Tag Archives: Train cancel

Indian Railway: রাজধানী-সহ উত্তর পূর্ব ভারতের একাধিক ট্রেনের যাত্রাপথে বদল! জেনে নিন বিস্তারিত 

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নিউ বঙাইগাঁও-রঙিয়া-কামাখ্যা সেকশনে ট্রেন পরিচালনার দক্ষতা উন্নয়ন ও যানযট হ্রাস করতে সংশ্লিষ্ট সেকশনটির ডাবলিং-সহ বিভিন্ন ক্ষমতা বৃদ্ধির কাজ গ্রহণ করা হয়েছে। এর সঙ্গে সম্পর্কযুক্ত, রঙিয়া ডিভিশনের অন্তর্গত বরপেটা রোড ও সরভোগ রেলওয়ে স্টেশনের মধ্যে ডাবল লাইন চালু করার জন্য ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রি নন-ইন্টারলকিং কাজ এবং ২ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত নন-ইন্টারলকিং কাজ সম্পাদন করা হবে।

নন-ইন্টারলকিং কাজের জন্য নীচের বিবরণ অনুযায়ী ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হবেঃ​

আরও পড়ুন: বাড়িতে টিকটিকির ডিম দেখা কীসের সঙ্কেত? ফেলে দেওয়া উচিত শুভ নাকি অশুভ? জানালেন জ‍্যোতিষী

ট্রেন পরিষেবার বাতিলকরণ:

➢ ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৬৯/১৫৭৭০ (আলিপুরদুয়ার জং.-মরিয়নি-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেসের চলাচল বাতিল থাকবে।

➢ ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭৫৩/১৫৭৫৪ (আলিপুরদুয়ার জং.-গুয়াহাটি-আলিপুরদুয়ার জং.) শিফুং এক্সপ্রেসের চলাচল বাতিল থাকবে।

➢ ১ সেপ্টেম্বর থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮০৯(নিউ বঙাইগাঁও-গুয়াহাটি) প্যাসেঞ্জারের চলাচল বাতিল থাকবে।

➢ ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৮১০(গুয়াহাটি-নিউ বঙাইগাঁও) প্যাসেঞ্জারের চলাচল বাতিল থাকবে।

আরও পড়ুন: ‘শিবাজি মহারাজের পায়ে মাথা রেখে ক্ষমা চাইছি’, মূর্তি ভেঙে পড়ার ঘটনায় মর্মাহত মোদি

ট্রেনের পথ পরিবর্তন:

➢ ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৬ (আনন্দ বিহার-কামাখ্যা) নর্থইস্ট এক্সপ্রেসটি নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে। একইভাবে, ৩১ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৫ (কামাখ্যা-আনন্দ বিহার) নর্থইস্ট এক্সপ্রেসটি কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।

➢ ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫৭ (দিল্লি-কামাখ্যা) ব্রহ্মপুত্র মেল নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।

➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬২৫ (দেওঘর-আগরতলা) এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।

➢ ১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়) এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।

আরও পড়ুন: আচমকাই বন দফতরের বিশেষ অভিযান এক বাড়িতে! যা উদ্ধার হল, চমকে গেলেন এলাকার মানুষ

➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।

➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৪২৪/১২৪২৩ (নিউ দিল্লি-ডিব্রুগড়-নিউ দিল্লি) রাজধানী এক্সপ্রেস যথাক্রমে নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা এবং কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।

➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩১ (বাড়মের-গুয়াহাটি)এক্সপ্রেস নিউ বঙাইগাঁও-গোয়ালপাড়া টাউন-কামাখ্যা হয়ে পথ পরিবর্তন করবে।

➢ ৩১ আগস্ট, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩৪ (গুয়াহাটি-বার্মার)এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।

আরও পড়ুন: স্থান বদল হবে বৃহস্পতির! সুখ সমৃদ্ধির সাগরে ৫ রাশি, টাকা পয়সা উপচে পড়বে

➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০১ (আগরতলা-আনন্দ বিহার) তেজস এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।

➢ ৩ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫১০ (গুয়াহাটি-এসএমভিটি বাঙ্গালুরু) এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।

➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৬০ (ডিব্রুগড়-হাওড়া)এক্সপ্রেস কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙাইগাঁও হয়ে পথ পরিবর্তন করবে।

