Tag Archives: Rahul Dravid

রাহুল শরদ দ্রাবিড়: জীবন, পুরস্কার, কেরিয়ার এক ঝলকে

পুরো নাম

রাহুল শরদ দ্রাবিড়

জন্ম

১১ জানুয়ারি, ১৯৭৩

উচ্চতা

৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)

জাতীয়তা

ভারতীয়

ক্রীড়াবিদ

প্রাক্তন ভারতীয় অধিনায়ক, ডানহাতি ব্যাটসম্যান, ডানহাতি অফ-স্পিন, উইকেট-রক্ষক, জাতীয় দলের কোচ

পরিবার

বাবা: শরদ দ্রাবিড়

মা:  পুষ্পা দ্রাবিড়

স্ত্রী: বিজেতা পেনধারকর

কেরিয়ারের সূচনা

তিনি অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলে কর্নাটক রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। এরপরই তিনি রঞ্জি ট্রফি দলে জায়গা করে নেন। ১৯৯১-৯২ মৌসুমে কর্নাটকের হয়ে রঞ্জিতে অভিষেক করেন। দুর্দান্ত প্রথম সিজনে তিনি ৬৩.৩ গড় রেটে মোট ৩৮০ রান করেছিলেন। এর মধ্যে কয়েক শতাধিক রানও রয়েছে। এরপর তিনি দলীপ ট্রফিতে দক্ষিণাঞ্চলের হয়ে খেলার জন্য নির্বাচিত হন।

খেলার প্রেক্ষাপট

রাহুল দ্রাবিড় ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। ‘দ্য ওয়াল’, ‘জ্যামি’ এবং ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে পরিচিত রাহুলের জন্ম ১১ জানুয়ারি, ১৯৭৩ সালে ইন্দোরে।

পরবর্তীতে তিনি বেঙ্গালুরুতে চলে আসেন। লেখাপড়ায় তিনি বরাবরই বেশ ভাল। তাঁর বাবা ছিলেন ক্রিকেটের ভক্ত। রাহুল ও তাঁর ছোট ভাইকে নিয়ে নিয়মিত ক্রিকেট ম্যাচ দেখতে যেতেন। সেখানেই রাহুলের ক্রিকেটের প্রতি ভালো লাগা তৈরি হয়। রাহুল ১২ বছর বয়স থেকে পেশাদার ক্রিকেট খেলা শুরু করেন।

অভিষেক

রাহুল তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে এক দিবসীয় সিরিজে। কয়েক মাস পরে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়। অভিষেক ইনিংসে তিনি ৯৫ রান করেন।

উত্থান

একদিনের আন্তর্জাতিক ম্যাচে রাহুলকে ‘স্লো মোশন ব্যাটসম্যান’ বলে আখ্যা দেওয়া হয়। আর এই কারণেই একদিনের দলে জায়গা পেতে তাঁকে অনেক লড়াই করতে হয়েছিল। কিন্তু অচিরেই এই সমালোচনা কাটিয়ে উঠে তিনি একদিনের ক্রিকেটে উন্নতি করেছিলেন। ভারতীয় জাতীয় দলে তাঁর জায়গা পাকা হয়ে যায়। অভিষেকের তিন বছর পর ১৯৯৯ বিশ্বকাপে তিনি শীর্ষ ফর্মে ছিলেন। ৪৬১ রান করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন।

ব্যাটিং ছাড়াও, তিনি ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘদিন উইকেট রক্ষক হিসেবে খেলেছেব। ৭১টি ক্যাচ ও ১৩টি স্টাম্পিং-সহ উইকেটরক্ষক হিসেবে তিনি ৮৪ জন ব্যাটারকে প্যাভিলিওয়নে ফেরত পাঠিয়েছেন। অন্যদিকে টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি সংখ্যক ক্যাচ (২১০) লোফার বিশ্ব রেকর্ড রয়েছে তাঁর, তাও উইকেট রক্ষণ ব্যতিরেকে।

