Tag Archives: Bengaluru

Bengaluru Airport Bizarre News: হঠাৎ বিমানবন্দরে ফোন… প্লেনে ওঠার আগেই প্রেমিকের নামে ভয়াবহ অভিযোগ প্রেমিকার, কী ঘটল তারপর!

বেঙ্গালুরু: বেঙ্গালুরু বিমানবন্দরে আজব কাণ্ড। বোমা রাখার ভুয়ো ফোন করে নিজেই বড়সড় বিপাকে পড়লেন ২৯ বছরের মহিলা। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের হেল্পলাইনে এই ফোন কল করেন তিনি। নেপথ্য কারণ শুনে বিশ্বাস করতে কষ্ট হবে।

নিজের প্রেমিককে আটকানোর জন্য তাঁর ব্যাগে বোমা আছে বলে ভুয়ো ফোন কল করেন মহিলা। বেঙ্গালুরু থেকে মুম্বই যাচ্ছিলেন তাঁর প্রেমিক। কিন্তু তাঁকে যেতে না দেওয়ার জন্য বোমাতঙ্ক ছড়িয়ে দেন মহিলা।

ঘটনাটি ঘটেছে ২৬ জুন। একটি মামলাও রুজু করেছে পুলিশ। গত বুধবার আইপিসি ধারা ৫০৫(১)(বি)-র অধীনে একটি এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্ত মহিলার নাম, ইন্দ্র রাজওয়ার। তিনি পুনের বাসিন্দা এবং বেঙ্গালুরুতে কর্মরত।

পুলিশের অভিযোগে উল্লেখ করা হয়েছে, মহিলা বিমানবন্দরের হেল্পলাইন নম্বরে ফোন করেছিলেন। দাবি করেছিলেন, মীর রাজা মেহেদি নামে এক যাত্রী বেঙ্গালুরু থেকে মুম্বই যাচ্ছেন। তাঁর ব্যাগে বোমা রয়েছে। পরে সেই ব্যক্তিকে নিজের প্রেমিক বলেও দাবি করেছেন মহিলা।

ফোন কল পাওয়ার পর সঙ্গে সঙ্গে বিমানবন্দরে মেহেদিকে খুঁজে চেক করা হয়। কিন্তু তাঁর ব্যাগে কিছু না পাওয়ার পর বোঝা যায় ফোন কলটি ভুয়ো।

আরও পড়ুন: তেলুগু ভাষায় ‘কল্কি’-তে নিজেই ডাবিং করেছেন শাশ্বত, তথ্য দিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ

পরে দেখা যায়, রাজওয়ারও বিমানবন্দরেই ছিলেন। দু’জনেই দু’টি আলাদা ফ্লাইটে টিকিট বুক করেছেন মুম্বই যাওয়ার জন্য। ওদিন সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন তাঁরা। রাজওয়ার হেল্পলাইনে কল করার আগেই তাঁরা ডিপার্চার লাউঞ্জে বসে নিজেদের মধ্যে কথা বলছিল।

রাজওয়ারকে তখন আটক করা হয় এবং কেআইএ থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি জানান, তাঁর এবং মেহেদির মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল লাউঞ্জে বসেই। প্রেমিক মুম্বই যাচ্ছিলেন এবং তিনি তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন। বিষয়টি নিয়ে এখনও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Heavy Rain Alert: বর্ষা ঢুকতেই ঝমঝমিয়ে শুরু…! অতি ভারী ঝড়-বৃষ্টি, চলবে বজ্রপাতের তাণ্ডব! মুম্বই-সহ একাধিক শহরে জারি লাল-কমলা সতর্কতা

