কুণাল ঘোষ।

Kunal Ghosh: ‘বাংলায় ওদের ডবল ডিজিট হবে না’, শাহকে আক্রমণ করে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের

কলকাতা: অমিত শাহের সভার দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন কুণাল ঘোষ৷ পরিবারবাদ তুলে অভিষেক ও মমতাকে আক্রমণ করেছিলেন অমিত শাহ৷ তার উত্তরে কুণাল বললেন, ‘অমিত শাহের মুখে এই কথা শোভা পায় না। অধিকারী প্রাইভেট লিমিটেডকে বাই ওয়ান গেট থ্রি প্যাকেজে যারা নেয়। তাদের মুখে পরিবারতন্ত্র মানায় না। লোকালি যারা নানা দূর্নীতির চার্জে আছেন। কাঁচের ঘরে ঢিল ছুড়ছেন। এটা লোকসভা ভোট। আর উনি যদি অবচেতন মনে অমিত শাহ বনাম অভিষেক বন্দোপাধ্যায় দেখেন। তাহলে অভিষেক বন্দোপাধ্যায়ের এটা বিশাল সার্টিফিকেট।’

তিনি সামগ্রিক ভাবে কেন্দ্রীয় বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘যাদের রুটি, কাপড়, ছাদ দেওয়ার ক্ষমতা নেই, তাঁরা রাম মন্দির করবেন৷ তার সঙ্গে উন্নয়ন বা দেশের অগ্রগতির কোনও সম্পর্ক নেই৷ কারও স্বার্থ রক্ষা করতে পারেননি, তাই রাম মন্দিরের গল্প শোনাচ্ছেন৷ অমিত শাহ নিজেই এসে নিউটাউনে বিলাসবহুল হোটেলে থাকেন৷ কোথাও তো অসুবিধা দেখি না৷ ত্রিপুরার কথা ভুলে গিয়েছেন নাকি?’

এ বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তিনি আক্রমণ করে বলেন, ‘বাংলাকে বঞ্চনা করেই গিয়েছেন৷ বাংলা থেকে পূর্ণ মন্ত্রী দেননি৷ আপনারা আবার বাংলাকে কী দেবেন? সব টাকা আটকে রেখেছেন৷ বাংলা সুযোগ দেবে না৷ কাল্পনিক কথাবার্তা বলে চলেছেন৷ ওঁদের মুখের কথা আর মানুষের রায় মেলে না৷ ২০০ পার বলে ৭৭-এ আটকে গিয়েছিল৷ প্রথম দুই দফায় বুঝে গিয়েছেন, ম্যাজিক ফিগার থেকে ছিটকে গিয়েছেন৷ বাংলায় ওদের ডবল ডিজিট হবে না৷’

যোগী আদিত্যনাথেরও এ দিন বাংলায় সভা রয়েছে৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন কুণাল বলেন, ‘যোগী আদিত্যনাথ প্ররোচনা দিচ্ছেন৷ যে উত্তরপ্রদেশে হাথরাস, উন্নাও আছে৷ যে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা সকলেই জানেন৷ মহিলাকে ধর্ষণ করে তারা পরিবারকে পর্যন্ত হত্যা করে৷ সেখান থেকে বাংলায় এসে এসব বলে লাভ নেই৷ বাংলায় ঐক্য আছে৷’