Bank Holidays: ১ মে ব্যাঙ্ক খোলা থাকবে না কি বন্ধ? দেখে নিন মে মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে ?

বুধবার ১ মে। ফলে বেশিরভাগ মানুষের মনেই প্রশ্ন, ১ মে, ২০২৪ তারিখ অর্থাৎ বুধবার ব্যাঙ্ক বন্ধ থাকবে না কি খোলা থাকবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র ছুটির তালিকায় বলা হয়েছে যে, কয়েকটি রাজ্যে মহারাষ্ট্র দিবস এবং শ্রম দিবসের কারণে আগামী ১ মে, ২০২৪ তারিখ অর্থাৎ বুধবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাহলে দেখে নেওয়া যাক, ১ মে কোন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে!
বুধবার ১ মে। ফলে বেশিরভাগ মানুষের মনেই প্রশ্ন, ১ মে, ২০২৪ তারিখ অর্থাৎ বুধবার ব্যাঙ্ক বন্ধ থাকবে না কি খোলা থাকবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র ছুটির তালিকায় বলা হয়েছে যে, কয়েকটি রাজ্যে মহারাষ্ট্র দিবস এবং শ্রম দিবসের কারণে আগামী ১ মে, ২০২৪ তারিখ অর্থাৎ বুধবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাহলে দেখে নেওয়া যাক, ১ মে কোন কোন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে!
১ মে (শ্রম দিবস): মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অসম, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মণিপুর, কেরল, পশ্চিমবঙ্গ, গোয়া এবং বিহারের মতো রাজ্যগুলিতে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক।
১ মে (শ্রম দিবস): মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, অসম, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মণিপুর, কেরল, পশ্চিমবঙ্গ, গোয়া এবং বিহারের মতো রাজ্যগুলিতে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক।
মে দিবস বা শ্রম দিবস কী?বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক শ্রম দিবস বা শ্রম দিবস হিসেবে পালিত হয়। যা মে দিবস বা মে ডে নামে পরিচিত। কর্মচারী এবং শ্রমিক শ্রেণীর কথা মাথায় রেখেই এই দিনটি পালন করা হয়। যা আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনকে প্রদর্শন করে। যা প্রতি বছর ১ মে পালিত হয়।
মে দিবস বা শ্রম দিবস কী?
বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক শ্রম দিবস বা শ্রম দিবস হিসেবে পালিত হয়। যা মে দিবস বা মে ডে নামে পরিচিত। কর্মচারী এবং শ্রমিক শ্রেণীর কথা মাথায় রেখেই এই দিনটি পালন করা হয়। যা আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনকে প্রদর্শন করে। যা প্রতি বছর ১ মে পালিত হয়।
মহারাষ্ট্র দিবস কী?মহারাষ্ট্র ডে আবার মহারাষ্ট্র দিবস নামে পরিচিত। এটা অবশ্য একটি রাজ্য উৎসব। যা ভারতের মহারাষ্ট্র রাজ্যে পালন করা হয়। যা রাজ্য গঠন উপলক্ষে পালিত হয়ে থাকে। সেই কারণে এটি মহারাষ্ট্রের সরকারি ছুটির দিন হিসেবে গণ্য হয়। ফলে এই দিন সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকে।
মহারাষ্ট্র দিবস কী?
