ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

Manik Saha: বড় ঘোষণা! জ্বালানি সমস্যা মিটতে চলেছে ত্রিপুরায়, জানালেন মুখ‍্যমন্ত্রী মানিক সাহা 

ত্রিপুরাঃ জ্বালানি সরবরাহের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ডাবল ইঞ্জিন সরকার মানুষের সমস্যা সমাধানে কাজ করছে বলছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রেল যোগে ত্রিপুরা রাজ্যে জ্বালানি তেল পাঠানোর জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

আরও পড়ুনঃ লিফটে ঢুকে কিশোরীকে কামড়, কুকুর-হানার নয়ডার ভিডিও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, ‘ডাবল ইঞ্জিন সরকার সব সময় মানুষের সমস্যা সমাধানে কাজ করে চলছে। আজ আমি কেন্দ্রীয় রেলমন্ত্রীর সচিবের কাছ থেকে একটি ফোন পেয়েছি। জ্বালানী তেলের সংকটের বিষয়ে আমি যে চিঠি পাঠিয়েছিলাম সেবিষয়ে আপডেট সম্পর্কে আমাকে অবহিত করেন তিনি। কেন্দ্রীয় রেলমন্ত্রী তাঁর সচিবকে নির্দেশ দিয়েছেন যে একটি জ্বালানি তেল বহনকারী ট্রেন ত্রিপুরার দিকে যাচ্ছে সেবিষয়ে যাতে আমাকে জানানো হয়।’ ডাঃ সাহা বলেন, ‘এটা সত্যিই খুবই স্বস্তির। আমরা খুব খুশি। ত্রিপুরায় জ্বালানি সংকট নিরসনে এগিয়ে আসায় আমি কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। ডাবল ইঞ্জিন সরকার সবসময় সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আরও জানান, ‘গত ২৬ এপ্রিলের পর আজ প্রথম POL রেক আসামের জাটিঙ্গা-হারাঙ্গার মধ্যে ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করেছে এবং আজই ত্রিপুরায় পৌঁছবে।  আমি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এই সমস্যা দ্রুত নিরসনে উদ্যোগ গ্রহণের জন্য। পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ সহ যে সমস্ত শ্রমিকেরা খারাপ আবহাওয়ার মধ্যেও রাতদিন নিরলসভাবে কাজ করে অতি দ্রুততার সাথে রেল চলাচল স্বাভাবিক করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সর্বোপরি, আমি ত্রিপুরার আপামর জনগণকে ধন্যবাদ জানাই এই অস্বাভাবিক পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।প্রসঙ্গত জ্বালানি সমস্যায় কয়েকদিন ধরে ভুগতে হচ্ছিল ত্রিপুরার বাসিন্দাদের৷’ রেল মন্ত্রীর সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছিলেন মাণিক সাহা৷ অবশেষে সেই সমস্যার সমাধান হচ্ছে৷