Baba Vanga About World Ending: কত সালে ধ্বংস হবে পৃথিবী! ভবিষ্যৎ মিলিয়ে দেওয়া বাবা ভাঙ্গা বলেছিলেন এই সালের কথা

বারবার তিনি মিলিয়ে দিয়েছেন ভবিষ্যৎবানী৷ সেই কারণেই তিনি সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয়৷ কখনও কোভিডের কথা, কখনও আবার রাশিয়া-উইক্রেন যুদ্ধের কথা মিলিয়ে দিয়েছিলেন৷ সেই বাবা ভাঙ্গা বলেছিলেন শেষের সেই দিনগুলোর কথাও৷
বারবার তিনি মিলিয়ে দিয়েছেন ভবিষ্যৎবানী৷ সেই কারণেই তিনি সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয়৷ কখনও কোভিডের কথা, কখনও আবার রাশিয়া-উইক্রেন যুদ্ধের কথা মিলিয়ে দিয়েছিলেন৷ সেই বাবা ভাঙ্গা বলেছিলেন শেষের সেই দিনগুলোর কথাও৷
২০২৪ সাল প্রসঙ্গে একাধিক কথা তিনি বলেছিলেন৷ তার মধ্যে আর্থিক মন্দার প্রসঙ্গ কিছু ক্ষেত্রে মিলে গিয়েছে৷ বিশ্বজোড়া আর্থিক সঙ্কটের কথা অনেকেই স্বীকার করেছেন৷ এই বছর জুড়ে সেটির প্রভাব থাকবে বলেই মনে করেছেন অনেকে৷
২০২৪ সাল প্রসঙ্গে একাধিক কথা তিনি বলেছিলেন৷ তার মধ্যে আর্থিক মন্দার প্রসঙ্গ কিছু ক্ষেত্রে মিলে গিয়েছে৷ বিশ্বজোড়া আর্থিক সঙ্কটের কথা অনেকেই স্বীকার করেছেন৷ এই বছর জুড়ে সেটির প্রভাব থাকবে বলেই মনে করেছেন অনেকে৷
এ ছাড়াও তিনি বলেছিলেন, প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গও৷ তীব্র তাপমাত্রা, কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টিতে বিপদ হবে৷ সারা পৃথিবীতে উষ্ণতার বৃদ্ধি সেই দিকেই ইঙ্গিত করছে৷ এ ছাড়াও দুবাইয়ে ভয়ানক বৃষ্টি এ বার দেখা দিয়েছে৷
এ ছাড়াও তিনি বলেছিলেন, প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গও৷ তীব্র তাপমাত্রা, কোথাও কোথাও মেঘ ভাঙা বৃষ্টিতে বিপদ হবে৷ সারা পৃথিবীতে উষ্ণতার বৃদ্ধি সেই দিকেই ইঙ্গিত করছে৷ এ ছাড়াও দুবাইয়ে ভয়ানক বৃষ্টি এ বার দেখা দিয়েছে৷
এ ছাড়াও দীর্ঘমেয়াদী বেশ কয়েকটি ভবিষ্যৎবানী বাবা ভাঙ্গা করেছিলেন৷ তার মধ্যে তিনি বলেছিলেন দুর্ভিক্ষের কথা৷ তিনি বলেছিলেন ২০২৫ সাল থেকে ২০২৮ সালের মধ্যে আরও পৃথিবীতে এই খাবারের অভাব দেখা দেবে৷
এ ছাড়াও দীর্ঘমেয়াদী বেশ কয়েকটি ভবিষ্যৎবানী বাবা ভাঙ্গা করেছিলেন৷ তার মধ্যে তিনি বলেছিলেন দুর্ভিক্ষের কথা৷ তিনি বলেছিলেন ২০২৫ সাল থেকে ২০২৮ সালের মধ্যে আরও পৃথিবীতে এই খাবারের অভাব দেখা দেবে৷
তিনি আরও বলেছিলেন, সারা পৃথিবীতে কমিউনিজম বা বামপন্থার ফেরার সম্ভাবনা রয়েছে৷ আগামী ২০৭৬ সালের মধ্যে সেটি ফিরবে৷ আর মাত্র একশো বছরের মধ্যে, অর্থাৎ ২৩০৪ সালে পৃথিবীর মানুষ টাইম ট্রাভেল করতে পারবেন৷
তিনি আরও বলেছিলেন, সারা পৃথিবীতে কমিউনিজম বা বামপন্থার ফেরার সম্ভাবনা রয়েছে৷ আগামী ২০৭৬ সালের মধ্যে সেটি ফিরবে৷ আর মাত্র একশো বছরের মধ্যে, অর্থাৎ ২৩০৪ সালে পৃথিবীর মানুষ টাইম ট্রাভেল করতে পারবেন৷
তবে এখানেই শেষ নয়, শেষে তিনি বলে দিয়ে গিয়েছিলেন পৃথিবী শেষের কথাও৷ তিনি বলেছিলেন আগামী ৫০৭৯ সাল, অর্থাৎ আরও তিন হাজারের বেশি বছর পরে এই পৃথিবী শেষ হয়ে যাবে৷ তখন আর পার্থিব সভ্যতা বলে কিছু থাকবে না৷
তবে এখানেই শেষ নয়, শেষে তিনি বলে দিয়ে গিয়েছিলেন পৃথিবী শেষের কথাও৷ তিনি বলেছিলেন আগামী ৫০৭৯ সাল, অর্থাৎ আরও তিন হাজারের বেশি বছর পরে এই পৃথিবী শেষ হয়ে যাবে৷ তখন আর পার্থিব সভ্যতা বলে কিছু থাকবে না৷