২-৩ দিনের মধ্যেই বর্ষা ঢুকবে মুম্বইতে, এমনটাই আবহাওয়া দফতর সূত্রের খবর ছিল৷ রবিবার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী ৯ জুন মুম্বাই-সহ মধ্য আরব সাগরের অবশিষ্ট অংশ, উত্তর আরব সাগরের কিছু অংশ এবং মহারাষ্ট্রের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে।
২-৩ দিনের মধ্যেই বর্ষা ঢুকবে মুম্বইতে, এমনটাই আবহাওয়া দফতর সূত্রের খবর ছিল৷ রবিবার ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী ৯ জুন মুম্বাই-সহ মধ্য আরব সাগরের অবশিষ্ট অংশ, উত্তর আরব সাগরের কিছু অংশ এবং মহারাষ্ট্রের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে।
মুম্বই আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (RMC) শহর এবং পালঘর জেলার জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। রায়গড়, থানে, পুনে এবং রত্নাগিরির জন্য একটি অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে এবং ঘাট এলাকায় বিচ্ছিন্ন স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত-সহ সিন্ধুদুর্গ এবং কোলহাপুরের জন্য একটি লাল সতর্কতা জারি করা হয়েছে।
মুম্বই আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (RMC) শহর এবং পালঘর জেলার জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে। রায়গড়, থানে, পুনে এবং রত্নাগিরির জন্য একটি অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে এবং ঘাট এলাকায় বিচ্ছিন্ন স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত-সহ সিন্ধুদুর্গ এবং কোলহাপুরের জন্য একটি লাল সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ৯ এবং ১০ জুন দক্ষিণ কোঙ্কন এবং গোয়া, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং উপকূলীয় এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে বিচ্ছিন্ন অত্যন্ত ভারী বর্ষণের সাথে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ৯ এবং ১০ জুন দক্ষিণ কোঙ্কন এবং গোয়া, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং উপকূলীয় এবং উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে বিচ্ছিন্ন অত্যন্ত ভারী বর্ষণের সাথে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আসাম ও মেঘালয়, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিম, মধ্য মহারাষ্ট্র এবং উপকূলীয় কর্ণাটকের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আইএমডি জানিয়েছে, যে আগামী ৫ দিনের মধ্যে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির খুব সম্ভাবনা রয়েছে।
আসাম ও মেঘালয়, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিম, মধ্য মহারাষ্ট্র এবং উপকূলীয় কর্ণাটকের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আইএমডি জানিয়েছে, যে আগামী ৫ দিনের মধ্যে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির খুব সম্ভাবনা রয়েছে।
 আইএমডি জানিয়েছে, এই রাজ্যগুলিতে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে৷ পরবর্তী সময়ে অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া (৩০-৪০ কিমি) সহ  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৭ দিন৷
আইএমডি জানিয়েছে, এই রাজ্যগুলিতে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে৷ পরবর্তী সময়ে অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া (৩০-৪০ কিমি) সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৭ দিন৷
কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, কর্ণাটক, এবং কেরালা ও মাহে, লক্ষদ্বীপে বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া (৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা) সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷
কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, কর্ণাটক, এবং কেরালা ও মাহে, লক্ষদ্বীপে বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া (৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা) সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম, রায়ালসিমা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের উপর বিচ্ছিন্ন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ৪-৫ দিনের মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম, রায়ালসিমা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের উপর বিচ্ছিন্ন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
গরম এবং আর্দ্র আবহাওয়া৯ এবং ১৩ জুন পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন জায়গায় তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে৷ ৯ এবং ১০ জুন উত্তর প্রদেশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে৷
গরম এবং আর্দ্র আবহাওয়া ৯ এবং ১৩ জুন পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন জায়গায় তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে৷ ৯ এবং ১০ জুন উত্তর প্রদেশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে৷

Bengaluru Record Rain: ভয়ঙ্কর দুর্যোগ! ১৩৩ বছরের সব রেকর্ড ভেঙে চুরমার, মাত্র একদিনের বৃষ্টিতেই বেঙ্গালুরুর জীবনযাত্রা সঙ্কটে! একটানা আর কতদিন চলবে?

