৭ দিন স্ত্রী, ৭ দিন প্রেমিকা...যুবকের ‘ভালবাসার চুক্তি’! মামলা গেল কোর্টে, রায় জানলে চমকে যাবেন

Extra Marital Affair: ৭ দিন স্ত্রী, ৭ দিন প্রেমিকা…যুবকের ‘ভালবাসার চুক্তি’! মামলা গেল কোর্টে, রায় জানলে চমকে যাবেন

প্রায় ৩ বছর আগে নিজের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ, গর্ভপাত এবং হুমকির অভিযোগ আনেন প্রেমিকা। মামলা কোর্টে যায়। কিন্তু এই মামলায় অভিযুক্ত প্রেমিককে বেকসুর খালাস করল কোর্ট। কিন্তু এমন গুরুতর অভিযোগে কীভাবে বেকসুর খালাস হল প্রেমিক? সৌজন‍্যে একটি চুক্তি। কী লেখা ছিল সেই চুক্তিতে?

প্রায় ৩ বছর আগে নিজের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ, গর্ভপাত এবং হুমকির অভিযোগ আনেন প্রেমিকা। মামলা কোর্টে যায়। কিন্তু এই মামলায় অভিযুক্ত প্রেমিককে বেকসুর খালাস করল কোর্ট। কিন্তু এমন গুরুতর অভিযোগে কীভাবে বেকসুর খালাস হল প্রেমিক? সৌজন‍্যে একটি চুক্তি। কী লেখা ছিল সেই চুক্তিতে?
সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত যুবক ওই তরুণীর সঙ্গে একটি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, অভিযোগকারিনী জানতেন তাঁর প্রেমিক বিবাহিত এবং এক সন্তানের পিতা। অভিযোগকারিনী মহিলা নিজেও গর্ভপাত করান।
সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত যুবক ওই তরুণীর সঙ্গে একটি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, অভিযোগকারিনী জানতেন তাঁর প্রেমিক বিবাহিত এবং এক সন্তানের পিতা। অভিযোগকারিনী মহিলা নিজেও গর্ভপাত করান।
সূত্রের খবর অনুযায়ী, চুক্তিপত্রে প্রেমিকাকে ওই যুবক জানান, তিনি ৭ দিন তাঁর স্ত্রী এবং ৭ দিন প্রেমিকার সঙ্গে থাকবেন। এই চুক্তি মেনেই যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান অভিযোগকারিনী তরুণী।
সূত্রের খবর অনুযায়ী, চুক্তিপত্রে প্রেমিকাকে ওই যুবক জানান, তিনি ৭ দিন তাঁর স্ত্রী এবং ৭ দিন প্রেমিকার সঙ্গে থাকবেন। এই চুক্তি মেনেই যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান অভিযোগকারিনী তরুণী।
যদিও পরে ওই যুবকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ আনেন তরুণী। ২৯ বছর বয়সী বান্ধবী ২৭ জুলাই, ২০১২ এ অভিযুক্ত প্রেমিক চন্দ্রভান পানওয়ার (৩৪)-এর বিরুদ্ধে ভানওয়ারকুয়ান থানায় একটি আবেদন করেছিলেন।
যদিও পরে ওই যুবকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ আনেন তরুণী। ২৯ বছর বয়সী বান্ধবী ২৭ জুলাই, ২০১২ এ অভিযুক্ত প্রেমিক চন্দ্রভান  পংওয়ার (৩৪)-এর বিরুদ্ধে ভানওয়ারকুয়ান থানায় একটি আবেদন করেছিলেন।
তিনি ধর্ষণ, গর্ভপাত ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতে শুনানির সময়, জানা যায় যে এফআইআর দায়ের করার আগেও, ১৫ জুন, ২০২১-এ প্রেমিক এবং প্রেমিকার মধ্যে একটি চুক্তি হয়েছিল।
তিনি ধর্ষণ, গর্ভপাত ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। আদালতে শুনানির সময়, জানা যায় যে এফআইআর দায়ের করার আগেও, ১৫ জুন, ২০২১-এ প্রেমিক এবং প্রেমিকার মধ্যে একটি চুক্তি হয়েছিল।
mঅভিযুক্ত জানান যে, তিনি বিবাহিত এবং মেয়েটিকে চেনেন। ২ বছর ধরে তিনি ওই মহিলার সঙ্গে সম্পর্কে আছেন। তিনি জানান, ৭ দিনের চুক্তি মেনেই তাঁর সঙ্গে থাকতে রাজি হয় তাঁর প্রেমিকা।
অভিযুক্ত জানান যে, তিনি বিবাহিত এবং মেয়েটিকে চেনেন। ২ বছর ধরে তিনি ওই মহিলার সঙ্গে সম্পর্কে আছেন। তিনি জানান, ৭ দিনের চুক্তি মেনেই তাঁর সঙ্গে থাকতে রাজি হয় তাঁর প্রেমিকা।
আদালতে এটাও স্বীকার করা হয় যে, গর্ভপাতের পরেও এবং তিনি বিবাহিত জেনেও প্রেমিকের কাছেই থেকে গেছেন। প্রেমিক তার স্ত্রীর সঙ্গে থাকবেন সম্পর্কটি পারস্পরিক সম্মতিতে ছিল। এমতাবস্থায় অভিযুক্তকে ধর্ষণ ও গর্ভপাতের দায়ে দোষী সাব্যস্ত করা যাবে না।  প্রাণনাশের হুমকির বিষয়ে কোনও প্রমাণ নেই বলেই মনে করা হচ্ছে। এমতাবস্থায় আদালত অভিযুক্ত চন্দ্রভানকে অভিযোগ থেকে খালাস দেন।
আদালতে এটাও স্বীকার করা হয় যে, গর্ভপাতের পরেও এবং তিনি বিবাহিত জেনেও প্রেমিকের কাছেই থেকে গেছেন। প্রেমিক তার স্ত্রীর সঙ্গে থাকবেন সম্পর্কটি পারস্পরিক সম্মতিতে ছিল। এমতাবস্থায় অভিযুক্তকে ধর্ষণ ও গর্ভপাতের দায়ে দোষী সাব্যস্ত করা যাবে না। প্রাণনাশের হুমকির বিষয়ে কোনও প্রমাণ নেই বলেই মনে করা হচ্ছে। এমতাবস্থায় আদালত অভিযুক্ত চন্দ্রভানকে অভিযোগ থেকে খালাস দেন।