Tag Archives: Telangana

Telangana Rain: গভীর নিম্নচাপে আকাশে ঘন কালো মেঘ! টানা বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্র-তেলঙ্গানা, দুর্যোগের বলি কমপক্ষে ২০ জন

তেলঙ্গানা: টানা দু’দিন ধরে চরম বৃষ্টি৷ বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা৷ ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে নানা ঘটনা মিলিয়ে ২০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ সড়ক এবং রেল পরিবহণও উল্লেখযোগ্যভাবে বিপর্যস্ত৷ বন্ধ স্কুল৷ বেসরকারি সংস্থাগুলিকে ওয়ার্ক ফ্রম হোম দেওয়ার আর্জি জানিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভনাথ রেড্ডি৷

গত রবিবার, অর্থাৎ, ১ সেপ্টেম্বর প্রবল বৃষ্টির জেরে ৯৯টি ট্রেন বাতিল করা হয়েছিল৷ ৪টি ট্রেন আংশিক ভাবে বাতিল হয়৷ রেললাইন জলে ডুবে যাওয়ার কারণে ৫৪টি ট্রেনের রুট বদল করা হয়৷

টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে অন্ধ্রপ্রদেশ-তেলঙ্গানার একাধিক নদী৷ জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের জন্য শরণার্থী শিবির তৈরি করেছে৷ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কেন্দ্রের তরফে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা৷

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা ধরনামঞ্চেও শ্লীলতাহানি! মত্ত অবস্থায় ঢুকে পড়ল এক যুবক…তারপর

শুধু তাই নয়, জানা গিয়েছ, আজ, সোমবার ২ সেপ্টেম্বরও একইভাবে চলবে এই বৃষ্টি৷ ভারতের আবহাওয়া দফতর সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূলীয় অঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করছে৷ যার জেরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে ওই অঞ্চলে৷ তবে বর্তমানে ওই নিম্নচাপ অবস্থানে খানিকটা উত্তর-পশ্চিমে সরে কলিঙ্গপতনমের কাছে চলে এসেছে৷ বর্তমানে তা দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে৷ বিশাখাপত্তনম থেকে ৯০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং মালকানগিরি থেকে ১২০ কিমি পূর্বে৷

আরও পড়ুন: রাতারাতি বাড়বে গ্লো! অ্যালোভেরার সঙ্গে মেশান ৩ জিনিস, এবার বাড়িতেই ম্যাজিকাল সিরাম

আবহাওয়া দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘দক্ষিণ ওড়িশা থেকে উত্তর-পশ্চিম ঘেঁষে পশ্চিমে দক্ষিণ ছত্তিশগড়ের কাছে যাওয়ার পথে নিম্নচাপটি দুর্বল হবে৷ আগামী ২৪ ঘণ্টা নিম্নচাপের প্রভাব বজায় থাকবে৷’’

Viral News: চিকেন-মাটন ছেড়ে ময়ূরের মাংস রাঁধলেন ইউটিউবার, তারপরই ঘটল ভয়ঙ্কর কাণ্ড! পরিণতিতে যা হল…

তেলঙ্গানা: পুরনো দিনের খাওয়াদাওয়ার প্রসঙ্গে ময়ূরের মাংসের কথা অনেক জায়গাতেই পাওয়া যাবে। পাওয়া যাবে শিকার কাহিনিতেও। একটা সময়ে হরিণ আর ময়ূর দুই ছিল জনপ্রিয় খাদ্য, সারা ভারত জুড়েই। কিন্তু সময়ের সঙ্গে বদলে গিয়েছে আমাদের খাদ্যাভ্যাস। ময়ূর এখন সংরক্ষিত এক পাখি। তা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আপামর ভারত তা জানে। তার পরেও এক ইউটিউবার কীভাবে তাঁর চ্যানেলে এ হেন ময়ূরের মাংস রাঁধার ভিডিও শেয়ার করলেন, তার সদুত্তর পাওয়া ভার। তবে, অবাক করার মতো ঘটনা তো এ বটেই!