তার একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি ৩৪৪ ম্যাচে ৩৯.১৭ গড় রান করেছেন। মোট ১০,৮৮৯ রান রয়েছে তাঁর সংগ্রহে। এর মধ্যে রয়েছে ১২টি শতক এবং ৮৩টি অর্ধশতক। ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

১৬৪ টেস্টে তিনি ৫২.৩১ গড় তাঁর। সংগৃহীত রান ১৩২৮৮। তিনি তাঁর টেস্ট কেরিয়ারে ৩৬টি শতক এবং ৬৩টি অর্ধশতক করেছেন। এ ছাড়াও তিনি টেস্টে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

রাহুলকে ভারতীয় জাতীয় দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়। তাঁর অধীনে ভারত-১৯ দল ২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ২০১৬ এডিশনে রানার্স আপ হয়। ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার এবং সঞ্জু স্যামসন তাঁরই অসাধারণ আবিষ্কার।

২০১৭ সালে আইপিএল ফ্র্যাঞ্চাইজি, দিল্লি ডেয়ারডেভিলসের পরামর্শদাতা হিসাবেও কাজ করেছেন। ভারত-সহ বিশ্ব ক্রিকেট ইতিহাসে সর্বকালে তাঁর উজ্জ্বল উপস্থিতি।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর রাহুল দ্রাবিড়ের আগুনে বক্তব্য, ঝড় তুলল নেট দুনিয়ায়

ধরমশালা: ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের পর ড্রেসিং রুমে দলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোচ রাহুল দ্রাবিড়। দলের খেলায় দুর্দান্ত খুশি হয়ে খেলোয়াড়দের যে ভাবে প্রশংসা করেছেন দ্রাবিড় তা ইতিমধ্যেই ভাইরাল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর, রোহিত শর্মা অ্যান্ড কোং টানা চারটি ম্যাচ জিতে ইংল্যান্ডের থেকে টেস্ট সিরিজ ছিনিয়ে নিয়ে যায়। ভারত যখন ঘরের মাঠে টেস্টে তাদের অপরাজয়ের ধারাকে বজায় রেখেছে, তখনই বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককালাম টেস্ট দলের অধিনায়ক ও কোচের দায়িত্ব নেওয়ার পর এটি ইংল্যান্ডের প্রথম সিরিজ পরাজয়। এরই মধ্যে ৪-১ সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে দ্রাবিড়ের বক্তৃতা ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘টেস্ট ক্রিকেট কঠিন এবং সফল হওয়ার জন্য একে অপরের প্রয়োজন।’

ড্রেসিংরুমে দলকে সম্বোধন করে, দ্রাবিড় টেস্ট ক্রিকেটের কঠিন বিশ্বে বিজয়ী হওয়ার জন্য একসঙ্গে থাকার এবং একটি ইউনিট হিসাবে কাজ করার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। দ্রাবিড় বলেন যে, “এই ধরনের সিরিজে লড়াই করতে হবে এবং এটা কঠিন। টেস্ট ক্রিকেট অনেক সময়েই কঠিন। নিজেদের দক্ষতার পরিপ্রেক্ষিতে এটি খুবই কঠিন। এটি শারীরিকভাবে কঠিন, যেমন সবাই দেখেছেন, এটি মানসিকভাবেও কঠিন। কিন্তু, এটা দিনের শেষে দারুণ তৃপ্তি। একটা হারের পর থেকে চারটা জিতে, এভাবে একটা টেস্ট সিরিজ জিততে পারার তৃপ্তিই আলাদা। আমি মনে করি এটা অভূতপূর্ব।”

বিরাট কোহলি, মহম্মদ শামির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের এই টেস্ট সিরিজে মিস করেছে ভারত। অন্য দিকে, কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের মতো খেলোয়াড়রা ইনজুরির কারণে বাদ পড়েছেন। তবে সিরিজে কিছু তরুণ নায়ক খুঁজে পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। হোম সাইডে পাঁচজন খেলোয়াড় ডেবিউ করেছেন — রজত পৈতিদার, ধ্রুব জুরেল, দেবদত্ত পারিক্কল, সরফরাজ খান এবং আকাশ দীপ। এই টেস্ট সিরিজ থেকে এমন তরুণ প্রতিভাবান খেলোয়াড় উঠে আসায় ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ খুবই খুশি।

