মাথার উপর গনগনে সূর্য, অথচ পড়ছে না কোনও ছায়া! এমনই এক আশ্চর্য মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে এই দেশেরই শহর বেঙ্গালুরু৷ দুপুর বারোটা সতেরো মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই ঘটনা ঘটতে দেখা যাবে৷

Bengaluru Zero Shadow Day: আশ্চর্য মুহূর্ত, গনগনে আঁচেও পড়ছে না সূর্যের ছায়া, বেঙ্গালুরুতে কেন এই কেলেঙ্কারি কাণ্ড

মাথার উপর গনগনে সূর্য, অথচ পড়ছে না কোনও ছায়া! এমনই এক আশ্চর্য মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে এই দেশেরই শহর বেঙ্গালুরু৷ দুপুর বারোটা সতেরো মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই ঘটনা ঘটতে দেখা যাবে৷
মাথার উপর গনগনে সূর্য, অথচ পড়ছে না কোনও ছায়া! এমনই এক আশ্চর্য মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে এই দেশেরই শহর বেঙ্গালুরু৷ দুপুর বারোটা সতেরো মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই ঘটনা ঘটতে দেখা যাবে৷
এপ্রিলের ২৪ তারিখ, অর্থাৎ আজ, বুধবার এই ঘটনা কিছুক্ষণের জন্য ঘটবে, যা বিরল থেকে বিরলতম বলা চলে৷ প্রতি বছর মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনা ঘটতে দেখা যায়৷ এ বারেও তা দেখা যাচ্ছে নির্দিষ্ট দিনেই৷
এপ্রিলের ২৪ তারিখ, অর্থাৎ আজ, বুধবার এই ঘটনা কিছুক্ষণের জন্য ঘটবে, যা বিরল থেকে বিরলতম বলা চলে৷ প্রতি বছর মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনা ঘটতে দেখা যায়৷ এ বারেও তা দেখা যাচ্ছে নির্দিষ্ট দিনেই৷
তবে এই দিনটিই শুধু নয়, আরও মোট পাঁচটি দিন দেশের অন্য পাঁচটি শহরেও এই একই ঘটনা ঘটতে দেখা যাবে৷ এই ঘটনা ঘটবে কন্যাকুমারী, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই ও ভোপাল শহরে, তবে আলাদা আলাদা দিনে৷ এই বছরে প্রতিটি শহরেই দু’টি করে দিন এমন ঘটনা ঘটবে৷
তবে এই দিনটিই শুধু নয়, আরও মোট পাঁচটি দিন দেশের অন্য পাঁচটি শহরেও এই একই ঘটনা ঘটতে দেখা যাবে৷ এই ঘটনা ঘটবে কন্যাকুমারী, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই ও ভোপাল শহরে, তবে আলাদা আলাদা দিনে৷ এই বছরে প্রতিটি শহরেই দু’টি করে দিন এমন ঘটনা ঘটবে৷
বেঙ্গালুরু শহরটি দ্রাঘিমাংশ ১৩ ডিগ্রিতে অবস্থিত, এটিতে সাধারণত এপ্রিলের ২৪ ও ২৫ তারিখ ও অগাস্টের ১৮ তারিখে এই ঘটনা দেখা যায়৷ সারা দেশে ঘটনাটি ঘটে সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে৷
বেঙ্গালুরু শহরটি দ্রাঘিমাংশ ১৩ ডিগ্রিতে অবস্থিত, এটিতে সাধারণত এপ্রিলের ২৪ ও ২৫ তারিখ ও অগাস্টের ১৮ তারিখে এই ঘটনা দেখা যায়৷ সারা দেশে ঘটনাটি ঘটে সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে৷
জিরো শ্যাডো ডে বলতে বোঝায়, যেদিন পৃথিবীপৃষ্ঠে সূর্যের আলোয় কোনও ছায়া পড়তে দেখা যাবে না৷ কারণ, পৃথিবী তার কক্ষপথে ২৩.৫ ডিগ্রি হেলে থাকবে, আর তাতেই সরাসরি এসে পড়বে সূর্যের আলো, যে কারণে ছায়া পড়বে না৷
জিরো শ্যাডো ডে বলতে বোঝায়, যেদিন পৃথিবীপৃষ্ঠে সূর্যের আলোয় কোনও ছায়া পড়তে দেখা যাবে না৷ কারণ, পৃথিবী তার কক্ষপথে ২৩.৫ ডিগ্রি হেলে থাকবে, আর তাতেই সরাসরি এসে পড়বে সূর্যের আলো, যে কারণে ছায়া পড়বে না৷