Bengaluru Weather: ৪১ বছরে সবচেয়ে শুষ্ক এপ্রিল দেখেছে বেঙ্গালুরু। তারপর এই জুন মাসে সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। ১৩৩ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে কর্ণাটকের রাজধানীতে। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: ৪১ বছরে সবচেয়ে শুষ্ক এপ্রিল দেখেছে বেঙ্গালুরু। তারপর এই জুন মাসে সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। ১৩৩ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে কর্ণাটকের রাজধানীতে। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: ভারতের আবহাওয়া বিভাগ (IMD) অনুসারে, রবিবার বেঙ্গালুরুতে ১১১.১ মিমি বৃষ্টিপাত হয়েছে। ১৮৯১ সালের ১৬ জুন সর্বোচ্চ ছিল ১০১.৬ মিমি বৃষ্টিপাত। বেঙ্গালুরুতে এ বছরের জুনের গড় বৃষ্টিপাত ১০৬.৫ মিমি। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: ভারতের আবহাওয়া বিভাগ (IMD) অনুসারে, রবিবার বেঙ্গালুরুতে ১১১.১ মিমি বৃষ্টিপাত হয়েছে। ১৮৯১ সালের ১৬ জুন সর্বোচ্চ ছিল ১০১.৬ মিমি বৃষ্টিপাত। বেঙ্গালুরুতে এ বছরের জুনের গড় বৃষ্টিপাত ১০৬.৫ মিমি। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: আবহাওয়া সংস্থা বেঙ্গালুরুতে আগামী দুই দিনের জন্য হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণ শহরের বিভিন্ন অংশে আঘাত হানবে। যা শহরের সাধারণ জনগণের দৈনন্দিন পরিষেবা ব্যাহত করেছে। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: আবহাওয়া সংস্থা বেঙ্গালুরুতে আগামী দুই দিনের জন্য হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণ শহরের বিভিন্ন অংশে আঘাত হানবে। যা শহরের সাধারণ জনগণের দৈনন্দিন পরিষেবা ব্যাহত করেছে। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের পরে বেঙ্গালুরু-সহ কর্ণাটকের উপকূলীয় অংশে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া বিভাগৈের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৩-৫ জুন পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। একটানা বৃষ্টি হতে চলেছে। বজ্রপ্রাত-সহ বৃষ্টির পূর্বাভাস। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের পরে বেঙ্গালুরু-সহ কর্ণাটকের উপকূলীয় অংশে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া বিভাগৈের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৩-৫ জুন পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। একটানা বৃষ্টি হতে চলেছে। বজ্রপ্রাত-সহ বৃষ্টির পূর্বাভাস। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: এপ্রিল মাসে বেঙ্গালুরুতে রেকর্ড তাপমাত্রা ছিল। গত ৪১ বছরে প্রথমবার এত গরম। বেঙ্গালুরু চিরকাল মনোরম জলবায়ুর জন্য পরিচিত একটি শহর। সেই জায়গা অস্বাভাবিক গরমের মুখোমুখি হল। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: এপ্রিল মাসে বেঙ্গালুরুতে রেকর্ড তাপমাত্রা ছিল। গত ৪১ বছরে প্রথমবার এত গরম। বেঙ্গালুরু চিরকাল মনোরম জলবায়ুর জন্য পরিচিত একটি শহর। সেই জায়গা অস্বাভাবিক গরমের মুখোমুখি হল। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, বেঙ্গালুরু এপ্রিল মাসে কোনো বৃষ্টিপাত রেকর্ড করেনি, যা 1983 সালের পর এই প্রথম দৃষ্টান্ত চিহ্নিত করে। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) অনুসারে, বেঙ্গালুরু এপ্রিল মাসে কোনো বৃষ্টিপাত রেকর্ড করেনি, যা 1983 সালের পর এই প্রথম দৃষ্টান্ত চিহ্নিত করে। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: গত চার দশকের মধ্যে সবচেয়ে শুষ্ক এপ্রিলের মুখোমুখি হওয়া বেঙ্গালুরু এপ্রিল মাসে ০ মিমি বৃষ্টিপাত হয়েছে। (প্রতীকী ছবি)
Bengaluru Weather: গত চার দশকের মধ্যে সবচেয়ে শুষ্ক এপ্রিলের মুখোমুখি হওয়া বেঙ্গালুরু এপ্রিল মাসে ০ মিমি বৃষ্টিপাত হয়েছে। (প্রতীকী ছবি)

Bengaluru Metro: মেট্রোর মধ্যে ছেলে-মেয়ে দু’টির এ কী কাণ্ড! এমন দৃশ্য দেখে তাজ্জব সকলে! ভাইরাল সেই ভিডিও

বেঙ্গালুরু: এর আগে দিল্লি, কলকাতা মেট্রোতে যুগলের ঘনিষ্ঠ অবস্থায় দৃশ্য প্রকাশ্যে এসেছিল। যা নিয়ে সমালোচনাও হয়েছিল বিস্তর। এমনকী কলকাতার ঘটনায় তরুণ-তরুণীর ‘ঘনিষ্ঠ’ হওয়ার জেরে তাদের রীতিমতো মারধর করেছিলেন বেশ কয়েকজন সহযাত্রী। সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। এবার বেঙ্গালুরুর মেট্রোতে ঘটল এমন ঘটনা। দুই তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়।

সম্প্রতি, একজন এক্স ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন যাতে মেট্রোর ভিতরে এক দম্পতিকে আলিঙ্গন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। যুগলের মুখ দেখা যাচ্ছে না। এক্স ব্যবহারকারী ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এবং বেঙ্গালুরু সিটি পুলিশের অফিসিয়াল অ্যাকাউন্টেও ভিডিওটি ট্যাগ করে লিখেছেন, “মেট্রোতে কী হচ্ছে? ধীরে ধীরে বেঙ্গালুরু মেট্রো দিল্লি মেট্রোতে পরিণত হচ্ছে। তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিন। মেয়েটি আক্ষরিক অর্থেই ছেলেটিকে চুমু খাচ্ছিল।”

আরও পড়ুন: পৃথিবীর অবস্থা এত খারাপ! টাল খেয়ে গিয়েছে পূর্ব দিকে, ভারতের জন্য ভয়ঙ্কর বিপদের খবর

এই পোস্টটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যদিও অনেকের যুক্তি, এই ধরনের দৃশ্য অনেককেই অস্বস্তিতে ফেলে এবং তা অশালীন। অন্য পক্ষের অবশ্য দাবি, এই ধরনের বিষয় নিয়ে আজকের যুগে সমস্যা হওয়া উচিত নয়। বরং যে ব্যক্তি ভিডিওটি তুলেছেন এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন, তাঁকে গোপনীয়তা লঙ্ঘনের জন্য শাস্তি দেওয়া উচিত।