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ বলেছেন যে, “আপনাদের অনেক তরুণের জন্য, বিশেষ করে এই গ্রুপে আসা, সফল হওয়ার জন্য আপনাদের একে অপরের প্রয়োজন হবে। আপনি একজন ব্যাটসম্যান বা বোলার বা যেই হন না কেন, আপনার সাফল্য অন্যদের সাফল্যের সঙ্গে জড়িত। আপনারা সবাই একে অপরের সাফল্যে বিনিয়োগ করেছেন এবং এটি এগিয়ে নিয়ে যাওয়া সত্যিই গুরুত্বপূর্ণ। এটি আদতে আপনার সাফল্যের বিষয় নয়, তবে আপনি কীভাবে অন্য লোকেদের সফল হতে সাহায্য করতে পারেন সেই সম্পর্কে বলা, যা আপনাকে সফল হতেও সাহায্য করবে।”

একই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ জানিয়েছেন যে,“সিরিজে এমন কিছু সময় ছিল যখন আমাদের সত্যিই চ্যালেঞ্জ করা হয়েছিল এবং ধাক্কা দেওয়া হয়েছিল, তবে আমরা ফিরে আসার একটি উপায় খুঁজে পেয়েছি। যা আমাদের দক্ষতা, আমাদের যে স্থিতিস্থাপকতা, আমাদের যে চরিত্রটি রয়েছে তারই কথা বলে। এই সিরিজে অনেক ক্ষেত্রেই খেলাগুলো যে কোনও দিকেই যেতে পারত। কিন্তু, আমরা সবসময় এই ড্রেসিংরুমে এমন লোকদের খুঁজে পেয়েছি যাঁরা এগিয়ে গিয়ে খেলাকে আমাদের দিকে ঘুরিয়ে দিয়েছেন এবং এটি দুর্দান্ত ছিল।”

দ্রাবিড় আরও বলেছেন যে দলটি সুবিধাজনক অবস্থানগুলির সর্বাধিক লাভ করার লক্ষ্যেও ভাল ফল করেছে। “সুতরাং, আপনাকে যখন লড়াই করতে হবে তখনই তা গেম জিততে সাহায্য করবে, যা আমরা সত্যিই করেছি। আপনি যখন এগিয়ে থাকবেন তখন আপনাকে গেমগুলিও জিততে হবে এবং আপনি কোনও পরিস্থিতিতেই প্রতিপক্ষকে ফিরে আসতে দেবেন না।”

আরও পড়ুনঃ পাহাড়ে ঘেরা সমুদ্র তীরে পরনে শুধু তোয়ালে! সঙ্গী কে? ভাইরাল শুভমান গিলের ছবি

“প্রাক্তন ভারত অধিনায়ক একটি মানসম্পন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘ, কঠিন সিরিজ থেকে উদীয়মান বিজয়ীদের জন্য দলের প্রশংসা করেছেন। আমরা সিরিজের শুরুতেও এই বিষয়ে কথা বলেছি। আমরা জিতি বা হারি না কেন, এটা আমাদের অনেক কিছু শিখিয়ে দেবে। আপনাকে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হবে। এটি একটি দীর্ঘ সিরিজ, আপনাকে পরীক্ষা করা হবে এবং এটি আমাদের খেলোয়াড় বা দল হিসাবে আমাদের সম্পর্কে অনেক কিছু শেখাতে চলেছে এবং আমাদের অনেক কিছু শিখিয়েছেও। আমরা দুর্দান্ত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে এসেছি এবং আমরা মাঠে ও মাঠের বাইরে উভয় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি”, বলতে ভোলেননি রাহুল।