আরও পড়ুন: মাঝ আকাশে হঠাৎ ইঞ্জিন বিকল, প্রায় ১৫০ যাত্রী নিয়ে বিপদে বিমান! কলকাতায় জরুরি অবতরণ

ট্রেনের সময় পুনর্নির্ধারণ:

➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯৬১ (হাওড়া-ডিব্রুগড়)কামরূপ এক্সপ্রেসটির হাওড়া থেকে রওনা দেওয়ার সময় থেকে ছয় (০৬)ঘণ্টার মধ্যে পুনর্নির্ধারণ করা হয়েছে।

➢ ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২০৫০৫ (ডিব্রুগড়-নিউ দিল্লি)রাজধানী এক্সপ্রেসটির ডিব্রুগড় স্টেশন থেকে রওনা দেওয়ার সময় থেকে তিন (০৩)ঘণ্টার মধ্যে পুনর্নির্ধারণ করা হয়েছে।

Local Train Cancel: সাতসকালে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল

হাওড়া: সপ্তাহের প্রথম দিনেই ট্রেনে যাত্রী ভোগান্তি হাওড়ায়, দক্ষিন-পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ওভার হেড তার ছিঁড়ে বিপত্তি। আপাতত বন্ধ রয়েছে হাওড়া আমতা লাইনের ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম দিনে সকালে এই সমস্যার জেরে আটকে পরে দিনের প্রথম ট্রেন। ফলে নাজেহাল বহু যাত্রী।

সোমবার সকাল ছ’টা নাগাদ সমস্যা শুরু হয়। এই সমস্যার জেরে কয়েক ঘণ্টা কেটে গেলেও সমাধান হয়নি। রেলের তরফ থেকে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ যাত্রীদের। এই ঘটনা পরিচর্যার অভাব বলেই মনে করছেন যাত্রীরা।

আরও পড়ুনঃ ছোট ছোট উপসর্গই জানায় শরীরে বাসা বাঁধছে মারণ ক্যানসার, কোনগুলি ভুলেও অবহেলা করবেন না? জানা দরকার

অন্যদিকে, হাওড়া-আমতা শাখায় নানা সমস্যা রয়েছে বলে অভিযোগ যাত্রীদের। তাঁরা আরও অভিযোগ করেন, প্রতিনিয়ত ট্রেন লেট থাকার কারণে সমস্যার মধ্যে পরতে হয় যাত্রীদের। তার উপর সপ্তাহ শুরু কাজের প্রথম দিন সকালে এমন ঘটনা। সমস্যায় কর্মসংস্থামুখী মানুষ ব্যবসায়িক চাকরিজীবী। ফলে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও সমস্যার সম্মুখীন। রেল সূত্রে জানা গিয়েছে, দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে।

রাকেশ মাইতি

Train Cancellation News: এই শাখায় বাতিল একাধিক ট্রেন, চরম অসুবিধায় যাত্রীরা, জেনে নিন বাতিল ট্রেনের পুরো লিস্ট