বেঙ্গালুরু সিটি পুলিশ এই ভিডিওটি নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “অনুগ্রহ করে আপনার যোগাযোগের নম্বর DM-এর মাধ্যমে প্রদান করুন।” একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “কারও সম্মতি ছাড়া তাদের ভিডিও তোলা বেআইনি এবং আইপিসি ধারা 354C-এর অধীনে এটি আসলে শাস্তিযোগ্য অপরাধ। সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড। সুতরাং আপনি যা করেছেন তা বেআইনি এবং কারও সম্মতি ছাড়া ভিডিও তোলার জন্য আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত।”

Bengaluru Zero Shadow Day: আশ্চর্য মুহূর্ত, গনগনে আঁচেও পড়ছে না সূর্যের ছায়া, বেঙ্গালুরুতে কেন এই কেলেঙ্কারি কাণ্ড

মাথার উপর গনগনে সূর্য, অথচ পড়ছে না কোনও ছায়া! এমনই এক আশ্চর্য মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে এই দেশেরই শহর বেঙ্গালুরু৷ দুপুর বারোটা সতেরো মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই ঘটনা ঘটতে দেখা যাবে৷
মাথার উপর গনগনে সূর্য, অথচ পড়ছে না কোনও ছায়া! এমনই এক আশ্চর্য মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে এই দেশেরই শহর বেঙ্গালুরু৷ দুপুর বারোটা সতেরো মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই ঘটনা ঘটতে দেখা যাবে৷
এপ্রিলের ২৪ তারিখ, অর্থাৎ আজ, বুধবার এই ঘটনা কিছুক্ষণের জন্য ঘটবে, যা বিরল থেকে বিরলতম বলা চলে৷ প্রতি বছর মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনা ঘটতে দেখা যায়৷ এ বারেও তা দেখা যাচ্ছে নির্দিষ্ট দিনেই৷
এপ্রিলের ২৪ তারিখ, অর্থাৎ আজ, বুধবার এই ঘটনা কিছুক্ষণের জন্য ঘটবে, যা বিরল থেকে বিরলতম বলা চলে৷ প্রতি বছর মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে এই ঘটনা ঘটতে দেখা যায়৷ এ বারেও তা দেখা যাচ্ছে নির্দিষ্ট দিনেই৷
তবে এই দিনটিই শুধু নয়, আরও মোট পাঁচটি দিন দেশের অন্য পাঁচটি শহরেও এই একই ঘটনা ঘটতে দেখা যাবে৷ এই ঘটনা ঘটবে কন্যাকুমারী, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই ও ভোপাল শহরে, তবে আলাদা আলাদা দিনে৷ এই বছরে প্রতিটি শহরেই দু’টি করে দিন এমন ঘটনা ঘটবে৷
তবে এই দিনটিই শুধু নয়, আরও মোট পাঁচটি দিন দেশের অন্য পাঁচটি শহরেও এই একই ঘটনা ঘটতে দেখা যাবে৷ এই ঘটনা ঘটবে কন্যাকুমারী, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই ও ভোপাল শহরে, তবে আলাদা আলাদা দিনে৷ এই বছরে প্রতিটি শহরেই দু’টি করে দিন এমন ঘটনা ঘটবে৷
বেঙ্গালুরু শহরটি দ্রাঘিমাংশ ১৩ ডিগ্রিতে অবস্থিত, এটিতে সাধারণত এপ্রিলের ২৪ ও ২৫ তারিখ ও অগাস্টের ১৮ তারিখে এই ঘটনা দেখা যায়৷ সারা দেশে ঘটনাটি ঘটে সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে৷
বেঙ্গালুরু শহরটি দ্রাঘিমাংশ ১৩ ডিগ্রিতে অবস্থিত, এটিতে সাধারণত এপ্রিলের ২৪ ও ২৫ তারিখ ও অগাস্টের ১৮ তারিখে এই ঘটনা দেখা যায়৷ সারা দেশে ঘটনাটি ঘটে সাধারণত মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে৷
জিরো শ্যাডো ডে বলতে বোঝায়, যেদিন পৃথিবীপৃষ্ঠে সূর্যের আলোয় কোনও ছায়া পড়তে দেখা যাবে না৷ কারণ, পৃথিবী তার কক্ষপথে ২৩.৫ ডিগ্রি হেলে থাকবে, আর তাতেই সরাসরি এসে পড়বে সূর্যের আলো, যে কারণে ছায়া পড়বে না৷
জিরো শ্যাডো ডে বলতে বোঝায়, যেদিন পৃথিবীপৃষ্ঠে সূর্যের আলোয় কোনও ছায়া পড়তে দেখা যাবে না৷ কারণ, পৃথিবী তার কক্ষপথে ২৩.৫ ডিগ্রি হেলে থাকবে, আর তাতেই সরাসরি এসে পড়বে সূর্যের আলো, যে কারণে ছায়া পড়বে না৷

Bengaluru Cafe Blast: বেঙ্গালুরুর ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, মাস্টারমাইন্ড ধরা পড়ল দিঘায়! সঙ্গে আরেকজন কে?

