আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ১৯ শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। কি

Weather Update: আকাশজুড়ে কালো মেঘ! ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়

অবশেষে স্বস্তি মিলেছে গরমের দাপট থেকে। এবার ঝড় বৃষ্টির দাপটে কাঁপছে বাংলা। ফের আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সর্তকতা একাধিক জেলায়।

শেষ কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ঝড় ও বৃষ্টি চলছে৷ তাপপ্রবাহের দাপট কমেছে অনেকটা৷ শনিবারও বৃষ্টি চলবে দাপটের সঙ্গে।

আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সর্তকতা। কলকাতা ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা।

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইবে। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।