Tag Archives: Amit Shah

অমিত শাহ: জীবন, সাফল্য, কেরিয়ার এক নজরে!

পুরো নাম

অমিত শাহ।

জন্ম

১৯৬৪ সালের ২২ অক্টোবর মুম্বইতে জন্মগ্রহণ করেন।

পরিবার

স্ত্রী – সোনালবেন শাহ।

বাবা – অমিতভাই অনিল চন্দ্র শাহ।

মা – শ্রীমতি কুসুমবেন শাহ।  

দলের নাম

ভারতীয় জনতা পার্টি।

অমিত শাহ সম্পর্কে

বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় জনতা পার্টির সেকেন্ড ইন কম্যান্ড-ও ধরা হয় তাঁকে। বিস্তর অভিজ্ঞতা। ভারতীয় রাজনীতিতে বিজেপির উত্থানের পিছনে তিনিই অন্যতম কুশীলব।

ব্যক্তিগত জীবন

মুম্বইয়ের একটি ধনী জৈন পরিবারে জন্ম শাহের। মেহসানায় স্কুলের পড়াশোনা শেষ করে ভর্তি হন আমেদাবাদের সিইউ শাহ সায়েন্স কলেজে। সেখান থেকেই বায়ো-কেমিস্ট্রিতে স্নাতক হন। মাত্র ১৪ বছর বয়সেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘে যোগ দেন শাহ। কিছুদিন বাবার ব্যবসা সামলেছেন। আমেদাবাদের একটি সমবায় ব্যাঙ্কেও কর্মরত ছিলেন। শুধু তাই নয়, সামান্য সময়ের জন্য স্টক ব্রোকার হিসেবেও কাজ করেছেন।   

ব্যাঙ্কের ভাগ্যের চাকা

২০০০ সালে আহমেদাবাদ জেলা সমবায় ব্যাঙ্কের সভাপতি হন শাহ। সেই সময় প্রায় ৩৬ কোটি টাকা লোকসান হয়েছিল ব্যাঙ্কের। বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তাদের প্রয়োজন ছিল দক্ষ নেতৃত্বের। সেই সময় দায়িত্বভার নেন শাহ। এক বছরের মধ্যে ব্যাঙ্কের ভাগ্যের চাকা ঘুরে যায়। সে বছর রেকর্ড ২৭ কোটি টাকা লাভ হয়।

রাজনৈতিক জীবনের শুরু

১৯৮৬ সালে বিজেপিতে যোগ দেন অমিত শাহ। একবছর পর বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী হন। ধীরে ধীরে পদন্নোতিও হয়। দলের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ যেমন রাজ্য সম্পাদক, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক হন। ১৯৯১ সালে গুজরাতের গান্ধিনগর আসন থেকে লড়েন বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আদবানি। তাঁর প্রচারের দায়িত্বে ছিলেন শাহ।

৯০-এর দশকের মাঝামাঝি সময়ে কেশুভাই পটেলের নেতৃত্বে গুজরাতে সরকার গঠন করে বিজেপি। সেই সময় রাজ্যের গ্রামীণ এলাকায় কংগ্রেসের ব্যাপক প্রভাব ছিল। রাজ্যে কংগ্রেসের প্রভাব খর্ব করার জন্য নরেন্দ্র মোদির সঙ্গে অমিত শাহকে দলের হাইকমান্ড দায়িত্ব দেয়। তাঁরা বিপুল সংখ্যক কংগ্রেস কর্মীকে বিজেপিতে আনেন। কিন্তু বেশিরভাগই পঞ্চায়েত নির্বাচনে হেরে যায়।

গুজরাত

২০০১ সালে দুর্বল প্রশাসনের অভিযোগে মুখ্যমন্ত্রী পদ থেকে কেশুভাই পটেলকে সরিয়ে দেয় বিজেপি হাইকম্যান্ড। সেই জায়গায় মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদি। ফলস্বরূপ রাজনৈতিক গুরুত্ব বাড়ে অমিত শাহের। ২০০২ সালে একাধিক মন্ত্রিত্ব দেওয়া হয় শাহকে। ২০০৪ সালে ইউপিএ-এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পোটা আইন বাতিল করার সিদ্ধান্ত নেয়, কিন্তু অমিত শাহ গুজরাত কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম (জিসিওসি) বিল রাজ্য বিধানসভায় পাস করতে সক্ষম হন। ধর্মীয় স্বাধীনতা আইন পাশ করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহ।

