরেক বোন লেখক হানি ইরানি, জাভেদ আখতারের প্রাক্তন স্ত্রী।

Farah Khan: ‘৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে বেরিয়ে পড়ব…’, কপিলের শো-তে মনের কথা বললেন ফারাহ

ফারাহ খান বলিউডের নামি পরিচালক এবং কোরিওগ্রাফার। তবে এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। ফারাহর কমিক টাইমিংও অবাক করার মতো। চমকে দেয় তাঁর রসবোধ। সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অনিল কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই ফাঁস করেছেন বি-টাউনের গোপন কথা।
ফারাহ খান বলিউডের নামি পরিচালক এবং কোরিওগ্রাফার। তবে এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। ফারাহর কমিক টাইমিংও অবাক করার মতো। চমকে দেয় তাঁর রসবোধ। সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অনিল কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই ফাঁস করেছেন বি-টাউনের গোপন কথা।
বলিউডের কোথায় কী হচ্ছে সব ফারাহর নখদর্পণে। মজার মোড়কে সে সব তো বলেনই। খোলাখুলি জানিয়ে দেন নিজের কথাও। এই যেমন কপিল শর্মাকে ফারাহ বললেন, ৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে লোটাকম্বল নিয়ে বেরিয়ে পড়বেন তিনি।
বলিউডের কোথায় কী হচ্ছে সব ফারাহর নখদর্পণে। মজার মোড়কে সে সব তো বলেনই। খোলাখুলি জানিয়ে দেন নিজের কথাও। এই যেমন কপিল শর্মাকে ফারাহ বললেন, ৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে লোটাকম্বল নিয়ে বেরিয়ে পড়বেন তিনি।
না, সংসারের প্রতি বীতশ্রদ্ধ নন ফারাহ। আসলে কপিল মজা করে জিজ্ঞেস করেছিলেন, “কেউ যদি ভুল করে আপনার অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা পাঠায়, তাহলে কী করবেন”? ফারাহর এই প্রশ্নের উত্তরেই হেসে ফেলেন সবাই। ফারাহ বলেন, “৩০০ কোটি? অবসর নিয়ে নেব। তারপর স্বামী-সন্তানদের রেখে বেরিয়ে পড়ব”। তখন অর্চনা পুরন সিং বলেন, “স্বামীকে ছাড়তে পারবেন। তবে সন্তানদের ছেড়ে যেতে পারবেন না”।
না, সংসারের প্রতি বীতশ্রদ্ধ নন ফারাহ। আসলে কপিল মজা করে জিজ্ঞেস করেছিলেন, “কেউ যদি ভুল করে আপনার অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা পাঠায়, তাহলে কী করবেন”? ফারাহর এই প্রশ্নের উত্তরেই হেসে ফেলেন সবাই। ফারাহ বলেন, “৩০০ কোটি? অবসর নিয়ে নেব। তারপর স্বামী-সন্তানদের রেখে বেরিয়ে পড়ব”। তখন অর্চনা পুরন সিং বলেন, “স্বামীকে ছাড়তে পারবেন। তবে সন্তানদের ছেড়ে যেতে পারবেন না”।
কিছুক্ষণ ভেবে নিয়ে ফারাহ বলেন, “ঠিক আছে, তাই”। তখন অর্চনা বলেন, “৩০০ কোটি টাকা সন্তানদের সঙ্গে উপভোগ করা উচিত”। তাচ্ছিল্যের সঙ্গে ফারাহ জবাব দেন, “ওদের সঙ্গে আর কী মজা করব। আমি তো টম ক্রুজের কাছে যাব”। হেসে ওঠেন সবাই। অর্চনা আবার খোঁচা দেন, “তাহলে আরেকটা প্ল্যান আছে…”।
কিছুক্ষণ ভেবে নিয়ে ফারাহ বলেন, “ঠিক আছে, তাই”। তখন অর্চনা বলেন, “৩০০ কোটি টাকা সন্তানদের সঙ্গে উপভোগ করা উচিত”। তাচ্ছিল্যের সঙ্গে ফারাহ জবাব দেন, “ওদের সঙ্গে আর কী মজা করব। আমি তো টম ক্রুজের কাছে যাব”। হেসে ওঠেন সবাই। অর্চনা আবার খোঁচা দেন, “তাহলে আরেকটা প্ল্যান আছে…”।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর এই পর্বের আনকাট ভিডিও কপিল শর্মার ইউটিউব পেজে আপলোড করা হয়েছে। ফারাহ খান এবং অনিল কাপুরের আগের পর্বে গায়ক এড শিরান এসেছিলেন কপিলের শো-তে। ২০০৪ সালে শিরিষ কুন্দরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ফারাহ খান। তাঁদের তিন সন্তান। সব মিলিয়ে সুখী পরিবার। কমেডি শো-তে নিছক বিনোদনের জন্যই এমন কথা বলেছেন তিনি। এখানে বলে রাখা ভাল, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে র‍য়েছেন অর্চনা পুরন সিং, কিকু সারদা, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক এবং রাজীব ঠাকুর। প্রতি শনিবার সন্ধ্যায় শো-এর নতুন পর্ব নিয়ে হাজির হয় নেটফ্লিক্স।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর এই পর্বের আনকাট ভিডিও কপিল শর্মার ইউটিউব পেজে আপলোড করা হয়েছে। ফারাহ খান এবং অনিল কাপুরের আগের পর্বে গায়ক এড শিরান এসেছিলেন কপিলের শো-তে। ২০০৪ সালে শিরিষ কুন্দরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ফারাহ খান। তাঁদের তিন সন্তান। সব মিলিয়ে সুখী পরিবার। কমেডি শো-তে নিছক বিনোদনের জন্যই এমন কথা বলেছেন তিনি। এখানে বলে রাখা ভাল, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে র‍য়েছেন অর্চনা পুরন সিং, কিকু সারদা, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক এবং রাজীব ঠাকুর। প্রতি শনিবার সন্ধ্যায় শো-এর নতুন পর্ব নিয়ে হাজির হয় নেটফ্লিক্স।

