Vastu Tips Peepal tree: ১১টা অশ্বত্থ পাতা, করতে পারে অসাধ্য সাধন! নিমেষেই হয় উপকার, শুধু এই প্রতিকার করুন

মা-ঠাকুমার মুখে প্রায়ই শুনে থাকবেন নজর লেগে গিয়েছে৷ এতে অনেক সময় বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায়৷ স্বাস্থ্যের অবনতি হতে থাকে৷ বিরক্তি দেখা দেয়, ঘ্যানঘ্যানে হয়ে যায় বাচ্চারা৷ এই অশুভ নজর কাটানোর জন্য অশ্বত্থ গাছের পাতার একাধিক উপকারিতা রয়েছে৷
মা-ঠাকুমার মুখে প্রায়ই শুনে থাকবেন নজর লেগে গিয়েছে৷ এতে অনেক সময় বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায়৷ স্বাস্থ্যের অবনতি হতে থাকে৷ বিরক্তি দেখা দেয়, ঘ্যানঘ্যানে হয়ে যায় বাচ্চারা৷ এই অশুভ নজর কাটানোর জন্য অশ্বত্থ গাছের পাতার একাধিক উপকারিতা রয়েছে৷
ভোপালের বাসিন্দা জ্যোতিষী যোগেশ চৌরে জানাচ্ছেন অশ্বত্থ গাছের পাতা কী ভাবে কী উপায়ে ব্যবহার করলে কোন কোন সমস্যার সমাধান হতে পারে৷
ভোপালের বাসিন্দা জ্যোতিষী যোগেশ চৌরে জানাচ্ছেন অশ্বত্থ গাছের পাতা কী ভাবে কী উপায়ে ব্যবহার করলে কোন কোন সমস্যার সমাধান হতে পারে৷
যোগেশ চৌরে জানাচ্ছেন, কুনজর, বা কুদৃষ্টি এড়াতে ৫টি অশ্বত্থ পাতা গাছ থেকে ভেঙে নিয়ে পাতাগুলি সংশ্লিষ্ট ব্যক্তির চারপাশে ১১ বার ঘোরান। তারপরেই পুড়িয়ে ফেলুন সেই পাতা।
যোগেশ চৌরে জানাচ্ছেন, কুনজর, বা কুদৃষ্টি এড়াতে ৫টি অশ্বত্থ পাতা গাছ থেকে ভেঙে নিয়ে পাতাগুলি সংশ্লিষ্ট ব্যক্তির চারপাশে ১১ বার ঘোরান। তারপরেই পুড়িয়ে ফেলুন সেই পাতা।
অশ্বত্থের ৭ বা ১১টি পাতা নিন, তারপর একটি পাত্রে জল পূর্ণ করুন এবং সেই জলে চাল, লাল মরিচ, সরিষা এবং লেবু চার টুকরো করে দিন। তার পর তা ঘরের বাইরে ফেলে দিন৷ এভাবেও আপনি কারও বদ নজর দূর করতে পারেন।
অশ্বত্থের ৭ বা ১১টি পাতা নিন, তারপর একটি পাত্রে জল পূর্ণ করুন এবং সেই জলে চাল, লাল মরিচ, সরিষা এবং লেবু চার টুকরো করে দিন। তার পর তা ঘরের বাইরে ফেলে দিন৷ এভাবেও আপনি কারও বদ নজর দূর করতে পারেন।
ঘুমোনোর সময় খারাপ স্বপ্ন এড়াতে, অশ্বত্থ পাতার প্রতিকার অত্যন্ত কাজের৷ বাচ্চারা খারাপ স্বপ্ন দেখলে বালিশের নীচে সারারাত একটি অশ্বত্থ পাতা রেখে দিন৷ তারপর সকালে বাড়ির বাইরে ফেলে দিন সেই পাতা।
ঘুমোনোর সময় খারাপ স্বপ্ন এড়াতে, অশ্বত্থ পাতার প্রতিকার অত্যন্ত কাজের৷ বাচ্চারা খারাপ স্বপ্ন দেখলে বালিশের নীচে সারারাত একটি অশ্বত্থ পাতা রেখে দিন৷ তারপর সকালে বাড়ির বাইরে ফেলে দিন সেই পাতা।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, একটি অশ্বত্থ পাতা বালিশের নীচে রেখে ঘুমোলে রোগভোগও দূরে থাকে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, একটি অশ্বত্থ পাতা বালিশের নীচে রেখে ঘুমোলে রোগভোগও দূরে থাকে।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।