Kabir Bedi

Bollywood: ৭০ বছরে চতুর্থ বিয়ে, স্ত্রী মেয়ের থেকেও ছোট…এই বলি-তারকার বর্ণময় জীবনের বাঁকে-বাঁকে চমক

শুধু ক্যালেন্ডারেই তাঁর বয়স বাড়ে! বাস্তবে তিনি 'এভারগ্রিন'! ৭০ বছরে চতুর্থ বিয়ে করে চমকে দিয়েছিলেন। তাঁর থেকেও বড় চমক, স্ত্রী তাঁর মেয়ের থেকেও বয়সে ছোট। এই বলি-তারকার বর্ণময় জীবনের প্রতিটা বাঁকে চমকের পর চমক! তাঁর জনপ্রিয়তায় যে-কেউ হিংসে করবে। ভারত, আমেরিকা মায় ইউরোগেও তাঁর সমান খ্যাতি। আর শুধু সিনেমা নয়... মডেলিং, টেলিভিশন, থিয়েটার, বেতার... কোন-ও মাধ্যম-ই বাদ দেননি তিনি। বলুন তো কোন অভিনেতার কথা বলা হচ্ছে?
শুধু ক্যালেন্ডারেই তাঁর বয়স বাড়ে! বাস্তবে তিনি ‘এভারগ্রিন’! ৭০ বছরে চতুর্থ বিয়ে করে চমকে দিয়েছিলেন। তাঁর থেকেও বড় চমক, স্ত্রী তাঁর মেয়ের থেকেও বয়সে ছোট। এই বলি-তারকার বর্ণময় জীবনের প্রতিটা বাঁকে চমকের পর চমক! তাঁর জনপ্রিয়তায় যে-কেউ হিংসে করবে। ভারত, আমেরিকা মায় ইউরোগেও তাঁর সমান খ্যাতি। আর শুধু সিনেমা নয়… মডেলিং, টেলিভিশন, থিয়েটার, বেতার… কোন-ও মাধ্যম-ই বাদ দেননি তিনি। বলুন তো কোন অভিনেতার কথা বলা হচ্ছে?
কবীর বেদী। সুদর্শন পুরুষের প্রসঙ্গ উঠলে যুগ-কাল নির্বিশেষে তাঁর নাম আসবে।  ১৯৪৬ সালের ১৬ জানুয়ারি, অবিভক্ত ভারতের লাহোরে জন্ম কবীর বেদীর। বাবা পেয়ারেলাল সিংহ বেদী ছিলেন লেখক ও দার্শনিক। মা, ফ্রিডা বেদী ব্রিটিশ নাগরিক, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর বিশাল অবদান রয়েছে। শেষ জীবনে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে যান ফ্রিডা।
কবীর বেদী। সুদর্শন পুরুষের প্রসঙ্গ উঠলে যুগ-কাল নির্বিশেষে তাঁর নাম আসবে। ১৯৪৬ সালের ১৬ জানুয়ারি, অবিভক্ত ভারতের লাহোরে জন্ম কবীর বেদীর। বাবা পেয়ারেলাল সিংহ বেদী ছিলেন লেখক ও দার্শনিক। মা, ফ্রিডা বেদী ব্রিটিশ নাগরিক, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর বিশাল অবদান রয়েছে। শেষ জীবনে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে যান ফ্রিডা।
কবীর বেদীর কর্মজীবন যেমন বর্ণোময়, তেমনি রং-রঙিন তাঁর ব্যক্তিগত জীবন-ও।  ১৯৬৯ সালে তিনি বিয়ে করেন প্রতিমা বেদীকে। দাম্পত্য ভেঙে যায় ১৯৭৪-এ। একাংশের মতে, পরভিন বাবির সঙ্গে সম্পর্কই কবীর-প্রতিমার বিচ্ছেদের কারণ। যদিও, প্রতিমা নিজে বলেন, তাঁদের বিবাহ বিচ্ছেদের জন্য কোন-ওভাবেই পরভিন বাবি দায়ি নন।
