Yoga Promotion: চাকরি ছেড়ে ভারতীয় যোগের প্রচার! পায়ে হেঁটে ১২,০০০ কিলোমিটার পথ পাড়ি কন্নড় যুবকের

নিজস্ব প্রতিবেদন: রীতিমতো সারা ফেলে দেওয়ার মত ঘটনা। বছর ৩০ এর কৃষ্ণ নায়ক চাকরি ছেড়ে দিয়ে দেশ ভ্রমণে বেড়িয়েছেন। কর্ণাটক থেকে ১২,০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অসমের তিনসুকিয়া এসে পৌঁছেছেন!

মহীশূরের বাসিন্দা কৃষ্ণ নায়ক। চাকরি ছেড়ে যোগব্যায়াম প্রচারের জন্য ভারতের বিভিন্ন রাজ্যে ভ্রমণের পাশাপাশি ভুটান, নেপালের মত প্রতিবেশী দেশগুলিতেও পায়ে হেঁটেই যাচ্ছেন।

আর‌ও পড়ুন: নতুন উপাচার্য পেল গৌড়বঙ্গ

১৬ মাসে ১২০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছেন এই যুবক। জাতীয় পতাকা নিয়ে পথে বেরিয়ে পড়েছেন এই কন্নড় যুবক। সেইসঙ্গে প্রয়োজনীয় জিনিস ভর্তি ব্যাগ পিঠে নিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেনা ব্যারাক এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে যাচ্ছেন।

কৃষ্ণ নায়ক পেশায় যোগ শিক্ষক। বহু বছর ধরে ছাত্রদের যোগব্যায়াম শেখাচ্ছেন। শরীর সুস্থ রাখার পাশাপাশি পরিবেশের স্বাস্থ্য নিয়েও চিন্তিত তিনি। মানুষের মধ্যে যোগব্যায়াম নিয়ে সচেতনতা বাড়াতেই চাকরি ছেড়ে তিনি এইভাবে পথে নেমে এসেছেন বলে জানান। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে যথেষ্ট ভাল সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন কর্নাটকের এই যুবক।