কলকাতা: বেঙ্গালুরু ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে বিরাট সাফল্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র। ঘটনায় মাস্টারমাইন্ড মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহাকে গ্রেফতার করেছে এনআইএ। গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এই দু’জন বলে দাবি এনআইএ-র। অভিযুক্ত মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহা কর্ণাটকের শিবমোগার তীর্থাহাল্লির বাসিন্দা।

কলকাতার উপকণ্ঠেই গা ঢাকা দিয়ে ছিল এই দুই অভিযুক্ত। কাঁথি থেকে এনআইএ-র জালে দুই অভিযুক্ত। জানা গিয়েছে, তারা পরিচয় গোপন করে থাকছিল। শুক্রবার এনআইএ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, কর্ণাটক ও কেরল পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। তৃণমূলের তরফে এই গ্রেফতার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন সেকথা।

আরও পড়ুন: কথা রাখেন ‘দিদি’, জলপাইগুড়িকে বলতে যাচ্ছেন অভিষেক! ধূপগুড়িই এবার তৃণমূলের টেক্কা

মার্চ মাসের ১ তারিখ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে যে আইইডি বিস্ফোরণ হয়েছিল, তাতে আহত হয়েছিলেন কমপক্ষে ১০ জন। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, এক যুবক কালো রঙের ব্যাগ নিয়ে এসেছিল। মুখে মাস্ক পরা ছিল। ওই যুবক ইডলি অর্ডার করে। খাবার খেয়ে সে বেরিয়ে যায়। টেবিলের নীচে রেখে যায় ব্যাগটি। মিনিট দশেক পরই ক্যাফেতে বিস্ফোরণ হয়। ঝলসে যান অনেকে।

আরও পড়ুন: আকাশে মেঘ, কলকাতা-সহ ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসছে! চলবে কতদিন? আবহাওয়ার বড় খবর

ওই হামলায় মূল অভিযুক্ত ছিল মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহা। বিস্ফোরণের পর থেকেই সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছিল। অবশেষে তাদের শুক্রবার গ্রেফতার করল এনআইএ।

Viral News: জানালা খুলে সে কী ‘শীৎকার’! যৌনতায় মত্ত নবদম্পতি, আওয়াজ শুনে কী করলেন প্রতিবেশী জানেন?

বেঙ্গালুরু: শোওয়ার ঘরের জানলা খোলা রেখেই উদ্দাম যৌনতায় মেতে উঠেছিলেন সদ্যবিবাহিত এক দম্পতি। আর এই ঘটনায় তিতিবিরক্ত হয়ে সটান পুলিশের দ্বারস্থ হলেন তাঁদেরই প্রতিবেশী এক বছর চুয়াল্লিশের গৃহবধূ। তাঁদের বিরুদ্ধে ঠুকলেন নালিশও। আর বেঙ্গালুরুর এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে জানাজানি হতেই তাজ্জব নেটদুনিয়া।

দক্ষিণ বেঙ্গালুরুর গিরিনগর অভালাহল্লিতে ঘটেছে এই ঘটনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রতিবেশী ওই গৃহবধূর অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন নবদম্পতির বাড়িওয়ালাও। তিনি অভিযোগ করেন যে, ভাড়াটে সংক্রান্ত বিষয়ে বরাবরই ওই মহিলা তাঁদের সঙ্গে ঝগড়া করে এসেছেন। মূলত তাঁদের ঘর খালি করানোর জন্য সব সময় চাপ দিতেন প্রতিবেশী ওই মহিলা।

আরও পড়ুন: পোষ্য কুকুর কি টিভির দিকে তাকিয়ে বসে থাকে? সত্যিই কি সে টিভি দেখে? কীসের ইঙ্গিত এটি জানলে চমকে যাবেন

ঘটনার কথা জানাজানি হতেই দুই পক্ষই গিরিনগর থানায় পৌঁছয় এবং জানায় যে, তারা বিষয়টা মেটানোর চেষ্টা করেছেন। তবে পুলিশ জানিয়েছিল যে, যেহেতু দুই দিক থেকেই এফআইআর দায়ের করা হয়েছে, তাই অভিযোগকারীদের আদালতে যেতেই হবে। গত ৮ মার্চ, ২০২৪ তারিখে ওই গৃহবধূ এফআইআর দায়ের করে জানান যে, আগের দিন রাত ১০টা ৩০ মিনিট নাগাদ নিজের বাড়ির সদর দরজা খুলেছিলেন তিনি। আর খুলেই দেখেন পাশের বাড়ির ভাড়াটে নবদম্পতি শারীরিক মিলনে মত্ত।

আরও পড়ুন: তিনটি ‘C’ ব্যবহার করে কাটতে হবে ট্রেনের টিকিট, গোটা দেশেই চালু হবে দ্রুত! জানুন