Virat Kohli: তৃতীয় টেস্টে ফিরবেন কি বিরাট কোহলি? জবাব দিলেন রাহুল দ্রাবিড়

হায়দরাবাদ প্রথম টেস্ট হারের বদলা বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে নিয়েছে ভারতীয় দল। ১০৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া।
হায়দরাবাদ প্রথম টেস্ট হারের বদলা বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে নিয়েছে ভারতীয় দল। ১০৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া।
দ্বিতীয় টেস্ট জয়ের পর যে প্রশ্নটা সবথেকে বেশি উঠছে তা হল তৃতীয় টেস্ট থেকে কি জাতীয় দলে ফিরছেন বিরাট কোহলি? ব্যক্তিগত কারণে প্রথম ২টি ম্যাচ থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট।
দ্বিতীয় টেস্ট জয়ের পর যে প্রশ্নটা সবথেকে বেশি উঠছে তা হল তৃতীয় টেস্ট থেকে কি জাতীয় দলে ফিরছেন বিরাট কোহলি? ব্যক্তিগত কারণে প্রথম ২টি ম্যাচ থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট।
কী কারণে কোহলি প্রথম ২ ম্যাচ খেলেননি তা নিয়ে নানা জল্পনা শোনা যায়। শেষ পর্যন্ত বিরাট কোহলির বন্ধু প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স জানান বিরাট-অনুষ্কা দ্বিতীয়বার বাব-মা হতে চলেছে সেই খবর।
কী কারণে কোহলি প্রথম ২ ম্যাচ খেলেননি তা নিয়ে নানা জল্পনা শোনা যায়। শেষ পর্যন্ত বিরাট কোহলির বন্ধু প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স জানান বিরাট-অনুষ্কা দ্বিতীয়বার বাব-মা হতে চলেছে সেই খবর।
অন্যদিকে, বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট শেষের পর ২-১ দিনের  মধ্যে তৃতীয় টেস্টের দল ঘোষণা করা হবে। সেখানে বিরাট কোহলি ফিরবেন কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই।
অন্যদিকে, বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট শেষের পর ২-১ দিনের মধ্যে তৃতীয় টেস্টের দল ঘোষণা করা হবে। সেখানে বিরাট কোহলি ফিরবেন কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই।
দ্বিতীয় টেস্টের জয়ের পর রাহুল দ্রাবিড়ের কাছে জানতে চাওয়া হয় কোহলি কবে ফিরছেন? সেখানে টিম ইন্ডিয়ার হেড কোচও জানিয়ে দেন তাঁর কাছে এখনও পরিষ্কার কোনও তথ্য নেই।
দ্বিতীয় টেস্টের জয়ের পর রাহুল দ্রাবিড়ের কাছে জানতে চাওয়া হয় কোহলি কবে ফিরছেন? সেখানে টিম ইন্ডিয়ার হেড কোচও জানিয়ে দেন তাঁর কাছে এখনও পরিষ্কার কোনও তথ্য নেই।
রাহুল দ্রাবিড় বলেন, ‘এই প্রশ্নের উত্তর নির্বাচকরাই ভালো দিতে পারবেন। ওদেরই জিজ্ঞেস করা ভালো। খুব তাড়াতাড়িই স্কোয়াড ঘোষণা করবে নির্বাচন কমিটি। বিরাটের সঙ্গে আমরা যোগাযোগ করে দেখব, কী পরিস্থিতি।’
রাহুল দ্রাবিড় বলেন, ‘এই প্রশ্নের উত্তর নির্বাচকরাই ভালো দিতে পারবেন। ওদেরই জিজ্ঞেস করা ভালো। খুব তাড়াতাড়িই স্কোয়াড ঘোষণা করবে নির্বাচন কমিটি। বিরাটের সঙ্গে আমরা যোগাযোগ করে দেখব, কী পরিস্থিতি।’

Cheteshwar Pujara: গাভাসকর-সচিন-দ্রাবিড়দের এলিট ক্লাসে পুজারা, গড়লেন অনন্য রেকর্ড

