Bihu Festival: এই উৎসবে হাতির সঙ্গে খেলে মারান উপজাতির মানুষরা

নিজস্ব প্রতিবেদন: বিহু মানেই পশ্চিমবঙ্গের বাঙালির কাছে নাচ-গান। অসমের মানুষের বিশেষ লোক উৎসব বিহু, এটাই মূলত আমাদের ধারণা। কিন্তু অসমের লোকাচার মেনে বিহু উৎসবের পরিধি বহু বিস্তৃত। আচ্ছা আপনি কখন‌ও ধুরাই বিহু বা রঙ্গোলি বিহুর কথা শুনেছেন?

অসমের তিনসুকিয়া জেলার তরণী গ্রামে হাতিদের পুকুরে এনে স্নান করানো ও সেবা সুশ্রুষার মধ্য দিয়ে এই বিশেষ ধরনের বিহুর রীতি উদযাপন করা হয়। গ্রামের মধ্যে থাকা একটি বড় পুকুর বা ডোবায় স্নান করানোর সময় হাতিদের সে কী বিপুল উৎসাহ থাকে। অসমের মারান উপজাতির মানুষরা মূলত উরুকা ও গরু বিহু উদযাপনের মধ্য দিয়ে এই রীতি পালন করেন। এছাড়াও তারা মনু বিহু প্রথাও উদযাপন করে থাকেন।

আর‌ও পড়ুন: জানেন কি এমন একটি দেশ আছে যেখানে কোন‌ও সাপ নেই! নাম শুনলে অবাক হবেন

প্রথা মেনে বোহাগের প্রথম মঙ্গলবার থেকেই মারান উপজাতির মানুষেরা বিহু উদযাপন শুরু করেন। ঐদিন উরুকার পর পরের দিন গরু বিহু পালিত হয়। আর তারই অন্যতম রীতি হল হাতিদের পুকুরে নিয়ে গিয়ে দলাই মালাই করে স্নান করানো। এটাকে অত্যন্ত পবিত্র প্রথা বলে তাঁরা মনে করেন।