খেলা ভারতের পরবর্তী কোচ কে? এগিয়ে ‘এই’ কিংবদন্তি ক্রিকেটার! লক্ষ্ণণ, শেহওয়াগ বাদ! Gallery May 15, 2024 Bangla Digital Desk রাহুল দ্রাবিড়ের পর কে হবেন ভারতীয় দলের কোচ! এই নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনার শেষ নেই। দ্রাবিড়ের উত্তরসূরী হিসেবে বেশ কয়েকজনের নাম ভেসে আসছে। শোনা যাচ্ছিল, রাহুল দ্রাবিড়কে টেস্ট দলের কোচ থাকার জন্য অনুরোধ করেছিল বিসিসিআই। তবে তিনি একেবারেই আর এই দায়িত্ব নিতে চাইছেন না। শোনা যাচ্ছিল, এনসিএ কোচ ভিভিএস লক্ষ্ণণ ভারতের পরবর্তী কোচের দৌড়ে সবার আগে রয়েছেন। দৌড়ে রয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগও। রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোচ হিসেবে কাজ করতে চাইলে দ্রাবিড়কেও নতুন করে আবেদন করতে হবে। সে কথা জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতীয় দলের কোচ হিসেবে যা চাপ, সেটা তিনি আর নিতে চান না। পরিবারকে সময় দিতে চান। এরই মধ্যে জানা যাচ্ছে, স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা বলেছে বিসিসিআই। তবে ফ্লেমিং এখন আইপিএলের দল সিএসকের সঙ্গে যুক্ত। এর আগে বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারস, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে জোহানেসবার্গ সুপার কিংস, আমেরিকার মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংস, ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে সাদার্ন ব্রেভের মতো দলগুলির কোচ ছিলেন ফ্লেমিং। সিএসকের কোচ হিসেবে তিনি কাজ করছেন ২০০৯ সাল থেকে। এটাও জানা যাচ্ছে, ফ্লেমিংকে এখনই ছাড়তে চাইছে না চেন্নাই সুপার কিংস।