একটা সময় ভারতীয় টেস্ট দলে তাঁকে পরবর্তী রাহুল দ্রাবিড় বলা হত। বছরের পর বছর একাধিক ম্যাচে দ্য ওয়াল-এর মতই ইনিংসও খেলেছেন তিনি। কিন্তু বর্তমানে তিনি ভারতীয় টেস্ট দলে অনিয়মিত। তবে এখনও হাল ছাড়েননি চেতেশ্বর পুজারা। ঘরোয়া ক্রিকেটে জাতীয় দলে ফেরার লড়াইটা চালিয়ে যাচ্ছেন তিনি। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন পুজারা। একই আসনে বিরাজমান হলেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভল পারফর্ম করে যাচ্ছে চেতেশ্বর পুজারা। রঞ্জি ট্রফিতে নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে ৪৩ ও ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন পুজারা। এই ইনিংসের সৌজন্যে ভারতের চুতুর্থ ব্যাটার হিসেব প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ রানের মাইলস্টোন পার করলেন অভিজ্ঞ ডান হাতি ব্যাটার। নীল গাভাসকর, সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের পর এই নজির গড়লেন চেতেশ্বর পুজারা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬০টি ম্যাচ খেলে চেতেশ্বর পুজারা মোট ২০, ০১৩ রান করেছেন। পুজারার ঝুলিতে রয়েছে ৬১টি সেঞ্চুরি ও ৭৭টি হাফ সেঞ্চুরি। এর সঙ্গে টেস্ট ক্রিকেটে পুজারা ১০৩টি ম্যাচে ৭১৯৫ রান করেছেন। গাভালসর, সচিন, দ্রাবিড়দের এলিট প্যানেলে জায়গা করে নিতে পেরে খুশি পুজারা। তবে ভারতীয় দলে কামব্যাক করা তাঁর প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃ Tribal Ritulas: এই গ্রামে পুরুষরা তাদের মেয়েদের সঙ্গে বিয়ে ও সহবাস করেন, কারণ জানলে অবাক হবেন

এই তালিকায় শীর্ষে রয়েছেন সুনীল গাভাসকর। ৩৪৮টি ম্যাচ খেলে লিটল মাস্টারের ঝুলিতে ২৫,৮৩৪ রান। দ্বিতীয় স্থানে রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ৩১০টি ম্যাচে ২৫,৩৯৬ রান করেছেন ছোটে নবাব। ২৯৮ ম্যাচে ২৩,৭৯৪ রান করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়।

রাহুল দ্রাবিড়ের ছেলের ভিডিও ভাইরাল, কেমন তুখোড় ক্রিকেটার দেখুন নিজেই

কলকাতা: একেবারে বাপ কা বেটা! রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। টিম ইন্ডিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান ছিলেন বাবা। ছেলেও বাবার জুতোয় পা গলিয়েছে।

সমিত এখন অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফি খেলছে। গত কয়েকদিনে তার ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল। এবার তার বোলিং ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। কোচবিহার ট্রফিতে কর্ণাটকের হয়ে খেলছেন সমিত। মুম্বাইয়ের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে বোলিং করেন তিনি।

কোচবিহার ট্রফির ফাইনাল ম্যাচ হচ্ছে মুম্বাই ও কর্ণাটকের মধ্যে। এই ম্যাচে সমিত দ্রাবিড় ২ উইকেট পেয়েছেন। সমিত দ্রাবিড় ১৯ ওভার বল করে ৬০ রান দিয়ে ২ টি উইকেট নেন। মুম্বাইয়ের ব্যাটসম্যান আয়ুশ সচিন ভার্তক আউট করে সমিত।

আরও পড়ুন- Ranji Trophy:রিঙ্কুহীণ উত্তরপ্রদেশকে জাস্ট উড়িয়ে দিল বাংলা, এল প্রথম ইনিংস লিড

৭৩ রানে ব্যাটিং করছিল সচিন। প্রতীক যাদবকে বোল্ড করেন। প্রতীক ৩০ রানে ব্যাট করছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সমিত দ্রাবিড়ের বোলিং ভিডিও।

সমিত দ্রাবিড় একই টুর্নামেন্টে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে কর্ণাটকের হয়ে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সমিতের সৌজন্যে কর্ণাটক এক ইনিংস এবং ১৩০ রানে জম্মু ও কাশ্মীরকে হারায়।