জাতীয় রাজনীতিতে উত্থান

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর অমিত শাহের কেরিয়ায় অক্সিজেন পায়। মোদি প্রধানমন্ত্রী হওয়াতে শাহেরও গুরুত্ব বাড়ে। অমিত শাহকে উত্তরপ্রদেশের ইনচার্জ হিসেবে বেছে নিয়েছিলেন তৎকালীন দলের সভাপতি রাজনাথ সিং। তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর ২০১৪ সালের জুলাই মাসে তাঁকে সর্বসম্মতি ক্রমে দলের সর্বভারতীয় সভাপতি হন। ২০১৬ সালের জানুয়ারিতে ফের নির্বাচিত হন।

Terrorist attack in Jammu and Kashmir: কাশ্মীরে জঙ্গি হামলার জেরে খাদে পড়ল পূণ্যার্থীদের বাস, মৃত অন্তত ৯, তদন্তের দাবি মমতার

শ্রীনগর: ফের কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা। মন্দির থেকে ফেরার পথে খাদে পড়ল পূণ্যার্থীদের বাস। জঙ্গি হামলার জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। এই ঘটনায় ইতিমধ্যেই মারা গিয়েছেন অন্তত ৯ জন, আহত ৩৩ জন।

সূত্রের খবর শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় তেরিয়াত গ্রামের কাছে জঙ্গি হামলার কবলে পড়ে বাসটি বলে প্রাথমিক তদন্তে অনুমান। বাসটিতে একাধিক বার হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে। জঙ্গি হামলার জেরে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক, যার ফলে খাদে পড়ে যায় ওই বাসটি। তার পরে উদ্ধারকাজে নেমে দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ আধিকারিকরা এসে এলাকাটি ঘিরে রেখেছেন।

আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় শপথ নিলেন রাজ্যের দুই সাংসদ, পূর্ণমন্ত্রী কেউ নয়, দু’জনই প্রতিমন্ত্রী

রিয়াসি এলাকার সিনিয়র পুলিশ সুপার বলেন, “প্রাথমিক তদন্তে মনে হয়েছে জঙ্গিরা বাসের যাত্রীদের উপর গুলি চালাচ্ছিল। যার ফলে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক এবং বাসটি খাদে পড়ে যায়”।

ঘটনার জেরে শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিং প্রমুখ কেন্দ্রীয় মন্ত্রীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেচেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

Abhishek Meets Akhilesh: অখিলেশের বাড়িতে অভিষেক, নাড্ডার বাড়িতে শাহ…! নয়া সমীকরণের ইঙ্গিত? NDA-INDIA তৎপরতা তুঙ্গে

নয়াদিল্লি: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথগ্রহণ একরকম চূড়ান্ত। ইতিমধ্যেই শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ-সহ একাধিক প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, আগামী শুক্রবারই দেশে আসছেন শেখ হাসিনা।

এরইমধ্যে ইন্ডিয়া ও এনডিএ জোটের শরিকদের মধ্যে চলছে চরম তৎপরতা। বুধবার ইন্ডিয়ার বৈঠকের পরে রাতেই সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের বাড়ি যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪৫ মিনিট বৈঠক হয়েছে অভিষেক এবং অখিলেশের। আর তাতেই জল্পনা বাড়ছে। যদিও এই সাক্ষাৎ নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে জানা যাচ্ছে তৃণমূলের দলীয় সূত্রে।

আরও পড়ুন: শনিবারই শপথ গ্রহণ মোদির? বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভুটানের রাজা, শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে আমন্ত্রণ