: দক্ষিন পূর্ব রেলওয়ের আদ্রা বিভাগে (ইঞ্জিনিয়ারিং, ট্র্যাকশন এবং সিগন্যাল) বন্ধ থাকবে একাধিক ট্রেন। যার জেরে কিছুটা প্রভাবিত হবে বাঁকুড়ায় ট্রেন চলাচল। ১৩ মে সোমবার থেকে ১৯ মে রবিবার পর্যন্ত সাপ্তাহিক রোলিং ব্লকের কারণে ট্রেন চলাচল থাকবে নিয়ন্ত্রণে। জেনে নিন ঠিক কোন কোন ট্রেন করা হয়েছে বাতিল, কোন ট্রেনের করা হয়েছে যাত্রাপথ সংক্ষিপ্ত। কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করাও হয়েছে আবার লেট থাকবে কিছু ট্রেন।
: দক্ষিন পূর্ব রেলওয়ের আদ্রা বিভাগে (ইঞ্জিনিয়ারিং, ট্র্যাকশন এবং সিগন্যাল) বন্ধ থাকবে একাধিক ট্রেন। যার জেরে কিছুটা প্রভাবিত হবে বাঁকুড়ায় ট্রেন চলাচল। ১৩ মে সোমবার থেকে ১৯ মে রবিবার পর্যন্ত সাপ্তাহিক রোলিং ব্লকের কারণে ট্রেন চলাচল থাকবে নিয়ন্ত্রণে। জেনে নিন ঠিক কোন কোন ট্রেন করা হয়েছে বাতিল, কোন ট্রেনের করা হয়েছে যাত্রাপথ সংক্ষিপ্ত। কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করাও হয়েছে আবার লেট থাকবে কিছু ট্রেন।
প্রথমত বাতিলের তালিকায় 08680/08679 (আদ্রা-মেদিনাপুর-আদ্রা) মেমু ১৪- মে, ১৭- মে এবং ১৯ মে তারিখের বাতিল থাকবে বলেই খবর রেল সূত্রে। গুরুত্বপূর্ণ এই ট্রেন সংশ্লিষ্ঠ তিন দিন চলাচল করবে না। 08647/08648 (আদ্রা-বরাভূম-আদ্রা) শুধুমাত্র ১৪- মে, ১৬ মে এবং ১৯ মে-এ পুরুলিয়া থেকে সংক্ষিপ্ত করা হয়েছে৷
প্রথমত বাতিলের তালিকায় 08680/08679 (আদ্রা-মেদিনাপুর-আদ্রা) মেমু ১৪- মে, ১৭- মে এবং ১৯ মে তারিখের বাতিল থাকবে বলেই খবর রেল সূত্রে। গুরুত্বপূর্ণ এই ট্রেন সংশ্লিষ্ঠ তিন দিন চলাচল করবে না। 08647/08648 (আদ্রা-বরাভূম-আদ্রা) শুধুমাত্র ১৪- মে, ১৬ মে এবং ১৯ মে-এ পুরুলিয়া থেকে সংক্ষিপ্ত করা হয়েছে৷
এই দিনগুলি সংশ্লিষ্ঠ ট্রেনগুলির পরিষেবা পুরুলিয়া-বরাভূম-পুরুলিয়ার মধ্যে বাতিল থাকবে। 03594/03593 (আসানসোল-পুরুলিয়া) মেমু শুধুমাত্র ১৪ মে এবং ১৬ মে তারিখে আদ্রা পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে, সংশ্লিষ্ঠ ট্রেনের পরিষেবা আদ্রা-পুরুলিয়ার মধ্যে বাতিল থাকবে।
এই দিনগুলি সংশ্লিষ্ঠ ট্রেনগুলির পরিষেবা পুরুলিয়া-বরাভূম-পুরুলিয়ার মধ্যে বাতিল থাকবে। 03594/03593 (আসানসোল-পুরুলিয়া) মেমু শুধুমাত্র ১৪ মে এবং ১৬ মে তারিখে আদ্রা পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে, সংশ্লিষ্ঠ ট্রেনের পরিষেবা আদ্রা-পুরুলিয়ার মধ্যে বাতিল থাকবে।
18601 (টাটা-হাতিয়া) এক্সপ্রেস ১৭ মে তারিখে চান্দিল-পুরুলিয়া-কোটশিলা-মুড়ির পরিবর্তে চান্দিল-গুন্ডা বিহার-মুড়ি হয়ে চলবে৷
18601 (টাটা-হাতিয়া) এক্সপ্রেস ১৭ মে তারিখে চান্দিল-পুরুলিয়া-কোটশিলা-মুড়ির পরিবর্তে চান্দিল-গুন্ডা বিহার-মুড়ি হয়ে চলবে৷
18184 (বক্সার-টাটা) এক্সপ্রেস ১৪ মে, ১৬ মে এবং ১৯ মে তারিখে নিয়মিত সময়ের চেয়ে ৪৫ মিনিট লেট হতে পারে বলেই জানানো হয়েছে রেলের তরফে। যদিও এর সঙ্গে বাঁকুড়া কিংবা বিষ্ণুপুরের যোগাযোগ নেই। Input- Nilanjan Banerjee 
18184 (বক্সার-টাটা) এক্সপ্রেস ১৪ মে, ১৬ মে এবং ১৯ মে তারিখে নিয়মিত সময়ের চেয়ে ৪৫ মিনিট লেট হতে পারে বলেই জানানো হয়েছে রেলের তরফে। যদিও এর সঙ্গে বাঁকুড়া কিংবা বিষ্ণুপুরের যোগাযোগ নেই। Input- Nilanjan Banerjee