সংবাদমাধ্যমের কাছে আবার অভিযোগকারিণী ওই গৃহবধূ বলেন, “বিষয়টি অত্যন্ত ঘৃণ্য। ফলে ওঁদের জানলা বন্ধ করেই যা করার করতে বলেছিলাম। উল্টে ওই দম্পতি আমায় নিগ্রহ করেন। এমনকী আমায় ধর্ষণ এবং খুন করে ফেলার হুমকিও দিয়েছিলেন তাঁরা।”

ওই গৃহবধূর এফআইআর-এর জবাবে নবদম্পতির বাড়ির মালিকের স্ত্রী-ও দিন দুয়েক পর অর্থাৎ ১০ মার্চ, ২০২৪ তারিখে পাল্টা এফআইআর দায়ের করেন। তাঁর ভাড়াটেদের সঙ্গে সব সময় মনোমালিন্য করার অভিযোগ আনেন ওই গৃহবধূর বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত সকলে অর্থাৎ নবদম্পতি, তাঁদের বাড়িওয়ালা এবং ওই গৃহবধূ ও তাঁর স্বামীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

Bengaluru water crisis: ফ্লাশ করারও জল নেই!বেঙ্গালুরু জুড়ে হাহাকার,শিক্ষা দিতে পারল তথ্যপ্রযুক্তির শহর?

বেঙ্গালুরু: জলের অপচয় বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের প্রচারকে সাধারণত আমরা গুরুত্ব দিই না৷ কিন্তু এই জল অপচয়ের ফল কতটা মারাত্মক হতে পারে, তা গত কয়েকদিন ধরেই টের পাচ্ছেন বেঙ্গালুরুর বাসিন্দারা৷

পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে বাথরুমে গিয়ে ফ্লাশ করার মতো জলও কোথাও কোথাও নেই বলে সমাজমাধ্যমে অভিযোগ করছেন বেঙ্গালুরুবাসীদের কেউ কেউ৷ বড় বড় অনেক আবাসনেই নলকূপ ব্যবহার করেও জল তোলা সম্ভব হচ্ছে না৷ পরিস্থিতি কতটা মারাত্মক আকার ধারণ করেছে, এ দিনই বেঙ্গালুরু শহরের জল সরবরাহ এবং নিকাশীর দায়িত্বে থাকা সরকারি সংস্থার শীর্ষ কর্তার বক্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে৷

বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওয়ারেজ বোর্ডের চেয়ারম্যান ভি রাম প্রসাত মনোহর জানিয়েছেন, বেঙ্গালুরু শহরে প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষের বাস৷ গড়ে এক একজন মানুষের দৈনিক দেড়শো লিটার করে জল প্রয়োজন৷ ফলে দৈনিক বেঙ্গালুরু শহরে প্রায় ২০০ কোটি লিটার জলের প্রয়োজন৷ সেখানে বর্তমানে কাভেরি নদী থেকে দৈনিক ১৪৫ কোটি লিটার মতো জল মিলছে৷ কিন্তু বৃষ্টিপাত কম হওয়ার কারণেই বেঙ্গালুরু শহরের ভূগর্ভস্থ জলস্তর একেবারে নেমে গিয়েছে৷ সরকারি, বেসরকারি গভীর নলকূপ থেকে দৈনিক যে ৬৫ কোটি লিটার মতো জল মিলত, এখন তা আর পাওয়া যাচ্ছে না৷ এই পরিস্থিতিকে পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে ওই সরকারি আধিকারিক সাধারণ মানুষের কাছে যেভাবে সম্ভব জলের অপচয় বন্ধ করার আর্জি জানিয়েছেন৷ বর্ষা শুরু না হওয়া পর্যন্ত বেঙ্গালুরুর এই জল সঙ্কট মেটার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত দিয়ে রেখেছেন ওই সরকারি কর্তা৷

আরও পড়ুন: ছোট বড় সবার প্রিয়, কিন্তু আঙুরও হতে পারে মৃত্যুর কারণ! জানুন কী কী ভয়

বেঙ্গালুরুর এই জলসঙ্কট শুরু হতেই তার সুযোগ নিতে শুরু করেছে এক শ্রেণির ব্যবসায়ী৷ এ বছরের শুরুতেও যেখানে এক ট্যাঙ্কার জলের দাম পড়়ত ১০০০ টাকা, তাই এখন বেড়ে ১৪০০ থেকে ২০০০ টাকায় দাঁড়িয়েছে৷ যাঁদের এই জল কেনার ক্ষমতা আছে, তাঁরা কিনছেন৷ কিন্তু শহরের একটা বড় অংশের মানুষকে যথারীতি সরকারের পাঠানো ট্যাঙ্কারের উপরে ভরসা করতে হচ্ছে৷ শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জলের বালতি, বোতল হাতে দীর্ঘ লাইন৷ স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ, জলের আশায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে সবাইকেই৷