সূত্রের খবর, বুধবার অখিলেশ, অভিষেকের বৈঠকের পরই শিবসেনার সঞ্জয় রাউতের বাড়িতে হাজির হন আপ রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা। অন্যদিকে জেপি নাড্ডার বাড়িতে বৃহস্পতিবার সকালেই শুরু হয়েছে বিজেপি শীর্ষকর্তাদের বৈঠক। বৈঠকে উপস্থিত হয়েছেন খোদ অমিত শাহ। সব মিলিয়ে চরম তৎপরতা রাজধানীর অলিন্দে।

আরও পড়ুন: ‘আজ থেকেই আমি এই কাজ শুরু করছি…’, ভোটের ফলাফল সামনে আসতেই বিস্ফোরক দিলীপ ঘোষ!

প্রসঙ্গত, বুধবারই দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে একপ্রস্থ আলোচনায় বসেছিলেন NDA-র শরিক দলগুলির প্রধানরা। উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন জোটের অন্যতম প্রধান দুই শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার। সূত্রের খবর, নরেন্দ্র মোদিকেই NDA সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হবে বলেও সিদ্ধান্ত হয় সেই বৈঠকে। কোনও সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব সরকার গঠন করা উচিত বলেই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। জানা যাচ্ছে ৭ জুন আরও একবার আলোচনায় বসবেন এনডিএ জোট। তাতেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

অন্যদিকে বুধবার ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যেও একপ্রস্থ বৈঠক হয়। জোটের আগাম স্ট্র্যাটেজি-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। সূত্রের খবর ইন্ডিয়া জোটের শরিক দলগুলি মিলে সিদ্ধান্ত নিয়েছে, তারা সরকার গঠনের কোনও চেষ্টা করবে না, বিরোধী আসনেই বসবে। যদিও শেষমেশ সমীকরণ কী দাঁড়ায়, দুই শিবিরের জোট শরিকগুলি চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয় সেদিনকেই তাকিয়ে গোটা দেশ।

Lok Sabha Election 2024: দেবকে টেক্কা দিতে হিরণের পাশে শাহ, থাকল বিশাল মালার চমক

পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে আর প্রার্থী করেনি বিজেপি। বদলে এই কেন্দ্র ধরে রাখার ভার দিয়েছে গ্ল্যামার জগতের প্রতিনিধি তথা আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পলকে। তাঁর বিপক্ষে তৃণমূল টলিউড তারকা তথা মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছে। আবার ঘাটাল তৃণমূলের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা ভরসা রেখেছে আরেক টলিউড তারকা তথা খড়গপুর সদরের বিধায়ক হিরণের উপর। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করতে এবার ডেবরাতে সভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

এই লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ পশ্চিম মেদিনীপুর জেলা। এই জেলার মেদিনীপুর ও ঘাটাল দুটি কেন্দ্রই জেতার লক্ষ্য নিয়ে জোরকদমে প্রচার চালাচ্ছে তারা। তৃণমূলও একই লক্ষ্যে লড়াই করছে। ফলে জেলার বিভিন্ন প্রান্তে নিয়মিত হেভিওয়েট রাজনীতিবিদদের প্রচার দেখা যাচ্ছে। আগেই এই জেলায় মোদি, মমতা, অভিষেক, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রচার করেছেন। এবার ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন ঘাটাল লোকসভার ডেবরাতে হরিমতি স্কুলের মাঠে সভা করেন। বিজেপি প্রার্থী হিরণের সমর্থনে সভা করেন অমিত শাহ। মঞ্চে দাঁড়িয়ে একাধিক প্রাচীন দেবদেবীকে প্রণাম করে শুরু করেন তাঁর বক্তব্য। শুধু তাই নয়, বক্তব্যের আগে সম্মান জানিয়েছেন দেশের জন্য প্রাণ উৎসর্গীকৃত বীর বিপ্লবীদের প্রতি।