সেই ইনিংসে সামিতের কিছু দুর্দান্ত শট খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল। অনেক ভক্ত সমিতের ব্যাটিংকে তার বাবা রাহুল দ্রাবিড়ের সাথে তুলনা করেছেন।

আরও পড়ুন- বাংলার হয়ে আগুন ঝরালেন মহম্মদ শামির ভাই, ৬০ রানে বান্ডিল উত্তর প্রদেশ

কোচবিহার ট্রফির ফাইনাল ম্যাচে মুম্বাইয়ের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৮০ রানে। ১৮০ বলে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আয়ুশ মাত্রে। সমিত দ্রাবিড় ২ উইকেট ছাড়াও কর্ণাটকের হয়ে হার্দিক রাজ নেন ৪ উইকেট।

Virat Kohli: আফগানদের বিরুদ্ধে প্রথম টি-২০-তে খেলবেন না কোহলি, কী হল বিরাটের

মোহালি: ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে শেষবার দেশের হয়ে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে খেলেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০২৪ সালে আরও এক টি-২০ বিশ্বকাপের আগে দলে ফেরানো হয়েছে টিম ইন্ডিয়ার ২ সিনিয়র ক্রিকেটারকে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম আফগানিস্তানের টি-২০ সিরিজ। কিন্তু দলে থাকলেও প্রথম ম্যাচে খেলবেন না বিরাট কোহলি।

বুধবার ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়ে দেন কোহলির মোহালিতে না খেলার কথা। টিম ইন্ডিয়ার হেড স্যার বলেন, “প্রথম টি-টোয়েন্টিতে বিরাট খেলবে না। ব্যক্তিগত কারণে বৃহস্পতিবার খেলতে পারছে না ও।” তবে বিরাট কোহলির না খেলার ব্যক্তিগত কারণটা ঠিক কী তা খোলাসা করে বলেননি রাহুল দ্রাবিড়।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারতীয় দল থেকে বাদ ৫ মহাতারকা! টিম ইন্ডিয়া দিতে পারে মহাচমক

বিরাট কোহলি না খেললেও মোহালিতে আফগানদের বিরুদ্ধে প্রথম টি-২০-তে রোহিত শর্মা যে খেলবেন এবং দলকে নেতৃত্ব দেবেন তা জানিয়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের আগে এই ৩ ম্যাচের সিরিজই ভারতের শেষ আন্তর্জাতিক টি-২০ সিরিজ। ফলে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল হলেও এই সিরিজের গুরুত্ব কোনও অংশে কম নয় ভারতের কাছে।

ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট, জেনে নিন বিস্তারিত

বিশ্বকাপের পরও ভারতীয় দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। তবে এরই মধ্যে রাহুল দ্রাবিড়ের কোচিং ভবিষ্যৎ নিয়ে এল বড় আপডেট।

IND vs SA: দক্ষিণ আফ্রিকা সফরের আগে ‘হুঁশিয়ারি’ রাহুল দ্রাবিড়ের! কী বললেন টিম ইন্ডিয়ার হেড স্যার

কলকাতা: বিশ্বের যে কোনও দেশে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। কিন্তু আজ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই এই কৃতিত্ব অধরা থেকে গিয়েছে। আগামি ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতের আরও একটি প্রোটিয়া সফর। টি-২০ সিরিজ দিয়ে সফর শুরু করছে টিম ইন্ডিয়া। তারপর ওডিআই ও শেষে টেস্ট সিরিজ। তবে দক্ষিণ আফ্রিকা সফর শুরুর আগে ভারতীয় ব্যাটারদের সতর্ক বাণী দিয়ে রাখলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। সঠিক পরিকল্পনা করে না এগোলে ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও জানিয়ে রেখেছেন দ্রাবিড়।

ওডিআই বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল বিসিসিআইয়ের। তবে সেই মেয়াদ আরও বৃদ্ধি করায় ভারতীয় দলের কোচের পদে থেকে গিয়েছেন রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকা সফর শুরুর আগে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় বলেছেন,”দক্ষিণ আফ্রিকায় ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পিচের সবুজ ঘাস ও অসমান বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ হবে না। সেঞ্চুরিয়ন, জোহানেসবার্গে চ্যালেঞ্জ সবথেকে বেশি। পরিসংখ্যানও সেই কথাই বলবে।”

