ছুটি কাটানোর প্ল্যান থাকলে দ্রুত বুক করুন সামার স্পেশাল ট্রেনের টিকিট

Indian Railways: সামার স্পেশাল ট্রেনগুলিতে এখনও টিকিট রেয়েছে! গ্রীষ্মের ছুটি কাটাতে বুক করুন এখনই

পূর্ব রেলওয়ে সামার স্পেশাল ট্রেনগুলিতে আগ্রহী যাত্রীদের জন্য অল্প আসন এখনও রয়েছে। গরম পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় সারা বাংলা জুড়ে মানুষ গরমের ছুটির অপেক্ষায় থাকেন। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ বিভিন্ন অপেক্ষাকৃত কম গরম স্থানে গন্তব্য বেশি পছন্দ করেন। মূলত গরমে কিছুটা শীতের আমেজ উপভোগ করতেই ছুটে যান পাহাড়ে।
পূর্ব রেলওয়ে সামার স্পেশাল ট্রেনগুলিতে আগ্রহী যাত্রীদের জন্য অল্প আসন এখনও রয়েছে। গরম পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় সারা বাংলা জুড়ে মানুষ গরমের ছুটির অপেক্ষায় থাকেন। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ বিভিন্ন অপেক্ষাকৃত কম গরম স্থানে গন্তব্য বেশি পছন্দ করেন। মূলত গরমে কিছুটা শীতের আমেজ উপভোগ করতেই ছুটে যান পাহাড়ে।
তবে নিয়মিত বহু ট্রেন থাকলেও, সেই ট্রেনে টিকিট নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে। সেইদিক গুরুত্ব রেখেই পূর্ব রেলওয়ে এই গরমে মানুষের বেড়াতে যাওয়ার চাহিদা মেটাতে বিশেষ ট্রেন চালু করেছে। এই সামার স্পেশাল ট্রেন গুলি গ্রীষ্মের প্রখর উত্তাপ থেকে মানুষকে শীতল ও মনোরম স্থানে যাবার ইচ্ছে পূরণ করে। সেই দিক থেকে দারুণ চাহিদাও রয়েছে টিকিটের। তবে রেলওয়ে সূত্রে জানা যাচ্ছে এখনও সামার স্পেশাল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।
তবে নিয়মিত বহু ট্রেন থাকলেও, সেই ট্রেনে টিকিট নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়ে। সেইদিক গুরুত্ব রেখেই পূর্ব রেলওয়ে এই গরমে মানুষের বেড়াতে যাওয়ার চাহিদা মেটাতে বিশেষ ট্রেন চালু করেছে। এই সামার স্পেশাল ট্রেন গুলি গ্রীষ্মের প্রখর উত্তাপ থেকে মানুষকে শীতল ও মনোরম স্থানে যাবার ইচ্ছে পূরণ করে। সেই দিক থেকে দারুণ চাহিদাও রয়েছে টিকিটের। তবে রেলওয়ে সূত্রে জানা যাচ্ছে এখনও সামার স্পেশাল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।
যে সমস্ত স্পেশাল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে তা হল, শিয়ালদহ-ভাদোদারা (০৩১০৯) এই ট্রেনটি শিয়ালদহ থেকে ২২১২ কিলোমিটার দূরত্বে ভাদোদারা জংশন পর্যন্ত চলে। শিয়ালদহ - ভাদোদারা (০৩১০৯) স্পেশাল ট্রেন যাত্রার শ্রেণী গুলি হল এসি ২ - টায়ার, এসি ৩- টায়ার, স্লিপার।
যে সমস্ত স্পেশাল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে তা হল, শিয়ালদহ-ভাদোদারা (০৩১০৯) এই ট্রেনটি শিয়ালদহ থেকে ২২১২ কিলোমিটার দূরত্বে ভাদোদারা জংশন পর্যন্ত চলে। শিয়ালদহ – ভাদোদারা (০৩১০৯) স্পেশাল ট্রেন যাত্রার শ্রেণী গুলি হল এসি ২ – টায়ার, এসি ৩- টায়ার, স্লিপার।
একইভাবে মালদা টাউন নিউ দিল্লি স্পেশাল ( ০৩৪১৩) ২৯টি জনপ্রিয় রেলওয়ে স্টেশনের মধ্যে দিয়ে নয়াদিল্লি পৌছায়। এই ট্রেন যা বিপুলসংখ্যক যাত্রীদের গন্তব্যে পৌঁছায়। আসানসোল - আনন্দ বিহার (০৩৫৭৫) আসানসোল জংশন থেকে আনন্দ বিহার টার্মিনাল স্টেশন পর্যন্ত চলে এই ট্রেন।
একইভাবে মালদা টাউন নিউ দিল্লি স্পেশাল ( ০৩৪১৩) ২৯টি জনপ্রিয় রেলওয়ে স্টেশনের মধ্যে দিয়ে নয়াদিল্লি পৌছায়। এই ট্রেন যা বিপুলসংখ্যক যাত্রীদের গন্তব্যে পৌঁছায়। আসানসোল – আনন্দ বিহার (০৩৫৭৫) আসানসোল জংশন থেকে আনন্দ বিহার টার্মিনাল স্টেশন পর্যন্ত চলে এই ট্রেন।
এই ট্রেন দশটি গুরুত্বপূর্ণ স্টপেজে দাঁড়িয়ে ১২৩৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এই রুট ভারতবর্ষের সমস্ত গুরুত্বপূর্ণ এবং যাত্রীদের পছন্দের রুট গুলির মধ্যে একটি। পূর্ব রেলের তরফে ইচ্ছুক যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে দ্রুত টিকিট বুক করতে। একই সঙ্গে রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীরা নির্ভাবনায় টিকিট পেতে আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট বা রেলওয়ে কাউন্টারের মাধ্যমে টিকিট বুক করতে।
এই ট্রেন দশটি গুরুত্বপূর্ণ স্টপেজে দাঁড়িয়ে ১২৩৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এই রুট ভারতবর্ষের সমস্ত গুরুত্বপূর্ণ এবং যাত্রীদের পছন্দের রুট গুলির মধ্যে একটি। পূর্ব রেলের তরফে ইচ্ছুক যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে দ্রুত টিকিট বুক করতে। একই সঙ্গে রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীরা নির্ভাবনায় টিকিট পেতে আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট বা রেলওয়ে কাউন্টারের মাধ্যমে টিকিট বুক করতে।