ঘটনার তেলঙ্গানার সিরসিলা জেলার। সেখানেই ময়ূর হত্যার মতো নিন্দনীয় অপরাধটি সংঘটিত হয়েছে। ইউটিউবে সেই মাংস রান্নার ভিডিও আপলোডও হয়েছে সিরসিলা থেকেই। যে ইউটিউবার এই কাণ্ডটি ঘটিয়েছেন, তাঁর নাম কোদম প্রণয় কুমার। ট্র্যাডিশনাল পিকক কারি রেসিপি শিরোনাম দিয়ে এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি ফলোয়ারদের সঙ্গে।

আরও পড়ুন-     মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

প্রণয় খুব সম্ভবত ভেবেছিলেন এই ভিডিও তাঁকে আরও জনপ্রিয় করবে। ভাবায় দোষ নেই। সাবেকি রান্নার কৌশল ধীরে ধীরে লোপ পেতে বসেছে, ফলে, ইউটিউবে এই ধরনের ভিডিও দেখার ভালই চাহিদা রয়েছে। ভিডিও যে ভালমতো ভিউ পেল না, এমনটাও নয়। কিন্তু প্রণয় যেমনটা ভেবেছিলেন, তেমনটা হল না। দেশের সুনাগরিকেরা রীতিমতো তুলোধোনা করে ছাড়লেন তাঁকে। জাতীয় পাখি রাঁধার ভিডিও দেখে তাঁরা নিন্দায় পঞ্চমুখ হলেন।

আরও পড়ুন-    ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

একই সঙ্গে উদ্যোগ নিল প্রশাসনও, গ্রেফতার করা হল ইউটিউবারকে। সে যতই তাঁর চ্যানেল থেকে ট্র্যাডিশনাল পিকক কারি রেসিপির ভিডিও সরিয়ে নেওয়া হোক না কেন। বন দফতর আপাতত যেখানে রান্না হয়েছিল, তার আশপাশ ভাল করে পর্যবেক্ষণ করছে। ইউটিউবারের রক্তের নমুনা এবং ময়ূরের মাংস গিয়েছে ল্যাবে। যদি ইউটিউবারের পেটে ময়ূরের মাংস পাওয়া যায়, শাস্তি কড়া হবে।

১৯৭২-এর ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্টের ৫১ (১-এ) ধারা অনুসারে ময়ূর সংরক্ষিত প্রাণী। সিরসিলার পুলিশ সুপারিনডেন্ট অখিল মহাজন জানিয়েছেন যে আইনের সংশ্লিষ্ট ধারায় ইউটিউবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Accident: গাড়িতে তখন সবাই গল্পে মশগুল, হঠাৎ ভয়াবহ ঘটনা! ঘটনাস্থলেই মৃত্যু ৬ জনের

হায়দরাবাদ: ভয়াবহ দুর্ঘটনা তেলঙ্গানায়। বৃহস্পতিবার সাত সকালে দেশে বড় ঘটনা ঘটল। বৃহস্পতিবার তেলেঙ্গানার সূর্যপেটে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক নাবালিকা-সহ ছ’জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। হায়দরাবাদ থেকে ১৮০ কিলোমিটার দূরে কোদাদা শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতরা সকলেই গাড়িতে ছিলেন বলে খবর।

আরও পড়ুন: কোটি টাকার ‘মালিক’ দিলীপ ঘোষ! হলফনামা জমা দিতেই চমকে ওঠা তথ্য প্রকাশ্যে

ঘটনা প্রসঙ্গে কোডাডার ডিএসপি শ্রীধর রেড্ডি জানিয়েছেন, হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে মেরামতির জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ব্যাপক সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনার সময় গাড়িতে মোট ১০ জন ছিলেন। চারজন যাত্রী সামান্য আহত হয়েছেন এবং তাদের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোডাডার সাব ইন্সপেক্টর জানিয়েছেন, লরি চালককে হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হচ্ছে।

Telangana Bridge Collapse: তেলঙ্গানায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতুর একাংশ ! কারণ নাকি ‘জোরে বাতাস’

হায়দরাবাদ: ব্রিজ তৈরির কাজ চলছিল গত ৮ বছর ধরে ৷ কিন্তু হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতুর বেশ কিছুটা অংশ ! সোমবার রাত ৯টা ৪৫ নাগাদ ভেঙে পড়ে তেলঙ্গানার পেদাপল্লী জেলার এই নির্মীয়মান সেতুটি ৷  স্থানীয়দের দাবি, সে সময় জোরে হাওয়া দিচ্ছিল ! আর তাতেই নাকি এমন কাণ্ড ! অল্পের জন্য প্রাণে বাঁচেন বেশ কয়েকজন মানুষ ৷

