সাপের কামড়ের লক্ষণ-- বিষ ছড়িয়ে পড়লে বমি হওয়া, শরীর শক্ত হয়ে যাওয়া বা কাঁপুনি আসা, অ্যালার্জি, চোখের পাতা ঝরে যাওয়া, ক্ষতস্থানের চারপাশে ফুলে যাওয়া, জ্বালাপোড়া ও লাল হয়ে যাওয়া, ত্বকের রঙ পরিবর্তন, ডায়রিয়া, জ্বর, পেটে ব্যথা, মাথাব্যথা, বমি-বমি ভাব, পক্ষাঘাত, হার্টবিট বেড়ে যাওয়া, ক্লান্তি, পেশিতে দুর্বলতা, তৃষ্ণা বোধ, নিম্ন রক্তচাপ।

Knowledge Story: সাপের কান আছে? আদৌ কি বীণ বা বাঁশির শব্দে নাচে সাপ? এর পিছনে রয়েছে এক অদ্ভুত বিষয়

পৃথিবীর সব দেশেই কম বেশি সাপ থাকে। আর সাপকে ভয় পায় না এমন মানুষও খুব কমই আছে।
পৃথিবীর সব দেশেই কম বেশি সাপ থাকে। আর সাপকে ভয় পায় না এমন মানুষও খুব কমই আছে।
একমাত্র অস্ট্রেলিয়া মহাদেশের নিউজিল্যান্ড সাপমুক্ত দেশ হিসেবে পরিচিত। ভৌগোলিক অবস্থানের কারণেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই দেশটি সাপমুক্ত।
একমাত্র অস্ট্রেলিয়া মহাদেশের নিউজিল্যান্ড সাপমুক্ত দেশ হিসেবে পরিচিত। ভৌগোলিক অবস্থানের কারণেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই দেশটি সাপমুক্ত।
মানুষ বা বেশির ভাগ স্তন্যপায়ী প্রাণীর মাথার দুই পাশে দুটি কান রয়েছে। কিন্তু সাপের সে ধরনের কোনো কান নেই। তা হলে সাপ শোনে কীভাবে?
মানুষ বা বেশির ভাগ স্তন্যপায়ী প্রাণীর মাথার দুই পাশে দুটি কান রয়েছে। কিন্তু সাপের সে ধরনের কোনো কান নেই। তা হলে সাপ শোনে কীভাবে?
অনেকেই মনে করেন সাপেরা বাঁশির সুরের আওয়াজে নাচে। তবে সাপের কিন্তু শ্রবণ ক্ষমতাই নেই। সাপ শুধু কম্পাঙ্ক অনুভব করতে পারে।
অনেকেই মনে করেন সাপেরা বাঁশির সুরের আওয়াজে নাচে। তবে সাপের কিন্তু শ্রবণ ক্ষমতাই নেই। সাপ শুধু কম্পাঙ্ক অনুভব করতে পারে।
সাপের মুখের ভিতর সূক্ষ্ম এক জোড়া হাড় থাকে। এই হাড় সাপের নীচের চোয়ালের সঙ্গে অভ্যন্তরীণ কানের সংযোগ করে।
সাপের মুখের ভিতর সূক্ষ্ম এক জোড়া হাড় থাকে। এই হাড় সাপের নীচের চোয়ালের সঙ্গে অভ্যন্তরীণ কানের সংযোগ করে।
আবার এক প্রচলিত ধারণা অনুযায়ী অনেকসময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, সাপ তার জন্য হুমকি হতে পারে এমন বস্তুর নাড়াচাড়া অনুসরণ করে। তাই সাপুড়ের লম্বা বীণা বা বাঁশি সাপের খুব কাছে নাড়াচাড়া করা হলে সাপ ঐ বস্তুটির নাড়াচাড়া অনুসরণ করতে থাকে।
আবার এক প্রচলিত ধারণা অনুযায়ী অনেকসময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে, সাপ তার জন্য হুমকি হতে পারে এমন বস্তুর নাড়াচাড়া অনুসরণ করে। তাই সাপুড়ের লম্বা বীণা বা বাঁশি সাপের খুব কাছে নাড়াচাড়া করা হলে সাপ ঐ বস্তুটির নাড়াচাড়া অনুসরণ করতে থাকে।