হাওড়া: প্রায় ৪০ বছরে ৩ লক্ষ ৫০ হাজার কিমি ‘ র পথ হেঁটে পদ যাত্রায় সপ্তম বারে ভারত প্রদক্ষিণ! ভক্তদের দুয়ারে পৌঁছে যাচ্ছে রথ, এই রথযাত্রা ভারতবর্ষের বিভিন্ন নগর গ্রাম ঘুরে মানুষকে ঈশ্বরের দেখানো পথ অনুসরণ করার আহ্বান। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিসনেস এর পক্ষ থেকে ভক্তি বেদান্ত প্রভুপাদের উদ্যোগে ১৯৮৪ সালে গুজরাটের দ্বারকা থেকে যাত্রা শুরু করে এই রথ।একসময় এই রথযাত্রায় শামিল ছিল হাতি ঘোড়া উট গরু সহ ৫০০ অধিক ভক্ত।
পায়ে হেঁটে মহাপ্রভুর দেখান পথ অনুসরণের বার্তা এবং প্রসাদ বিতরণ এর মধ্য দিয়ে এই রথযাত্রা। ইসকনের ব্যবস্থাপনায়, সে সময় এই প্রচার মূলক রথযাত্রা একটিই অনুষ্ঠিত হত। তবে বর্তমানে সোসাইটির উদ্যোগে দেশে বিদেশে প্রচার রথযাত্রার সংখ্যা বেশ কয়েকটি। তার মধ্যে এই রথযাত্রা সর্বপ্রাচীন যেটি স্বয়ং প্রভুপাদ নিজে সূচনা করেছিলেন বলেই জানা যায়। বর্তমান সময়ে বেশ কিছু পরিবর্তন রয়েছে এই রথযাত্রায়, বর্তমান সময়ে এই রথ যাত্রায় হাতি ঘোড়া বা উট দেখা যায় না।
রথ টানতে দেখা যায় চার নন্দী অর্থাৎ ষাঁড়কে। এই রথ বিভিন্ন গ্রামে পৌঁছাচ্ছে বিভিন্ন গ্রামের মানুষ সেই রথযাত্রায় অংশ হচ্ছে।জানা যায় ২০১৪ সালে পশ্চিমবঙ্গের নদীয়ার ইসকনে এসে পৌঁছেছিল এই রথযাত্রা। মায়াপুর নদিয়া চাকদা কলকাতা পুরী জগন্নাথ হয়ে সারাদেশ প্রদক্ষিণ করে দশ বছর পর এবার হাওড়ায় এসে পৌঁছয়।
আরও পড়ুন: Brain Tonics: বয়স এক্কেবারে থেমে যাবে? পাঁচ রসেই যুদ্ধ জয়! ৮০-তেও ব্রেন দৌড়বে ১৮-র মত!
দ্বারকা বৃন্দাবন হরিদ্বার বদ্রিনাথ অযোধ্যা মায়াপুর এবং জগন্নাথপুরী হয়ে দেশ প্রদক্ষিণ করছে এই প্রচার রথ।এ প্রসঙ্গে আচার্য দাস এবং উত্তম নরহরি দাস জানান, ষষ্ঠবার পূরণ হয়ে সপ্তম বার দেশ প্রদক্ষিণ যাত্রা। আরও বলেন, হাওড়া পাঁচলার মানুষ ভাগ্যবান যে তাদের কাছে এই রথ এসে পৌঁছেছে।
রাকেশ মাইতি