পরিস্থিতি সামাল দিতে কর্ণাটক সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে৷ তার মধ্যে অন্যতম হল জরুরি ভিত্তিতে শহরের বেশ কিছু জায়গায় গভীর নলকূপ তৈরি করা৷ কিন্তু সমস্যা হল, ইতিমধ্যেই যে সরকারি নলকূপগুলি রয়েছে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় সেগুলি থেকেই প্রত্যাশিত পরিমাণে জল পাওয়া যাচ্ছে না৷ ফলে নতুন করে নলকূপ খুঁড়ে কাজের কাজ কতটা হবে,সেই প্রশ্ন উঠছে৷ এর পাশাপাশি, বেঙ্গালুরু কাছাকাছি হোসকোট, রামানাগারার মতো শহরগুলি থেকে বড় বড় ট্যাঙ্কারে করে বেঙ্গালুরুতে জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে৷ কিন্তু প্রয়োজনের তুলনায় এ সবই অপ্রতুল বলে প্রমাণিত হচ্ছে৷

তবে বেঙ্গালুরুর এই পরিণতির জন্য শুধুমাত্র প্রকৃতিকে দায়ী করতে রাজি নন বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, অপরিকল্পিত নগরায়ন, পরিকাঠামোর তুলনায় অতিরিক্ত জনবসতি গড়ে ওঠা, বৃষ্টির জল সংরক্ষণের মতো পরিকল্পনার অভাব, সরকারের শিল্প এবং কৃষি নিয়ে ভুল নীতির ফলেই আজ বেঙ্গালুরুকে ভুগতে হচ্ছে৷ সরকারি কর্তারাও স্বীকার করছেন, জলের জন্য বেঙ্গালুরু কাভেরী নদীর উপরে অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে৷ ফলে ভূগর্ভস্থ জলস্তর কমতেই সঙ্কট দেখা দিয়েছে৷ অদূর ভবিষ্যতে ভারতের অন্যান্য বড় শহরগুলিতেও যে এমন সঙ্কট দেখা দেবে না, তা কে বলতে পারে? ফলে বেঙ্গালুরুর অবস্থা থেকে শিক্ষা না নিলে যে অদূর ভবিষ্যতে সমূহ বিপদ, তা বলার অপেক্ষা রাখে না৷

বাইক জল দিয়ে ওয়াশ করলে ৫ হাজার টাকা জরিমানা! দেশের ‘এই’ শহরে নতুন আইন

বেঙ্গালুরু: কর্ণাটকের রাজধানী এবং ভারতের আইটি হাব বেঙ্গালুরুতে জলের সংকট দেখা দিচ্ছে। সেই কারণে ওই শহরে জলের অপ্রয়োজনীয় ব্যবহার রুখতে বদ্ধপরিকর প্রশাসন। জলের অপব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বেঙ্গালুরুতে এবার যানবাহন (গাড়ি, বাইক, স্কুটার এবং অন্যান্য চার, আট বা দশ চাকার গাড়ি) জল দিয়ে ধোয়া নিষিদ্ধ করা হয়েছে। কারণ যানবাহন ধুতে প্রচুর জল অপচয় হয়। শুধু তাই নয়, আরও অনেক কাজে জলের ব্যবহার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ বোর্ড (বিডব্লিউএসএসবি) শহরের জল সঙ্কট দূর করতে গাড়ি ধোয়া, ফোয়ারা এবং বাগান করার জন্য জল ব্যবহার নিষিদ্ধ করেছে। আইন লঙ্ঘনে পাঁচ হাজার টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন- নামমাত্র দাম! গ্রামে গ্রামে ২০ হাজার নতুন ওষুধের দোকান! বিরাট পদক্ষেপ সরকারের

জারি করা আদেশে নির্মাণ কাজে, বিনোদনের জন্য নির্মিত ফোয়ারা, রাস্তাঘাট পরিষ্কার ও অন্যান্য পরিচ্ছন্নতার কাজেও জলের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

BWSSB চেয়ারম্যান ডাঃ রাম বসন্ত মনোহর বলেছেন, “আদেশ লঙ্ঘনে ৫ হাজার টাকা জরিমানা করা হবে। বারবার লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিদিন ৫০০ টাকা অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।

বিডব্লিউএসএসবি বলেছে, “শহরে তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টির অভাবে ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে গেছে। জনগণকে জলের অপচয় না করারপরামর্শ দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন- ঝড়জলের তুলকালাম আপডেট! পশ্চিমী ঝঞ্ঝার দাদাগিরি, ভারী থেকে অতিভারী বৃষ্টি

BWSSB নাগরিকদের কাছে আবেদন করেছে, যদি কাউকে আদেশ লঙ্ঘন করতে দেখা যায় তবে যেন BWSSB কল সেন্টারে অভিযোগ জানানো হয়। বেঙ্গালুরুর একাধিক জায়গায় জল কিনে ব্যবহার করতে হচ্ছে বাসিন্দাদের। এমনও অভিযোগ উঠেছে। সেই অভিযোগ খতিয়ে দেখছে প্রশাসন।

Bengaluru News: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে নতুন মোড়! বাসের সিসিটিভি ফুটেজ দেখেই কি জট খুলবে রহস্যের?