আরও পড়ুন: কুডো-র নাম শুনেছেন? নতুন খেলায় মজেছে আজকের প্রজন্ম

ঘাটালে এবার টলিউড সুপারস্টার দেবের বিরুদ্ধে হিরণের লড়াইকে হাইভোল্টেজ তকমা দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন হাজারও কর্মী সমর্থকদের সামনে অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা রাজনৈতিক হিংসায় শহিদ হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। এছাড়াও তিনি বক্তব্য রাখতে গিয়ে নানা সরকারী সুযোগ সুবিধার প্রসঙ্গ তুলে ধরেন। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তিনি আক্রমন শানিয়েছেন ইন্ডি জোটকে।

এদিন বিশালাকার মালা দিয়ে বরণ করে নেওয়া হয় অমিত শাহকে। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, প্রার্থী হিরণ সহ অন্যান্য নেতৃত্বরা। তবে নির্বাচনের আগে হাইভোল্টেজ কেন্দ্র ঘাটাল। কে জয় পায় তা বলবে সময়।

রঞ্জন চন্দ

Amit Shah-JP Nadda: ৬ দফার আগে আজ বঙ্গে শাহ-নাড্ডার সভা থেকে রোড শো-সহ ৭ কর্মসূচি

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ষষ্ঠ দফার আগে আজ, বুধবার ভোট প্রচারে ফের বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাজ্যের চার লোকসভা কেন্দ্রে প্রচার করবেন অমিত শাহ। তাঁর সূচিতে তিনটি জনসভা ও একটি রোড শো রয়েছে। প্রথমে কাঁথি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে ইটাবেড়িয়া ময়দানে সভা করবেন অমিত শাহ। এরপর প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে ঘাটাল লোকসভা কেন্দ্রের বেলদা এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রের পারাতে দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে তৃতীয় সভায় অংশ নেবেন অমিত শাহ।

আরও পড়ুন- আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বেশ কয়েক জেলায়, রয়েছে বজ্রপাতের আশঙ্কাও !

এরপর আকাশ পথে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চার কর্মসূচির মধ্যে সবচেয়ে শেষে বাঁকুড়ায় পৌঁছে রোড শো করবেন অমিত শাহ। বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে লালবাজার থেকে মাচানতলা পর্যন্ত রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ষষ্ঠ দফার আগে বুধবার ভোট প্রচার উপলক্ষে গতকাল, মঙ্গলবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতেই নিউটাউনের হোটেলে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করে ভোট প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন অমিত শাহ বলে বিজেপি সূত্রের খবর।

আরও পড়ুন- নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে

২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এর আগে একাধিকবার বঙ্গ সফরে এসে রাজনৈতিক সভা থেকে রোড শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিশানা করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে। সরব হয়েছেন দুর্নীতির অভিযোগেও। ফের আজ, বুধবার বঙ্গে ভোট প্রচারে এসে অমিত শাহ কী বলেন ? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। অন্যদিকে অমিত শাহর পাশাপাশি আজ বঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও তিনটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। বারাসত, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই তিন কেন্দ্রে সভা করবেন জেপি নাড্ডা।

আজ তিনটি জনসভা, রোড শো! কলকাতায় পৌঁছলেন অমিত শাহ, দেখুন ভিডিও

লোকসভা নির্বাচনের প্রচারে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এ দিন রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি৷ আগামিকাল কাঁথি, ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা এবং পুরুলিয়ার পারায় সভা করার কথা অমিত শাহের৷ এর পর বিকেলে বাঁকুড়ায় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের সমর্থনে রোড শো এবং সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ আগামী ২৫ মে কাঁথি,  ঘাটাল, বাঁকুড়া, পুরুলিয়া কেন্দ্রে ভোট রয়েছে৷ কলকাতায় এসে নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলের রাজ্য নেতাদের সঙ্গেও আলোচনা করার কথা অমিত শাহের৷

Jay Shah-team India: প্রিয় ক্রিকেটার কে? উত্তর দিলেন জয় শাহ, বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে পাশে দাঁড়ালেন হার্দিকেরও

ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ। সচিব হিসাবে তার প্রিয় ক্রিকেটার কে? উত্তর দিলেন অমিত শাহ। সেই সঙ্গে খারাপ ফর্ম নিয়েও হার্দিক পান্ডিয়ার ভারতীয় দলে সুযোগ পাওয়া প্রসঙ্গ নিয়েও জবাব দিলেন জয় শাহ।

