The work on a kilometre-long bridge has been going on since 2016. (Image: IANS)

Telangana Bridge Collapse: তেলঙ্গানায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতুর একাংশ ! কারণ নাকি ‘জোরে বাতাস’

হায়দরাবাদ: ব্রিজ তৈরির কাজ চলছিল গত ৮ বছর ধরে ৷ কিন্তু হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতুর বেশ কিছুটা অংশ ! সোমবার রাত ৯টা ৪৫ নাগাদ ভেঙে পড়ে তেলঙ্গানার পেদাপল্লী জেলার এই নির্মীয়মান সেতুটি ৷  স্থানীয়দের দাবি, সে সময় জোরে হাওয়া দিচ্ছিল ! আর তাতেই নাকি এমন কাণ্ড ! অল্পের জন্য প্রাণে বাঁচেন বেশ কয়েকজন মানুষ ৷

জানা গিয়েছে, সেতুর দু’টি স্তম্ভের উপর ছিল ৫টি কংক্রিটের পাত। মনে করা হচ্ছে, তীব্র হাওয়ার কারণে তার মধ্যে দু’টি ভেঙে পড়েছে। অল্পের জন্য এদিন প্রাণে বেঁচে যান কয়েকজন বরযাত্রীও ৷ কারণ ৬৫ জন বরযাত্রীকে নিয়ে একটি বিয়ে বাড়ির বাস ঘটনার সময় সেতুর সামনে দিয়ে যাচ্ছিল। বাসটি চলে যাওয়ার এক মিনিট পরেই ভেঙে পড়ে সেতুটি।

আরও পড়ুন- নতুন করে তাপপ্রবাহের স্পেল শুরু, ফের বাড়বে তাপমাত্রা, চরম গরমের পূর্বাভাস !

এই ব্রিজ তৈরির জন্য ২০১৬ সালে মোট ৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেতুটির নির্মাণ এক বছরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয়রা জানিয়েছেন, এক বছরের মধ্যেই নির্মাণের কাজ বন্ধ করে দেন ঠিকাদার। কারণ নাকি সরকার সেসময়ে টাকা দেয়নি ৷