TMC About Jaydev Khan: অমিত শাহের সঙ্গে কার ছবি? জয়দেব খানের ছবি দিয়ে এ বার কয়লা পাচার নিয়ে তোপ তৃণমূলের

কলকাতা: এ বার কয়লা পাচার নিয়ে পাল্টা বিজেপিকেই নিশানা করল তৃণমূল৷ এত দিন কয়লা পাচার নিয়ে বারংবার বিজেপির নিন্দার মুখে পড়তে হয়েছে ঘাসফুল শিবিরকে৷ এ বার সেই কয়লা পাচার নিয়ে বিজেপিকেই তীব্র আক্রমণ করল তৃণমূল৷ অমিত শাহের এক কয়লা ব্যবসায়ীর ছবি পোস্ট করে শাহকে আক্রমণ করল তৃণমূল৷

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দেওয়া হয়েছে একটি চিঠি৷ গত ১০ মে অন্ডাল এয়ারপোর্ট মারফত এসেছিলেন অমিত শাহ৷ সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোন নেতারা অমিত শাহের সঙ্গে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন৷ সেই তালিকায় থাকা জয়দেব খানকে নিয়েই তৃণমূলের আপত্তি৷ মোট ১৬ জন বিমানবন্দরে উপস্থিত ছিলেন৷ সেই তালিকায় ছিলেন জয়দেব খান৷

তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, ‘ভোট প্রচারে এসে কোল মাফিয়াদের ইমিউনিটি দেওয়া হচ্ছে। অন্ডাল বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে জয়দেব খান ছিলেন।’ একটা ছবি ও লেটার হেডে জয়দেব খানের উপস্থিতির চিঠি দেখিয়ে, এই অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস।

 

এ দিন রাজ্যের মন্ত্রী, ‘শশী পাঁজা অভিযোগ করে বলেন, বিজেপির ওয়াশিং মেশিন তাদের জন্যেও। যারা অপরাধী তাদের জন্যেও। ফুল মালা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে অন্ডালে অমিত শাহকে কারা কারা উপস্থিত ছিলেন। জয়দেব খান উপস্থিত ছিলেন। ফুল দিলেন স্বরাষ্ট্র মন্ত্রীকে। সঙ্গে ছিলেন লক্ষ্মণ ঘোড়ুই। জয়দেব খান কে? দিলীপ ঘোষ-তো রোজ বড় বড় কথা বলেন। দিলীপ ঘোষ ২০২১ সালে এদের সমাজকর্মী বলে দলে নিয়েছিল। দিলীপ ঘোষের হাত ধরে এরা আশ্রয় নিয়েছিলেন। এরা হলেন প্রতিষ্ঠিত কোল ব্যবসায়ী। এর মধ্যে রাজু ঝা প্রয়াত হয়েছেন। এদেরকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর সাথে দেখা হয়েছিল। আন্তরিক পরিচয় ছিল এদের।’