Railway Ticket Checking Rules: দিনের কোন সময় টিকিট চেক করেন না TTE? ট্রেনের এই নিয়ম জানেন না ৯৯% মানুষ..আপনি জানেন কিনা দেখুন তো…

ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়ে থাকে৷ ভারতে সারাদিনে মোট ১৩ হাজার ৪৫২টি যাত্রিবাহী ট্রেন চলে৷ ট্রেনে প্রতিদিন যাত্রী সংখ্যা থাকে প্রায় ২.৫ কোটি, যা অস্ট্রেলিয়ার মতো দেশের মোট জনসংখ্যার প্রায় সমান৷ কিন্তু, ভারতীয় রেলের এমন বহু নিয়ম রয়েছে, যার কথা আমরা জানিও না৷
ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়ে থাকে৷ ভারতে সারাদিনে মোট ১৩ হাজার ৪৫২টি যাত্রিবাহী ট্রেন চলে৷ ট্রেনে প্রতিদিন যাত্রী সংখ্যা থাকে প্রায় ২.৫ কোটি, যা অস্ট্রেলিয়ার মতো দেশের মোট জনসংখ্যার প্রায় সমান৷ কিন্তু, ভারতীয় রেলের এমন বহু নিয়ম রয়েছে, যার কথা আমরা জানিও না৷
যেমন আমরা অনেকেই জানি না যে সময় না থাকলে প্ল্যাটফর্ম টিকিট কিনেও ট্রেনে চেপে যাওয়া যেতে পারে৷ টিকিট কেনার সময় না থাকলে আপনি শুধু প্ল্যাটফর্ম টিকিট কিনেই ট্রেনে উঠতে পারেন। এর পরে, আপনার বোর্ডিং স্টেশন থেকে গন্তব্য স্টেশন অনুযায়ী, ট্রেনের টিকিটের জন্য টাকা দিয়ে টিকিট কিনতে হবে টিটিই-র কাছ থেকে।
যেমন আমরা অনেকেই জানি না যে সময় না থাকলে প্ল্যাটফর্ম টিকিট কিনেও ট্রেনে চেপে যাওয়া যেতে পারে৷ টিকিট কেনার সময় না থাকলে আপনি শুধু প্ল্যাটফর্ম টিকিট কিনেই ট্রেনে উঠতে পারেন। এর পরে, আপনার বোর্ডিং স্টেশন থেকে গন্তব্য স্টেশন অনুযায়ী, ট্রেনের টিকিটের জন্য টাকা দিয়ে টিকিট কিনতে হবে টিটিই-র কাছ থেকে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, যাত্রিবাহী ট্রেনে কোনও প্যাসেঞ্জার ৪০ থেকে ৭০ কেজি পর্যন্ত মালপত্র নিয়ে যেতে পারেন। এর চেয়ে বেশি লাগেজ নিয়ে কেউ ট্রেনে উঠলে তাঁদের আলাদা করে ভাড়া দিতে হয়। TTE-রাই তাঁদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করেন এবং রসিদও দেন।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, যাত্রিবাহী ট্রেনে কোনও প্যাসেঞ্জার ৪০ থেকে ৭০ কেজি পর্যন্ত মালপত্র নিয়ে যেতে পারেন। এর চেয়ে বেশি লাগেজ নিয়ে কেউ ট্রেনে উঠলে তাঁদের আলাদা করে ভাড়া দিতে হয়। TTE-রাই তাঁদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করেন এবং রসিদও দেন।
আমরা অনেকেই জানি না যে, দিনের কোন সময় TTE আমাদের টিকিট চেক করতে পারেন না৷ উত্তরটা হল, রেলের নিয়ম অনুযায়ী, রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে টিকিট চেক করার জন্য যাত্রীদের ঘুম থেকে জাগাতে পারেন না TTE।
আমরা অনেকেই জানি না যে, দিনের কোন সময় TTE আমাদের টিকিট চেক করতে পারেন না৷ উত্তরটা হল, রেলের নিয়ম অনুযায়ী, রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে টিকিট চেক করার জন্য যাত্রীদের ঘুম থেকে জাগাতে পারেন না TTE।
রাতে রেল যাত্রার সময়, মিডল বার্থের যাত্রীরা রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমনোর জন্য বার্থ উঠিয়ে নিতে পারেন৷ তবে সকাল ৬টার পরে তাঁকে অবশ্যই বার্থ উঠিয়ে নিতে হবে৷
রাতে রেল যাত্রার সময়, মিডল বার্থের যাত্রীরা রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমনোর জন্য বার্থ উঠিয়ে নিতে পারেন৷ তবে সকাল ৬টার পরে তাঁকে অবশ্যই বার্থ উঠিয়ে নিতে হবে৷
তবে যাঁদের যাত্রা শুরু হয় রাত ১০টায় তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এই ধরনের যাত্রীদের টিকিট চেক করতে পারেন TTE।
তবে যাঁদের যাত্রা শুরু হয় রাত ১০টায় তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এই ধরনের যাত্রীদের টিকিট চেক করতে পারেন TTE।
বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক: ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক আমেরিকায়। আমেরিকা ২৫০,০০০ কিমি নেটওয়ার্ক পরিচালনা করে। দ্বিতীয় স্থানে রয়েছে চিন যা ১২৪,০০০ কিলোমিটার নেটওয়ার্ক পরিচালনা করে। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া যার নেটওয়ার্ক ৮৬০০০ কিলোমিটার। চার নম্বরে রয়েছে ভারত। ভারতের নেটওয়ার্ক ৬৮,৫২৫ কিমি।
বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক: ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক আমেরিকায়। আমেরিকা ২৫০,০০০ কিমি নেটওয়ার্ক পরিচালনা করে। দ্বিতীয় স্থানে রয়েছে চিন যা ১২৪,০০০ কিলোমিটার নেটওয়ার্ক পরিচালনা করে। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া যার নেটওয়ার্ক ৮৬০০০ কিলোমিটার। চার নম্বরে রয়েছে ভারত। ভারতের নেটওয়ার্ক ৬৮,৫২৫ কিমি।