মহারাষ্ট্র ডে আবার মহারাষ্ট্র দিবস নামে পরিচিত। এটা অবশ্য একটি রাজ্য উৎসব। যা ভারতের মহারাষ্ট্র রাজ্যে পালন করা হয়। যা রাজ্য গঠন উপলক্ষে পালিত হয়ে থাকে। সেই কারণে এটি মহারাষ্ট্রের সরকারি ছুটির দিন হিসেবে গণ্য হয়। ফলে এই দিন সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকে।
চলতি মাসে কোন রাজ্যে কবে ছুটি, সেই সংক্রান্ত বিষয়ে আরবিআই-এর তালিকা:
চলতি মাসে কোন রাজ্যে কবে ছুটি, সেই সংক্রান্ত বিষয়ে আরবিআই-এর তালিকা:
-আগরতলা: ২৩ মে এবং ২৫ মে-আহমেদাবাদ: ৭ মে
-আইজল: ২৩ মে
-ইম্ফল: ১ মে
-ইটানগর: ২৩ মে
-কানপুর: ২৩ মে
-কোচি: ১ মে
-কলকাতা: ১ মে, ৮ মে এবং ২৩ মে
-আগরতলা: ২৩ মে এবং ২৫ মে
-আহমেদাবাদ: ৭ মে
-আইজল: ২৩ মে
-ইম্ফল: ১ মে
-ইটানগর: ২৩ মে
-কানপুর: ২৩ মে
-কোচি: ১ মে
-কলকাতা: ১ মে, ৮ মে এবং ২৩ মে
-গ্যাংটক: ১৬ মে-গুয়াহাটি: ১ মে
-চণ্ডীগড়: ২৩ মে
-চেন্নাই: ১ মে
-জম্মু: ২৩ মে
-তিরুঅনন্তপুরম: ১ মে
-দেহরাদুন: ২৩ মে
-নয়াদিল্লি: ২৩ মে
-নাগপুর: ১ মে এবং ২৩ মে
-পটনা: ১ মে
-গ্যাংটক: ১৬ মে
-গুয়াহাটি: ১ মে
-চণ্ডীগড়: ২৩ মে
-চেন্নাই: ১ মে
-জম্মু: ২৩ মে
-তিরুঅনন্তপুরম: ১ মে
-দেহরাদুন: ২৩ মে
-নয়াদিল্লি: ২৩ মে
-নাগপুর: ১ মে এবং ২৩ মে
-পটনা: ১ মে
-পানাজি: ১ মে এবং ৭ মে-বেঙ্গালুরু: ১ মে এবং ১০ মে
-বেলাপুর: ১ মে, ২০ মে এবং ২৩ মে
-ভোপাল: ২৩ মে
-মুম্বই: ১ মে, ২০ মে এবং ২৩ মে
-রাঁচি: ২৩ মে
-রায়পুর: ২৩ মে
-লখনউ: ২৩ মে
-শ্রীনগর: ২৩ মে
-শিমলা: ২৩ মে
-হায়দরাবাদ - অন্ধ্রপ্রদেশ: ১ মে
-হায়দরাবাদ - তেলঙ্গানা: ১ মে
-পানাজি: ১ মে এবং ৭ মে
-বেঙ্গালুরু: ১ মে এবং ১০ মে
-বেলাপুর: ১ মে, ২০ মে এবং ২৩ মে
-ভোপাল: ২৩ মে
-মুম্বই: ১ মে, ২০ মে এবং ২৩ মে
-রাঁচি: ২৩ মে
-রায়পুর: ২৩ মে
-লখনউ: ২৩ মে
-শ্রীনগর: ২৩ মে
-শিমলা: ২৩ মে
-হায়দরাবাদ – অন্ধ্রপ্রদেশ: ১ মে
-হায়দরাবাদ – তেলঙ্গানা: ১ মে
মে মাসের ছুটির দিন:১ মে: মহারাষ্ট্র দিবস, মে দিবস
৭ মে: লোকসভা সাধারণ নির্বাচন ২০২৪
৮ মে: রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী
১০ মে: বাসব জয়ন্তী/ অক্ষয় তৃতীয়া
১৬ মে: রাজ্য দিবস
২০ মে: লোকসভা সাধারণ নির্বাচন ২০২৪
২৩ মে: বুদ্ধ পূর্ণিমা
২৫ মে: নজরুল জয়ন্তী
মে মাসের ছুটির দিন:
১ মে: মহারাষ্ট্র দিবস, মে দিবস
৭ মে: লোকসভা সাধারণ নির্বাচন ২০২৪
৮ মে: রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী
১০ মে: বাসব জয়ন্তী/ অক্ষয় তৃতীয়া
১৬ মে: রাজ্য দিবস
২০ মে: লোকসভা সাধারণ নির্বাচন ২০২৪
২৩ মে: বুদ্ধ পূর্ণিমা
২৫ মে: নজরুল জয়ন্তী