২৫ হাজার চাকরি বাতিল, শুধু রইল সোমা দাসের চাকরি

লোকসভা ভোটের মধ্যেই এসএসসি কাণ্ডে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। ২০১৬-র এসএসসি নিয়োগের পুরো প্রক্রিয়া বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। শিক্ষক, শিক্ষাকর্মী মিলিয়ে ২৫ হাজারেরও বেশি চাকরি বাতিল। নির্দেশ বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চের। শুধু চাকরি বাতিল নয়। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরিপ্রাপ্তদের ফেরাতে হবে বেতনও। চার সপ্তাহের মধ্যে সুদ সহ ফেরাতে হবে বেতন। একইসঙ্গে তদন্ত চালিয়ে যাবে সিবিআই-ও। কিন্তু ২০১৬-র এসএসসি নিয়োগের সকলের চাকরি গেলেও চাকরি থাকছে কেবল সোমা দাসের। কেন চাকরি বহাল রইল সোমা দাসের? আদালত জানিয়েছে, মানবিক কারণেই সোমবার তাঁর চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। কিন্তু সোমবারের রায় শোনার পর সোমা দাস বলেন, “আমি চাকরিটা মানবিক গ্রাউন্ডে পাই ঠিকই। তবে আমি কিন্তু যোগ্য, সাধারণ প্রার্থী হিসাবেই গিয়েছিলাম। আমাদের আন্দোলনের ভিত্তি কিন্তু দুর্নীাতি।”