Farah Khan: ‘গাছের পেছনে বদলাতে হত জামা, এখন সবার ৪টি করে ভ‍্যানিটি ভ‍্যান’! তারকাদের ঝক্কি নিয়ে বিস্ফোরক ফারহা

শূণ‍্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে কোটিপতি হয়েছেন এমন উদাহরণও অসংখ‍্য। এখন অভিনেতাদের আলাদা ভ‍্যানিটি ভ‍্যান থাকে। অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ‍্যানিটি ভ‍্যান-সহ একাধিক জিনিসের দাবি জানান। সদ‍্যই তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ফারহা খান
শূণ‍্য থেকে উঠে এসে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন প্রচুর অভিনেতা। অভিনয় জগতে এসে কোটিপতি হয়েছেন এমন উদাহরণও অসংখ‍্য। এখন অভিনেতাদের আলাদা ভ‍্যানিটি ভ‍্যান থাকে। অনেক তারকাই অভিনয় করার আগে নির্মাতাদের কাছে ভ‍্যানিটি ভ‍্যান-সহ একাধিক জিনিসের দাবি জানান। সদ‍্যই তারকাদের চাহিদা নিয়ে সরব হলেন পরিচালক ফারহা খান
তারকা ও তাদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারহা খান। প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এবার সেই নিয়ে সরব ফারহা। নিজের ঠোঁটকাটা স্বভাবের জন‍্য পরিচিত ফারহা খান।
তারকা ও তাদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফারহা খান। প্রযোজক এবং নির্মাতাদের কাছে একাধিক চাহিদার তালিকা দিয়ে দেন বহু তারকা। এবার সেই নিয়ে সরব ফারহা। নিজের ঠোঁটকাটা স্বভাবের জন‍্য পরিচিত ফারহা খান।
পরিচালক জানিয়েছেন যে, ইন্ডাস্ট্রির কিছু সেলিব্রিটি তাদের ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যান চায়। শুধু তাই নয়, সেটে তাদের ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তারা কাজ করতে রাজি হন। ফারাহ খান তার বিশাল চাহিদা প্রকাশ করলেন।

