Gold Jewellery: আপনি যে গয়না পরে আছেন তা আসল তো ? বাড়িতে বসেই জেনে নিন

বৈশাখ মাস মানেই বিয়ের মরশুম। আর এই বিয়ের মরশুমে হবু বর কনে হোক কিংবা আত্মীয়-স্বজন সকলের সোনা কেনার একটা হিড়িক থাকে। অনুষ্ঠানে উপহারে সকলের একমাত্র পছন্দ সোনার গয়না। তাবে এত দামি ধাতু কিনছেন উপহারের জন্য সেটা নকল নাকি তা অবশ্যই পরখ করে নেওয়া উচিত। কিন্তু কিভাবে চিনবেন আপনার সোনা খাঁটি হলমার্ক ?
বৈশাখ মাস মানেই বিয়ের মরশুম। আর এই বিয়ের মরশুমে হবু বর কনে হোক কিংবা আত্মীয়-স্বজন সকলের সোনা কেনার একটা হিড়িক থাকে। অনুষ্ঠানে উপহারে সকলের একমাত্র পছন্দ সোনার গয়না। তাবে এত দামি ধাতু কিনছেন উপহারের জন্য সেটা নকল নাকি তা অবশ্যই পরখ করে নেওয়া উচিত। কিন্তু কিভাবে চিনবেন আপনার সোনা খাঁটি হলমার্ক ?
সোনা প্রধানত ক্যারেট এ মাপা হয়। সোনা ১০k, ১৪k,১৮k,২২k,২৪k হতে পারে। সকলেই খালি চোখে আসল সোনা চিনতে পারেন না। যদিও কষ্টিপাথরের সোনা ঘষে সোনার সত্যতা যাচাই করেন স্বর্ণকারেরা। কিন্তু গাহক বা সাধারণ মানুষ কিভাবে যাচাই করবে একটি সোনার সত্যতা?হলমার্ক সোনা চেনারই বা কি উপায় রয়েছে জানেন ?
সোনা প্রধানত ক্যারেট এ মাপা হয়। সোনা ১০k, ১৪k,১৮k,২২k,২৪k হতে পারে। সকলেই খালি চোখে আসল সোনা চিনতে পারেন না। যদিও কষ্টিপাথরের সোনা ঘষে সোনার সত্যতা যাচাই করেন স্বর্ণকারেরা। কিন্তু গাহক বা সাধারণ মানুষ কিভাবে যাচাই করবে একটি সোনার সত্যতা?হলমার্ক সোনা চেনারই বা কি উপায় রয়েছে জানেন ?
এ ব্যাপারে স্বর্ণ বিক্রেতা অমিত সাহা ,জানান সোনা খাঁটি কিনা তা চেনার সবচেয়ে সহজ উপায় হল হলমার্কিং । হলমার্কিং এর সাহায্যে আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে পারেন। সোনা কেনার সময় তাই অবশ্যই হলমার্ক বি আই এস এর একটি ত্রিভুজাকার চিহ্ন থাকে যার সঙ্গে সোনার বিশুদ্ধ তাও লেখা থাকে।
এ ব্যাপারে স্বর্ণ বিক্রেতা অমিত সাহা ,জানান সোনা খাঁটি কিনা তা চেনার সবচেয়ে সহজ উপায় হল হলমার্কিং । হলমার্কিং এর সাহায্যে আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে পারেন। সোনা কেনার সময় তাই অবশ্যই হলমার্ক বি আই এস এর একটি ত্রিভুজাকার চিহ্ন থাকে যার সঙ্গে সোনার বিশুদ্ধ তাও লেখা থাকে।
সোনার পণ্য এবং গহনাগুলোকে ৬ সংখ্যার হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দিয়ে মার্ক করা হয়। একটি ৬ সংখ্যার HUID প্রতিটা সোনার জুয়েলার্সে থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে আপনি একজন গ্রাহক হিসেবে হলমার্ক যাচাই করার জন্যBIS কেয়ার অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করতে পারেন। যদি নাম্বারটি আসল হয় তবে এটি অ্যাপ দ্বারা প্রতিফলিত হবে।
সোনার পণ্য এবং গহনাগুলোকে ৬ সংখ্যার হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দিয়ে মার্ক করা হয়। একটি ৬ সংখ্যার HUID প্রতিটা সোনার জুয়েলার্সে থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে আপনি একজন গ্রাহক হিসেবে হলমার্ক যাচাই করার জন্যBIS কেয়ার অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করতে পারেন। যদি নাম্বারটি আসল হয় তবে এটি অ্যাপ দ্বারা প্রতিফলিত হবে।
এই অ্যাপটি আপনি আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই BIS কেয়ার অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমেই আপনি সোনার গুণগতমান সোনার কোয়ালিটি ও হলমার্ক রয়েছে কিনা সে বিষয়ে জানতে পারবেন।
এই অ্যাপটি আপনি আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই BIS কেয়ার অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমেই আপনি সোনার গুণগতমান সোনার কোয়ালিটি ও হলমার্ক রয়েছে কিনা সে বিষয়ে জানতে পারবেন।
এছাড়া আপনি যে সোনা কিনেছেন সেই সোনা যদি মনে হয় আপনার বিশুদ্ধ নয় তবে সেখানে আপনি কমপ্লেনও করতে পারেন। তাই আপনার গয়না হলমার্ক কিনা এবার এই অ্যাপটি ডাউনলোড করে বাড়িতে বসে জানতে পারবেন।
এছাড়া আপনি যে সোনা কিনেছেন সেই সোনা যদি মনে হয় আপনার বিশুদ্ধ নয় তবে সেখানে আপনি কমপ্লেনও করতে পারেন। তাই আপনার গয়না হলমার্ক কিনা এবার এই অ্যাপটি ডাউনলোড করে বাড়িতে বসে জানতে পারবেন।