কবীর বেদীর কর্মজীবন যেমন বর্ণোময়, তেমনি রং-রঙিন তাঁর ব্যক্তিগত জীবন-ও। ১৯৬৯ সালে তিনি বিয়ে করেন প্রতিমা বেদীকে। দাম্পত্য ভেঙে যায় ১৯৭৪-এ। একাংশের মতে, পরভিন বাবির সঙ্গে সম্পর্কই কবীর-প্রতিমার বিচ্ছেদের কারণ। যদিও, প্রতিমা নিজে বলেন, তাঁদের বিবাহ বিচ্ছেদের জন্য কোন-ওভাবেই পরভিন বাবি দায়ি নন।
কবীর-প্রতিমার মেয়ে পূজা বেদী বলিউডের চেনা মুখ। দম্পতির এক ছেলেও ছিলেন। সিদ্ধার্থ বেদী। ১৯৯৭ সালে তিনি বিদেশে আত্মহত্যা করেন মাত্র বাইশ বছর বয়সে।
কবীর-প্রতিমার মেয়ে পূজা বেদী বলিউডের চেনা মুখ। দম্পতির এক ছেলেও ছিলেন। সিদ্ধার্থ বেদী। ১৯৯৭ সালে তিনি বিদেশে আত্মহত্যা করেন মাত্র বাইশ বছর বয়সে।
প্রতিমার পর কবীর ১৯৮০ সালে দ্বিতীয় বিয়ে করেন মার্কিন মডেল সুজান হাম্পফ্রে-কে। এই বিয়েও বেশিদিন টেকেনি। ভেঙে যায় ১৯৯০ সালে।
প্রতিমার পর কবীর ১৯৮০ সালে দ্বিতীয় বিয়ে করেন মার্কিন মডেল সুজান হাম্পফ্রে-কে। এই বিয়েও বেশিদিন টেকেনি। ভেঙে যায় ১৯৯০ সালে।
কবীর-সুজানের ছেলে অ্যাডাম ইন্দো-মার্কিন বিনোদন দুনিয়ায় বেশ জনপ্রিয়।
কবীর-সুজানের ছেলে অ্যাডাম ইন্দো-মার্কিন বিনোদন দুনিয়ায় বেশ জনপ্রিয়।
১৯৯১ সালে লন্ডনে কবীরের সঙ্গে আলাপ নিক্কি মুলগাওকরের। বয়সে কুড়ি বছরের ছোট, রেডিও ও টেলিভিশনের সঞ্চালিকা নিক্কি-কে ১৯৯২ সালে বিয়ে করেন কবীর। ২০০৫ সালে ভেঙে যায় তাঁদের দাম্পত্য।
১৯৯১ সালে লন্ডনে কবীরের সঙ্গে আলাপ নিক্কি মুলগাওকরের। বয়সে কুড়ি বছরের ছোট, রেডিও ও টেলিভিশনের সঞ্চালিকা নিক্কি-কে ১৯৯২ সালে বিয়ে করেন কবীর। ২০০৫ সালে ভেঙে যায় তাঁদের দাম্পত্য।
২০১৬ সালে, নিজের সত্তরতম জন্মদিনের ঠিক দু’দিন আগে তিনি বিয়ে করেন পরভিন দুসাঞ্জকে। কবীরের থেকে পরভিন বয়সে ছাব্বিশ বছরের ছোট।
২০১৬ সালে, নিজের সত্তরতম জন্মদিনের ঠিক দু’দিন আগে তিনি বিয়ে করেন পরভিন দুসাঞ্জকে। কবীরের থেকে পরভিন বয়সে ছাব্বিশ বছরের ছোট।
১৯৯১ সালে লন্ডনে কবীরের সঙ্গে আলাপ নিক্কি মুলগাওকরের। বয়সে কুড়ি বছরের ছোট, রেডিও ও টেলিভিশনের সঞ্চালিকা নিক্কি-কে ১৯৯২ সালে বিয়ে করেন কবীর। ২০০৫ সালে ভেঙে যায় তাঁদের দাম্পত্য।
১৯৯১ সালে লন্ডনে কবীরের সঙ্গে আলাপ নিক্কি মুলগাওকরের। বয়সে কুড়ি বছরের ছোট, রেডিও ও টেলিভিশনের সঞ্চালিকা নিক্কি-কে ১৯৯২ সালে বিয়ে করেন কবীর। ২০০৫ সালে ভেঙে যায় তাঁদের দাম্পত্য।