পরিচালক জানিয়েছেন যে, ইন্ডাস্ট্রির কিছু সেলিব্রিটি তাদের ব্যক্তিগত প্রয়োজনে চারটি ভ্যানিটি ভ্যান চায়। শুধু তাই নয়, সেটে তাদের ভ্যানিটি ভ্যান উপস্থিত থাকলেই তারা কাজ করতে রাজি হন। ফারাহ খান তার বিশাল চাহিদা প্রকাশ করলেন।
পরিচালক-কোরিওগ্রাফার ফারহা ব্যাখ্যা করেছেন কীভাবে শীর্ষস্থানীয় চলচ্চিত্র তারকারা চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজনীয়তা সহ বিশাল চাহিদা তৈরি করে, যা তাদের কাজের প্রথম দিন থেকেই প্রয়োজন।
পরিচালক-কোরিওগ্রাফার ফারহা ব্যাখ্যা করেছেন কীভাবে শীর্ষস্থানীয় চলচ্চিত্র তারকারা চারটি ভ্যানিটি ভ্যানের প্রয়োজনীয়তা সহ বিশাল চাহিদা তৈরি করে, যা তাদের কাজের প্রথম দিন থেকেই প্রয়োজন।
টিভি অভিনেতা দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিমের সঙ্গে কথোপকথনে, ফারাহ খান অভিনেতাদের প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন, যার মধ্যে ব্যক্তিগত ব্যবহারের জন্য একাধিক ভ্যানের চাহিদাও রয়েছে।
টিভি অভিনেতা দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিমের সঙ্গে কথোপকথনে, ফারাহ খান অভিনেতাদের প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন, যার মধ্যে ব্যক্তিগত ব্যবহারের জন্য একাধিক ভ্যানের চাহিদাও রয়েছে।
ফারাহ বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করে না। আজকাল প্রত্যেক অভিনেতার প্রায় ৪টি ভ্যানিটি ভ্যান রয়েছে। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি আমাদের নিজেদের জন্য এবং চতুর্থটিতে পরে খাবারের ট্রাক আসে, এটা আলাদা।’’

ফারাহ বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত ভ্যানিটি ভ্যান সেটে না আসে, ততক্ষণ পর্যন্ত তাঁরা কাজ করে না। আজকাল প্রত্যেক অভিনেতার প্রায় ৪টি ভ্যানিটি ভ্যান রয়েছে। একটি জিমের জন্য, দ্বিতীয়টি কর্মীদের জন্য, তৃতীয়টি আমাদের নিজেদের জন্য এবং চতুর্থটিতে পরে খাবারের ট্রাক আসে, এটা আলাদা।’’
ফারহা খান দেশের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দিপীকা পাডুকোন, অক্ষয় কুমার, ক‍্যাটরিনার মতো একাধিক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
ফারহা খান দেশের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। শাহরুখ খান, দিপীকা পাডুকোন, অক্ষয় কুমার, ক‍্যাটরিনার মতো একাধিক অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
বড় বড় তারকাদের প্রয়োজন সম্পর্কে তাই খুব ভাল করেই জানেন ফারহা। সময় নিয়ে সেটে সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন তিনি। একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও পরিচালনা করতে পারত। গাছের আড়ালে গিয়ে কাপড় পাল্টাতেন। তারা আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করত, যেখানে আজকাল অভিনেতারা তাদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।
বড় বড় তারকাদের প্রয়োজন সম্পর্কে তাই খুব ভাল করেই জানেন ফারহা। সময় নিয়ে সেটে সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন তিনি। একটা সময় ছিল যখন অভিনেতারা কম জিনিস দিয়েও পরিচালনা করতে পারত। গাছের আড়ালে গিয়ে কাপড় পাল্টাতেন। তারা আউটডোর শুটিংয়ের সময় তোয়ালে বা বিছানার চাদর ব্যবহার করত, যেখানে আজকাল অভিনেতারা তাদের বিশেষ ভ্যানিটি ভ্যান সেটে না পৌঁছানো পর্যন্ত কাজ করেন না।
ফারাহ বলেন, ‘‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এটি করতে হবে। এমনকী সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হত। আজ অভিনেতারা তাদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’’

ফারাহ বলেন, ‘‘আগে নায়িকারা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আমরা তাদের জন্য তোয়ালে ধরে সেখানে দাঁড়িয়ে থাকতাম। আমি এটা করেছি। আপনি যখন আউটডোর শুটিং করতে যান, আপনাকে এটি করতে হবে। এমনকী সুইজারল্যান্ডেও বাসের আড়ালে কাপড় পাল্টাতে হত। আজ অভিনেতারা তাদের ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত তাঁরা নড়াচড়া করেন না।’’