জানা গিয়েছে, সেতুর দু’টি স্তম্ভের উপর ছিল ৫টি কংক্রিটের পাত। মনে করা হচ্ছে, তীব্র হাওয়ার কারণে তার মধ্যে দু’টি ভেঙে পড়েছে। অল্পের জন্য এদিন প্রাণে বেঁচে যান কয়েকজন বরযাত্রীও ৷ কারণ ৬৫ জন বরযাত্রীকে নিয়ে একটি বিয়ে বাড়ির বাস ঘটনার সময় সেতুর সামনে দিয়ে যাচ্ছিল। বাসটি চলে যাওয়ার এক মিনিট পরেই ভেঙে পড়ে সেতুটি।

আরও পড়ুন- নতুন করে তাপপ্রবাহের স্পেল শুরু, ফের বাড়বে তাপমাত্রা, চরম গরমের পূর্বাভাস !

এই ব্রিজ তৈরির জন্য ২০১৬ সালে মোট ৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেতুটির নির্মাণ এক বছরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয়রা জানিয়েছেন, এক বছরের মধ্যেই নির্মাণের কাজ বন্ধ করে দেন ঠিকাদার। কারণ নাকি সরকার সেসময়ে টাকা দেয়নি ৷

Knowledge Story: স্যালুট! দেশপ্রেম! ভারতের এই শহর প্রতিদিন ৫২ সেকেন্ডের জন্য থেমে যায়! কোন শহর, কেন? শুনে চমকে উঠবেন

দেশপ্রেম, জাতীয় সঙ্গীত এসব নিয়ে কার না আবেগ রয়েছে! কিন্তু তাবলে এরকম দেশপ্রেমের নজির, তাও একটি শহরের, এ নজিরবিহীনই বটে। বিশ্বের প্রতিটি দেশে নিজস্ব জাতীয় সংগীত রয়েছে। একইভাবে ‘জনগণমন অধিনায়ক জয় হে’ ভারতের জাতীয় সংগীত। এটি শোনার পরেই আমাদের সকলের লোম খাড়া হয়ে যায় এবং দেশপ্রেমের অনুভূতি জেগে ওঠে। ভারতের জাতীয় সংগীত গাওয়ার মোট সময় ৫২ সেকেন্ড।
দেশপ্রেম, জাতীয় সঙ্গীত এসব নিয়ে কার না আবেগ রয়েছে! কিন্তু তাবলে এরকম দেশপ্রেমের নজির, তাও একটি শহরের, এ নজিরবিহীনই বটে। বিশ্বের প্রতিটি দেশে নিজস্ব জাতীয় সংগীত রয়েছে। একইভাবে ‘জনগণমন অধিনায়ক জয় হে’ ভারতের জাতীয় সংগীত। এটি শোনার পরেই আমাদের সকলের লোম খাড়া হয়ে যায় এবং দেশপ্রেমের অনুভূতি জেগে ওঠে। ভারতের জাতীয় সংগীত গাওয়ার মোট সময় ৫২ সেকেন্ড।
ভারতের এমন একটি শহরের কথা বলা হয়েছে, যেখানে জাতীয় সংগীত বাজার সাথে সাথে প্রতিটি মানুষ ৫২ সেকেন্ডের জন্য থেমে যায়। এটি তেলেঙ্গানার নালগোন্ডা শহর।
ভারতের এমন একটি শহরের কথা বলা হয়েছে, যেখানে জাতীয় সংগীত বাজার সাথে সাথে প্রতিটি মানুষ ৫২ সেকেন্ডের জন্য থেমে যায়। এটি তেলেঙ্গানার নালগোন্ডা শহর।
যেখানে প্রতিদিন সকাল আটটায় লাউড স্পিকারের মাধ্যমে জাতীয় সংগীত বাজানো হয়, তখন পুরো শহর ৫২ সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই এ শহরে জাতীয় সংগীত গান।
যেখানে প্রতিদিন সকাল আটটায় লাউড স্পিকারের মাধ্যমে জাতীয় সংগীত বাজানো হয়, তখন পুরো শহর ৫২ সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই এ শহরে জাতীয় সংগীত গান।
শহরটির বিভিন্ন স্থানে ১২টি বড় লাউড স্পিকার স্থাপন করা হয়েছে, যাতে আশেপাশে বসবাসকারী মানুষ জাতীয় সংগীত শুনে এবং তাদের কাজ ফেলে উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতে পারে। আগামী দিনে শহরের অন্যান্য স্থানেও লাউড স্পিকার বসানোর পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে।
শহরটির বিভিন্ন স্থানে ১২টি বড় লাউড স্পিকার স্থাপন করা হয়েছে, যাতে আশেপাশে বসবাসকারী মানুষ জাতীয় সংগীত শুনে এবং তাদের কাজ ফেলে উঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইতে পারে। আগামী দিনে শহরের অন্যান্য স্থানেও লাউড স্পিকার বসানোর পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে।
উদ্যোক্তাদের দাবি, তাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংগীতকে প্রতিদিনই সম্মান করা উচিত। প্রথমে এটি জম্মিকুন্ত নামক জায়গা থেকে প্রতিদিন জাতীয় সংগীত বাজানো হত। এর দ্বারা অনুপ্রাণিত হয়ে নালগোন্ডার ‘জনগণমন উৎসব’ সমিতি এই প্রচার শুরু করেছে।