জয় শাহের প্রিয় ক্রিকেটার কে? নেই রোহিত শর্মা বা বিরাট কোহলির নাম। তাহলে কে রয়েছেন সেই তালিকায়? জয় শাহের পছন্দের খেলোয়ার তিন জন হলেন সুনীল গাভস্কর, সচিন তেন্ডুলকর এবং ধোনি। টাইমস অফ ইন্ডিয়ার প্রশ্নের জবাবে জয় শাহ বলেন, “সুনীল গাভস্কর, অবশ্যই সচিন তেন্ডুলকর এবং এমএস ধোনি। আর এখনকার খেলোয়ারদের মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াও রয়েছেন।”

আরও পড়ুন: ট্রেনের মিডল বার্থে টিকিট কেটেছেন? ইচ্ছে হলেই ঘুমাতে পারবেন না, নির্দিষ্ট নিয়ম আছে রেলের

আইপিএলে শোচনীয় ক্রিকেট খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স, খারাপ খেলেছেন হার্দিকও। তার পরেও ভারতীয় দলে তাঁর সুযোগ পাওয়া বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। এ দিন সেই নিয়ে প্রশ্ন করা হলে জয় শাহ বলেন, “শুধু আইপিএলের পারফরম্যান্সের উপর নির্ভর করে নির্বাচকেরা দল বাছেন না, বিদেশের মাঠে খেলার অভিজ্ঞতাও জরুরী। এই দলে ফর্ম এবং অভিজ্ঞতার সামাঞ্জস্য রয়েছে।”

আরও পড়ুন: বাড়িতে মদ কিনে রাখেন? কতটা মদ রাখবেন, রয়েছে নিয়ম

প্রসঙ্গত, হার্দিকের দলে সুযোগ পাওয়া এবং সহ-অধিনায়ক হওয়া নিয়ে বেশ বিতর্ক হয়েছে। চলতি আইপিএলে ১৩টি ম্যাচ খেলে মাত্র ২০০ রান করেছেন হার্দিক, গড় ১৮.১৮। তাঁর অধিনায়কত্বে সবার শেষে রয়েছে মুম্বই।

সন্দেশখালি ইস্যুতে আক্রমণে অমিত শাহ! পাল্টা যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন

সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। সেটা ঢাকতে ফের অত্যাচার করা হচ্ছে। সন্দেশখালি ইস্যুতে আক্রমণে Amit Shah। সন্দেশখালিতে চক্রান্ত করে মহিলাদের সম্মানহানি করেছে BJP। যত দিন যাচ্ছে রেগে যাচ্ছে। বিজেপিকে আক্রমণ Mamata Banerjee র। ভোটের জন্য সন্দেশখালি নিয়ে রাজনীতি বিজেপির। চড়া সুর Abhishek Banerjee র। সন্দেশখালিতে মহিলার প্রতিরোধ করছে। আন্দোলন জারি থাকবে। পালটা দাবি Suvendu Adhikari র।

Amit Shah on POK: ‘পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসবেই!’ শ্রীরামপুর থেকে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ

শ্রীরামপুর: কয়েকদিন আগেই ভোট প্রচারে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পর তিনিই পাকিস্তানকে ফোন করে খবর দিয়েছিলেন৷ এর পর রাজনাথ সিং সহ বিজেপি নেতারা একে একে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের দখলে আনার হুঁশিয়ারিও দিয়েছেন৷ ভোটের প্রচারে ফের চর্চায় চলে এসেছে পাকিস্তানের ইস্যু৷ এ দিন শ্রীরামপুরে ভোট প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের দখলে নিয়ে আসার হুঁশিয়ারি দিলেন৷

বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বোসের সমর্থনে এ দিন শ্রীরামপুরে সভা করেন অমিত শাহ৷ সেই সভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদি সরকারের সাফল্য তুলে ধরতে গিয়ে কাশ্মীরের প্রসঙ্গ টেনে আনেন৷ অমিত শাহ দাবি করেন, মোদি সরকারের আমলেই কাশ্মীর শান্ত হয়েছে৷ তিনি বলেন, ‘বছরে ২ কোটি পর্যটক কাশ্মীরে গিয়ে প্রমাণ করে দিয়েছেন কাশ্মীর শান্ত হয়েছে৷ পাক অধিকৃত কাশ্মীরও ভারতের৷ আমরা পাক অধিকৃত কাশ্মীরের দখল নিয়েই ছাড়ব৷’

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ ঘোষণা অমিত শাহের, ব্যাখ্যা দিলেন শুভেন্দু

এ দিনের সভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেস সহ গোটা ইন্ডিয়া জোটকেই তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভাবমূর্তির কথাও তুলে ধরেন তিনি৷ অমিত শাহ বলেন, ‘একদিকে গোটা ইন্ডিয়া জোট, যাদের নেতাদের নামে ১২ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ৷ অন্যদিকে এমন একজন, যিনি ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকার পরেও তাঁর বিরুদ্ধে এক পয়সারও দুর্নীতির অভিযোগ নেই৷’

তৃণমূল সহ বিরোধী দলগুলির বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর কথায়,’এই লড়াই পরিবারতন্ত্রের বিরুদ্ধে৷ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে মুখ্যমন্ত্রী বানাতে চান৷ উদ্ধব ঠাকরে, লালুপ্রসাদ যাদব সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য৷ গরম বাড়লেই রাহুল বাবা ছুটি কাটাতে বিদেশে চলে যান৷ আর নরেন্দ্র মোদি দীপাবলিতেও সীমান্তে সেনাদের সঙ্গে সময় কাটান৷ আপনারা কাকে বেছে নেবেন? শ্রীরামপুর জিততে দিন, কাটমানি, অনুপ্রবেশ বন্ধ হবে৷’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ দিনও হুঁশিয়ারি দিয়েছেন, দুর্নীতিতে জড়িতদের কোনওভাবেই রেয়াত করা হবে না৷

Lakshmir Bhandar: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ ঘোষণা অমিত শাহের, ব্যাখ্যা দিলেন শুভেন্দু

আমতা: লোকসভা ভোটের প্রচারে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা বার বারই অভিযোগ করছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে৷ পাল্টা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা গত এপ্রিল মাস থেকে বাড়য়ে রাজ্য সরকার ১০০০ টাকা করেছে, সেই প্রচার করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে৷

তৃণমূলের এই অভিযোগ খারিজ করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারাও রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন৷ এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই তরজায় নতুন মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এ দিন আমতার জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়ানো হবে৷

আরও পড়ুন:বাপের বাড়ি গিয়ে ডিভোর্স চাইলেন স্ত্রী, স্বামীর ‘অপরাধ’ কী? শুনলে আঁতকে উঠবেন

আমতার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মমতা দিদি বলছেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে৷ বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না৷ আমরা ১০০ টাকা বাড়িয়ে দিদিদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠাবো৷ উনি সব মিথ্যে কথা বলছেন৷’

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য রাজ্য বিজেপি নেতাদের কাছে বিড়ম্বনা বাড়াতে পারে৷ কারণ, গত এপ্রিল মাসেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক অনুদানের পরিমাণ বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র ১০০ টাকা বাড়ানোর কথা বলায়, এই বিষয়টিকে ফের ভোট প্রচারে অস্ত্র করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস৷

অমিত শাহের এই মন্তব্যের সমালোচনা করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডারে একশো টাকা বাড়ানোর কথা বলছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ বাংলার মহিলাদের এত অপমান করার সাহস ওনার কীভাবে হয়?’

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বাঁকুড়ার ছাতনার সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমি বলেছিলাম বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে৷ আজকে আমার নেতা অমিত শাহও বলে গেছেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতিদিন একশো টাকা করে পাবেন মহিলারা, অর্থাৎ মাসে তিন হাজার টাকা৷’

এ দিনও কল্যাণীর জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রী বলেন, বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে৷ লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখুন দেখি, কত সাহস৷ লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ তো হবে না, বরং সারা জীবন চলবে৷