বেঙ্গালুরু: বেঙ্গালুরুর জনপ্রিয় ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে এক নয়া মোড়। শুক্রবার নতুন সিসিটিভি সামনে আনল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বাসের ওই ফুটেজে এক সন্দেহভাজনের ছবি ধরা পড়েছে।

এক্স প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা যে সিসিটিভি ফুটেজটি প্রকাশ্যে এনেছে, তাতে দেখা যাচ্ছে, ওই সন্দেহভাজন বাস ধরছেন। এই ফুটেজের সঙ্গে এনআইএ লিখেছে, “রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজনকে শনাক্ত করার জন্য শহরবাসীর সাহায্য চাইছে এনআইএ। যদি কারও কাছে কোনও তথ্য থাকে, তাহলে কল করতে হবে 08029510900, 8904241100 এই নম্বরে। অথবা info.blr.nia@gov.in ঠিকানায় মেল করতে হবে। আপনাদের পরিচয় গোপন রাখা হবে।”

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! চালু হল ২টি নতুন ট্রেন! রাজ্যও হবে উপকৃত, সপ্তাহে কবে কখন চলবে এই ট্রেনগুলি? দেখে নিন সময়সূচি

সন্দেহভাজন উত্তর কর্নাটকের দিকে গিয়েছেন, এমন খবর পেয়ে বৃহস্পতিবার এনআইএ আধিকারিকরা বল্লারি পৌঁছেছেন। সূত্রের খবর অনুযায়ী, সিসিটিভি ফুটেজে টুমাকুরু এবং বল্লারিতে দেখা গিয়েছে সন্দেহভাজনকে। প্রমাণ বলছে যে, বিস্ফোরণের পরে ওই সন্দেহভাজন বেঙ্গালুরু ছেড়ে বেরিয়ে গিয়েছেন। অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলার মন্ত্রালয়ের একটি বাস ধরেন তিনি।

আরও পড়ুন: ৯২ বছরে বাগদান সারলেন রুপার্ট মার্ডক! পঞ্চম বারের জন্য বিয়ের পিঁড়িতে বান্ধবী এলিনা জুকোভার সঙ্গে

৩৫০ কিলোমিটারের এই যাত্রাপথে সন্দেহভাজনকে কেউ লক্ষ্য করেছেন কি না, সেটাই খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ। ফলে সন্দেহভাজনকে ধরতে উত্তর কন্নড়-সহ ওইসব এলাকায় এনআইএ টিম নিয়োগ করা হয়েছে।

সিসিটিভি প্রমাণের ভিত্তিতে তদন্তকারীদের বিশ্বাস, বেসবল ক্যাপ পরা ওই সন্দেহভাজন ৫০০ডি রুটের বাসে চেপে রামেশ্বরম ক্যাফেতে পৌঁছেছিলেন। ওই ব্যক্তি সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ ক্যাফেতে পৌঁছন এবং মাত্র ৯ মিনিটেই সেখান থেকে বেরিয়ে যান। ক্যাফের ভিতরে থাকাকালীন তাঁর মুখ ঢাকা ছিল। কিন্তু পাবলিক বাসের চিত্র থেকে বোঝা যাচ্ছে ওই ব্যক্তির মুখ। আসলে বাসে থাকাকালীন সন্দেহভাজনের মুখে মাস্ক, চোখে সানগ্লাস কিংবা মাথায় টুপি ছিল না।

প্রসঙ্গত, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় থাকা জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেটিতে গত ১ মার্চ বিস্ফোরণ হয়। তাতে জখম হয়েছিলেন ৯ জন। নিউজ১৮-এর কাছে একটি সূত্র জানিয়েছে, ওই সন্দেহভাজনকে যে বেসবল ক্যাপ পরে থাকতে দেখা গিয়েছে, সেটি নিকটবর্তী একটি মসজিদের বাইরে থেকে উদ্ধার করেছে এনআইএ।

অন্য একটি সূত্র আবার জানিয়েছে যে, বেঙ্গালুরুর সন্দেহভাজন বিস্ফোরণের পরে নিজের পোশাক বদলেছিলেন। বুধবার এনআইএ ঘোষণা করেছে, সিসিটিভি ফুটেজে দৃশ্যমান ওই ব্যক্তি তথা সন্দেহভাজনের বিষয়ে তথ্য দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

গত সপ্তাহে ক্যাফেতে কম তীব্রতা সম্পন্ন ওই বিস্ফোরণটির পরে শুক্রবার ফের খুলেছে ওই ক্যাফেটি। তবে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রবেশদ্বারেই বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। এমনকী ঢোকার আগে প্রত্যেক গ্রাহকের স্ক্রিনিং করা হচ্ছে। সন্দেহজনক কোনও কাজকর্ম হলে তা পর্যবেক্ষণের জন্য কঠোর নজরদারিও বসানো হয়েছে।