উদ্যোক্তাদের দাবি, তাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংগীতকে প্রতিদিনই সম্মান করা উচিত। প্রথমে এটি জম্মিকুন্ত নামক জায়গা থেকে প্রতিদিন জাতীয় সংগীত বাজানো হত। এর দ্বারা অনুপ্রাণিত হয়ে নালগোন্ডার ‘জনগণমন উৎসব’ সমিতি এই প্রচার শুরু করেছে।
এটি পরীক্ষামূলক ভাবে ২০২১ সালের জানুয়ারি মাসে প্রথমবারের মতো করা হয়েছিল। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে এই কমিটির উদ্যোগের প্রশংসা করেন। নগরীতে জাতীয় সংগীত বাজলে শহরের বিভিন্ন স্থানে কমিটির কর্মীরা হাতে তেরেঙ্গা নিয়ে দাঁড়িয়ে থাকে।
এটি পরীক্ষামূলক ভাবে ২০২১ সালের জানুয়ারি মাসে প্রথমবারের মতো করা হয়েছিল। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে এই কমিটির উদ্যোগের প্রশংসা করেন। নগরীতে জাতীয় সংগীত বাজলে শহরের বিভিন্ন স্থানে কমিটির কর্মীরা হাতে তেরেঙ্গা নিয়ে দাঁড়িয়ে থাকে।
যখন জাতীয় সংগীত বাজানো হয়, তখন শহরবাসীর জন্য এটি একটি রোমাঞ্চকর মুহূর্ত। সাধারণত আমরা প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসে তেরঙ্গাকে অভিবাদন দেওয়ার সময় আমরা জাতীয় সংগীত গাই।
যখন জাতীয় সংগীত বাজানো হয়, তখন শহরবাসীর জন্য এটি একটি রোমাঞ্চকর মুহূর্ত। সাধারণত আমরা প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসে তেরঙ্গাকে অভিবাদন দেওয়ার সময় আমরা জাতীয় সংগীত গাই।
কিন্তু এখানকার মানুষেরা এটি প্রতিদিনই করেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এটি ভাইরাল হওয়ার পর এই উদ্যোগের ফলে তারা প্রশংসিত হয়েছেন।
কিন্তু এখানকার মানুষেরা এটি প্রতিদিনই করেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এটি ভাইরাল হওয়ার পর এই উদ্যোগের ফলে তারা প্রশংসিত হয়েছেন।

Viral Video: বিদ্যুৎ না থাকলেই বা কী, ওজন কমাতে বিদ্যুৎবিহীন কাঠের ট্রেডমিল বানিয়ে ফেললেন এই ব্যক্তি!

