Lok Sabha Elections 2024: সকাল ৯টা পর্যন্ত সবেচেয়ে বেশি ভোট পড়ল বাংলায়, সারা দেশে ১০.৮১ শতাংশ! তৃতীয় দফায় মুর্শিদাবাদজুড়ে বিক্ষিপ্ত উত্তেজনা

নয়াদিল্লি: আজ, মঙ্গলবার, চব্বিশের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব৷ নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ৯টা পর্যন্ত গোটা দেশজুড়ে ভোট পড়েছে ১০.৮১ শতাংশ৷ ভোটের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ৷ সকাল ৯টা পর্যন্ত এ রাজ্যে ভোট পড়েছে ১৫.৮৫ শতাংশ৷

এর মধ্যে মালদহ উত্তরে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৩৩ শতাংশ, মালদহ দক্ষিণে ১৬.৩ শতাংশ, জাঙ্গিপুরে ১৬.৯৫ শতাংশ এবং মুর্শিদাবাদে ১৪.৮৭ শতাংশ৷

সকাল থেকেই নানা ঘটনা ঘিরে বিক্ষিপ্ত উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকায়৷ সকাল থেকেই এদিন এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে দেখা যায় মুর্শিদাবাদ কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে৷ এদিন লোচনপুর বুথ থেকে নকল ভোটারকেও গ্রেফতার করান তিনি৷

.
.

এর আগে রানিনগরের ৩৬ নম্বর বুথের সিপিএমের এজেন্ট সম্পর্কিত অভিযোগ নিয়ে কমিশনের যায় রিপোর্ট। মকপোলিং-এর সময় দুজন এজেন্ট ঢুকতে চান। সেক্টর অফিসার একজনকে রেখে বাকি একজনকে বের করে দেন। নিয়ম অনুযায়ী বুথের মধ্যে একজনকেই রাখতে দেওয়া হয়। আপাতত, পরিস্থিতি শান্তিপূর্ণ বলে জানিয়েছে কমিশন।

LIVE :  লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

রানিনগরের মরিচায় বোম ফাটানোর অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় ছড়ায় উত্তেজনা। পরিস্থিতি সামলাতে এলাকায় পৌঁছয় কুইক রেসপন্স টিম৷

জঙ্গিপুর লোকসভাকেন্দ্রেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির প্রার্থীর সঙ্গে বাক বিতন্ডা জড়িয়ে পড়েন রঘুনাথগঞ্জের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষ। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মীরগ্রাম প্রাথমিক বিদ্যালয় ৪৪ নম্বর বুথে বিজেপির প্রার্থী সঙ্গে ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষের বাক বিতন্ডা তৈরি হয়।

মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত আমডহরা এলাকায় তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে বাম ও কংগ্রেস কর্মীদের। আহত অবস্থায় তাঁরা চিকিৎসাধীন লালবাগ মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, এসরাফিল সেখ মঙ্গলবার সকাল সকাল ভোট দিতে যাচ্ছিলেন আর সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তিরের বর্গা ও বাঁশ দিয়ে মারধর করে বিরোধী দলের সমর্থকদের।

আরও পড়ুন: ‘গণতন্ত্রকে উৎসবের মতো পালন করুন,’ সাত সকালে অমিত শাহকে সঙ্গে নিয়েই গান্ধিনগরে ভোট দিলেন মোদি

এই কারণেই এসরাফিল শেখ আক্রান্ত হন, হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।

নির্বাচন কমিশন সূত্রের খবর, এদিন সকাল ৯টা পর্যন্ত মোট ১৮২টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে৷ বিজেপি ২টি তৃণমূল কংগ্রেস ২টি সিপিএম ৭৩ টি এবং জাতীয় কংগ্রেস ১২টি। এর মধ্যে সমাধান করা হয়েছে ১৬টির৷ মুর্শিদাবাদের রানিনগরে উত্তেজনার জেরে নির্বাচন কমিশনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। ফোর্স পাঠানো হয়েছে এলাকায়।

এদিন সকাল পৌনে আটটা নাগাদ গান্ধিনগরের একটি স্কুলে ভোটদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ ওই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এদিন মোদির ভোটদানের সময় উপস্থিত ছিলেন অমিত শাহও৷ তিনিও সকাল সকাল সপরিবারে ভোট দেন ওই একই বুথে৷

লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে, তার মধ্যে রয়েছে অসম  (৪টি আসন), বিহার (৫টি আসন), ছত্তিশগড় (৭টি আসন), গোয়া (২টি আসন), গুজরাত (২৬টি আসন), কর্ণাটক (১৪টি আসন), মধ্যপ্রদেশ (৮টি আসন), মহারাষ্ট্র (১১টি আসন), উত্তরপ্রদেশ (১০টি আসন ) , পশ্চিমবঙ্গ (৪টি আসন), জম্মু ও কাশ্মীর (১টি আসন), দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (২টি আসন)

লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের মূল কেন্দ্রগুলি হল গুজরাটের গান্ধিনগর , মধ্যপ্রদেশের গুনা , বিদিশা এবং রাজগড় , মহারাষ্ট্রের বারামতি , পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ , উত্তর প্রদেশের মৈনপুরি এবং কর্ণাটকের ধারওয়াদ।