Lok Sabha Elections 2024: ‘লুটতে ব্যস্ত তৃণমূল!,’ দুর্নীতি নিয়ে তুমুল তুলোধনা…বিনামূল্যে বিদ্যুৎ নিয়েও বড় প্রতিশ্রুতি মোদির

দক্ষিণবঙ্গ: আগামিকাল, সোমবার চব্বিশের নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ৷ তার আগে রবিবার প্রচারে জমজমাট বাংলা৷ রবিবার বঙ্গে পর পর ৪টি সভা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ইতিমধ্যেই, অর্জুন সিংয়েরর সমর্থনে ব্যারাকপুরে সভা সেরে ফেলেছেন মোদি৷ তাঁর বক্তব্য উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে সন্দেশখালির ভিডিও প্রসঙ্গও৷

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ চতুর্থ দফা লাইভ

এদিন চুঁচুড়ায় লকেক চট্টোপাধ্যায়ের হয়ে প্রচার করেন মোদি৷ মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘তৃণমূলের কাজ কী? ওদের নেতাদের কাজ কী? জমি দখল ও গন্ডগোল। এখানে মাফিয়া রাজ চলছে। মোদি বলছে সব ঘরে জল। আর তৃণমূল কংগ্রেস বলছে সব ঘরে বোম। কিছুদিন আগেও বোম ফেটেছে। বাচ্চার আহত হয়েছে।’’

এরপরেই সন্দেশখালি প্রসঙ্গ তুলে বলেন, ‘‘সন্দেশখালিতে কী করছেন? গোট দেশ তা দেখছে। তৃণমূলের কোনও অত্যাচারী বাঁচতে পারবে না। তৃণমূল কংগ্রেস বাংলার যুবদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ভবিষ্যত বেচে দিয়েছে। এদের বড় বড় নেতা, মন্ত্রী, জেলে যাচ্ছে। পুরো দেশ জেনে গেছে এদের ঘরে নোটের পাহাড়। তৃণমূল কংগ্রেসকে শাস্তি দেবেন কিনা বলুন? কড়া সাজা দেবেন কি না বলুন? বাংলায় এক আসন জেতার অধিকার আছে ওদের? সব আসনে পরাজিত করতে হবে।’’

আরও পডুন : রবিবার সরগরম! ভোটের আগে ফের বাংলায় মোদি, একইদিনে পরপর চার সভা

প্রসঙ্গত, সম্প্রতি সন্দেশখালির প্রতিবাদ নিয়ে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ যদিও সেই সমস্ত ভিডিয়োয় সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গারাম কয়াল হোক, কী সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভিডিও ঘিরে বিজেপি-কে কাঠগড়ায় তুলেছে তৃণমূল৷ গোটা ঘটনাকে সাজানো ষড়যন্ত্র বলে লাগাতার প্রচার চালাচ্ছে তৃণমূলও৷ এর মধ্যে মোদির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

মোদি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসকে দেখুন যারা লুটতে ব্যস্ত আছে। আমি আপনাদের জন্য গরিবদের জন্য বাড়ি বানাচ্ছি। প্রতি ঘরে জল দিচ্ছি। বিনা পয়সায় রেশন দিচ্ছি। উজ্জ্বলা গ্যাসের সস্তা সিলিন্ডার আছে আজ।গর্ভবতী মহিলাদের পুষ্টির ব্যবস্থা করেছি। মোদী এবার বড় গ্যারান্টি নিয়ে এসেছে। মোদী এবার লাখপতি দিদি বানাতে চায়।বোনেদের জন্য চিন্তা আমার আছে।’’ এদিন বিনামূল্য বিদ্যুৎ দেওয়ারও ইচ্ছাপ্রকাশ করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে৷

আরও পড়ুন:  ভোটে দাঁড়াতে বলায় কী বলেছিলেন রচনা, কীভাবে রাজি করালেন? ফাঁস করলেন মমতা

এই লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০-রও বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করবে বলে এদিন আবারও আশাপ্রকাশ করেছন মোদি৷ তাঁর আত্মবিশ্বাসী মন্তব্য, ‘‘বিজেপি আর এনডিএ জোট ৪০০ পার করেই ছাড়বে। দেশের কোটি কোটি মানুষেরা এই সংকল্প নিয়ে নিয়েছে। বিজেপি আর এনডিএকে তো ৪০০ পার করে দেবেন মানুষ। কিন্তু এটা লিখে রাখুন কংগ্রেসকে গতবারের চেয়েও কম আসন মিলবে।’’