#হায়দরাবাদ: ঘরে বসে ওজন কমাতে ইচ্ছুক? জিমে যেতে ভাল লাগছে না? কিন্তু বাড়িতেই একটি ট্রেডমিল কিনতে কত খরচ হয় তাও জানা নেই? তাহলে উত্তরে বলতে হয় যে বাজারে লভ্য ইলেকট্রনিক ট্রেডমিলগুলি বেশ ব্যয়বহুল। এ ছাড়াও, এগুলি ব্যবহার করার পরে, যা বিদ্যুতের বিল আসবে তা পরিশোধ করতে পকেট গড়ের মাঠ হয়ে যায় (Wooden Treadmill)। এমন পরিস্থিতিতে তেলঙ্গানায় বসবাসকারী এক ব্যক্তি এই সমস্যার আশ্চর্যজনক সমাধান খুঁজে পেয়েছেন (Viral Video)।

আরও পড়ুন-ছেলেদের নাক দেখেই বোঝা যাবে পুরুষাঙ্গের আকার, গবেষণায় চাঞ্চল্য!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির একটি ভিডিও পোস্ট করা হয়েছিল, ওই ভিডিওতে ওই ব্যক্তিকে কাঠের ট্রেডমিলে হাঁটতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ভিডিওটি এখন পর্যন্ত দেড় লাখের বেশি বার দেখা হয়েছে। তবে ভিডিওতে ওই ব্যক্তির পরিচয় গোপন করা হয়েছে। তবে এটুকু জানা গিয়েছে যে ওই ব্যক্তি তেলঙ্গানার বাসিন্দা (Telangana man made wooden treadmill)। যাঁরা দীর্ঘদিন ধরে বাড়িতে ট্রেডমিল নিয়েও বিলের ভয়ে ব্যবহার করছেন না, তাঁদের জন্য এই কাঠের ট্রেডমিল যেন আশীর্বাদের মতো। বিদ্যুতের বিল ছাড়াই ট্রেডমিল ব্যবহারের সমস্যা এবার সমাধান হল বলা যায়। এই কাঠের ট্রেডমিল ইন্টারনেট ব্যবহারকারীদের বেশ পছন্দও হয়েছে, অনেক মানুষই এমন অভিনব উদ্যোগকে প্রশংসা করেছেন(Wooden Treadmill)।

আরও পড়ুন-দুই শালিক নমস্কার! আর এক শালিক মানে দিনটাই মাটি! এই ধারণা এল কোথা থেকে?

তেলঙ্গানার আইটি মন্ত্রী কেটি রামা রাও (K. T. Rama Rao) সম্প্রতি তাঁর ট্যুইটার হ্যান্ডল থেকে এই ভিডিওটি রিটুইট করেছেন। এ ছাড়াও অন্যান্য নেটিজেনরা ওই অজ্ঞাতনামা ব্যক্তির সৃজনশীলতায় মুগ্ধ। অত্যন্ত সস্তায়, বিদ্যুতের সাহায্য ছাড়া যে কেউ ব্যবহার করতে পারবে এই ট্রেডমিল। তেলঙ্গানার আইটি মন্ত্রী ওই ব্যক্তির কাজে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি তাঁর ট্যুইটে লিখেছেন, ‘‘রাজ্যের আইটি টিমের উচিত এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাঁকে এবং তাঁর আবিষ্কারকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করা। এই ৪৫ সেকেন্ডের এডিট করা ভিডিওতে, ওই ব্যক্তি কাঠ দিয়ে খুব সুন্দরভাবে তৈরি একটি ট্রেডমিল ব্যবহার করে অন্যান্যদের দেখিয়েছেন।’’

স্বাভাবিক ভাবেই কৌতূহল জাগে- বিদ্যুৎবিহীন এই কাঠের ট্রেডমিল তৈরি করা হল কী ভাবে! জানলে অবাক হতে হয়, এই ট্রেডমিলটি কেবল কাঠের তক্তাকে নাট-বোল্টের সাহায্যে সংযুক্ত করে প্রস্তুত করা হয়েছে। এটিতে কাঠের হাতলও রয়েছে, যা ব্যবহারকারীরা ধরে হাঁটতে পারবেন। এই ভিডিওটি প্রথমে ওই ব্যক্তি ১৭ মার্চ নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন, পরে এটি অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করে।