Train Cancellation News: এই শাখায় বাতিল একাধিক ট্রেন, চরম অসুবিধায় যাত্রীরা, জেনে নিন বাতিল ট্রেনের পুরো লিস্ট

: দক্ষিন পূর্ব রেলওয়ের আদ্রা বিভাগে (ইঞ্জিনিয়ারিং, ট্র্যাকশন এবং সিগন্যাল) বন্ধ থাকবে একাধিক ট্রেন। যার জেরে কিছুটা প্রভাবিত হবে বাঁকুড়ায় ট্রেন চলাচল। ১৩ মে সোমবার থেকে ১৯ মে রবিবার পর্যন্ত সাপ্তাহিক রোলিং ব্লকের কারণে ট্রেন চলাচল থাকবে নিয়ন্ত্রণে। জেনে নিন ঠিক কোন কোন ট্রেন করা হয়েছে বাতিল, কোন ট্রেনের করা হয়েছে যাত্রাপথ সংক্ষিপ্ত। কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করাও হয়েছে আবার লেট থাকবে কিছু ট্রেন।
: দক্ষিন পূর্ব রেলওয়ের আদ্রা বিভাগে (ইঞ্জিনিয়ারিং, ট্র্যাকশন এবং সিগন্যাল) বন্ধ থাকবে একাধিক ট্রেন। যার জেরে কিছুটা প্রভাবিত হবে বাঁকুড়ায় ট্রেন চলাচল। ১৩ মে সোমবার থেকে ১৯ মে রবিবার পর্যন্ত সাপ্তাহিক রোলিং ব্লকের কারণে ট্রেন চলাচল থাকবে নিয়ন্ত্রণে। জেনে নিন ঠিক কোন কোন ট্রেন করা হয়েছে বাতিল, কোন ট্রেনের করা হয়েছে যাত্রাপথ সংক্ষিপ্ত। কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করাও হয়েছে আবার লেট থাকবে কিছু ট্রেন।
প্রথমত বাতিলের তালিকায় 08680/08679 (আদ্রা-মেদিনাপুর-আদ্রা) মেমু ১৪- মে, ১৭- মে এবং ১৯ মে তারিখের বাতিল থাকবে বলেই খবর রেল সূত্রে। গুরুত্বপূর্ণ এই ট্রেন সংশ্লিষ্ঠ তিন দিন চলাচল করবে না। 08647/08648 (আদ্রা-বরাভূম-আদ্রা) শুধুমাত্র ১৪- মে, ১৬ মে এবং ১৯ মে-এ পুরুলিয়া থেকে সংক্ষিপ্ত করা হয়েছে৷
প্রথমত বাতিলের তালিকায় 08680/08679 (আদ্রা-মেদিনাপুর-আদ্রা) মেমু ১৪- মে, ১৭- মে এবং ১৯ মে তারিখের বাতিল থাকবে বলেই খবর রেল সূত্রে। গুরুত্বপূর্ণ এই ট্রেন সংশ্লিষ্ঠ তিন দিন চলাচল করবে না। 08647/08648 (আদ্রা-বরাভূম-আদ্রা) শুধুমাত্র ১৪- মে, ১৬ মে এবং ১৯ মে-এ পুরুলিয়া থেকে সংক্ষিপ্ত করা হয়েছে৷
এই দিনগুলি সংশ্লিষ্ঠ ট্রেনগুলির পরিষেবা পুরুলিয়া-বরাভূম-পুরুলিয়ার মধ্যে বাতিল থাকবে। 03594/03593 (আসানসোল-পুরুলিয়া) মেমু শুধুমাত্র ১৪ মে এবং ১৬ মে তারিখে আদ্রা পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে, সংশ্লিষ্ঠ ট্রেনের পরিষেবা আদ্রা-পুরুলিয়ার মধ্যে বাতিল থাকবে।
এই দিনগুলি সংশ্লিষ্ঠ ট্রেনগুলির পরিষেবা পুরুলিয়া-বরাভূম-পুরুলিয়ার মধ্যে বাতিল থাকবে। 03594/03593 (আসানসোল-পুরুলিয়া) মেমু শুধুমাত্র ১৪ মে এবং ১৬ মে তারিখে আদ্রা পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে, সংশ্লিষ্ঠ ট্রেনের পরিষেবা আদ্রা-পুরুলিয়ার মধ্যে বাতিল থাকবে।
18601 (টাটা-হাতিয়া) এক্সপ্রেস ১৭ মে তারিখে চান্দিল-পুরুলিয়া-কোটশিলা-মুড়ির পরিবর্তে চান্দিল-গুন্ডা বিহার-মুড়ি হয়ে চলবে৷
18601 (টাটা-হাতিয়া) এক্সপ্রেস ১৭ মে তারিখে চান্দিল-পুরুলিয়া-কোটশিলা-মুড়ির পরিবর্তে চান্দিল-গুন্ডা বিহার-মুড়ি হয়ে চলবে৷
18184 (বক্সার-টাটা) এক্সপ্রেস ১৪ মে, ১৬ মে এবং ১৯ মে তারিখে নিয়মিত সময়ের চেয়ে ৪৫ মিনিট লেট হতে পারে বলেই জানানো হয়েছে রেলের তরফে। যদিও এর সঙ্গে বাঁকুড়া কিংবা বিষ্ণুপুরের যোগাযোগ নেই। Input- Nilanjan Banerjee 
18184 (বক্সার-টাটা) এক্সপ্রেস ১৪ মে, ১৬ মে এবং ১৯ মে তারিখে নিয়মিত সময়ের চেয়ে ৪৫ মিনিট লেট হতে পারে বলেই জানানো হয়েছে রেলের তরফে। যদিও এর সঙ্গে বাঁকুড়া কিংবা বিষ্ণুপুরের যোগাযোগ নেই। Input- Nilanjan Banerjee