প্রোটিয়াভূমে কঠিন পরিস্থিতির সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হবে সেই উপায়ও বাতলে দিয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের হেড কোচ বলেছেন,”দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটারদের সাফল্য পেতে হলে ভারতীয় ব্যাটারদের পুরোপুরি পরিকল্পনা করে এগোতে হবে। পিচের চরিত্র বুঝে নিয়ে অনুশীলনে নিজেকে তৈরি করে নিতে হবে। দলের পকিল্পনা কাজে লাগাতে ব্যাটারদের নিজেদের সেরাটা উজার করে দিতে হবে।”

আরও পড়ুনঃ IND vs SA: ৫ ভারতীয় তারকার শেষ দক্ষিণ আফ্রিকা সফর! ইতিহাস বদলানোরও শেষ সুযোগ

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজের সূচি:
প্রথম টি২০- ১০ ডিসেম্বর- ভারতীয় সময় রাত ৯.৩০, ডারবান
দ্বিতীয় টি২০- ১২ ডিসেম্বর- ভারতীয় সময় রাত ৯.৩০, জর্জেস পার্ক
তৃতীয় টি২০- ১৪ ডিসেম্বর- ভারতীয় সময় রাত ৯.৩০, জোহানেসবার্গ

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজের সূচি:
প্রথম একদিনের ম্যাচ- ১৭ ডিসেম্বর- ভারতীয় সময় দুপুর দেড়টা- জোহানেসবার্গ
দ্বিতীয় একদিনের ম্যাচ- ১৯ ডিসেম্বর- ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে- জর্জেস পার্ক
তৃতীয় একদিনের ম্যাচ- ২১ ডিসেম্বর- ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে- পার্ল

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের সূচি:
প্রথম টেস্ট ম্যাচ- ডিসেম্বর ২৬ থেকে ৩০- ভারতীয় সময় বেলা দেড়টা- সেঞ্চুরিয়ন
দ্বিতীয় টেস্ট ম্যাচ- জানুয়ারি ৩ থেকে ৭- ভারতীয় সময় বেলা দুটো- কেপটাউন

Rahul Dravid: ‘এখনও চুক্তি সই করিনি’, টিম ইন্ডিয়ার কোচ হওয়া নিয়ে বড় মন্তব্য রাহুল দ্রাবিড়ের

মুম্বই: বিশ্বকাপ ফাইনাল হারের পর ভারতীয় দলের পরবর্তী কোচ কে হবে তা নিয়ে বিগত কয়েক দিনে কম জলঘোলা হয়নি। কারণ বিশ্বকাপই কোচ হিসেবে মেয়াদ শেষ হয়ে যায় রাহুলের। তবে অবশেষে রাহুল দ্রাবিড়কেই আরও একবার রাজি করাতে পেরেছে বিসিসিআই। আরও ২ বছরের জন্য টিম ইন্ডিয়াক কোচ থাকতে চলেছেন দ্রাবিড়।

কিন্তু ফের একবার টিম ইন্ডিয়ার কোচের হট সিটে বসার আগে বড় মন্তব্য় করলেন রাহুল দ্রাবিড়। স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে কথা হলেও এখনও চুক্তি সই হয়নি। বিশ্বকাপ ও চুক্তি পর্যালোচনা বৈঠকের পর রাহুল দ্রাবিড় বেরোনোর সময় বলেন,”আমি এখনও বিসিসিআইয়ের সাথে চুক্তি করিনি তবে মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা করেছি। কাগজপত্র পেলে আমি সই করব।”

প্রসঙ্গত, প্রাথমিকভাবে বিশ্বকাপের পর কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষের পর আর কোচ হওয়ার কোনও ইচ্ছে ছিল না। পরবর্তী কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের নাম একপ্রকার পাকাই ছিল। কিন্তু বোর্ড রাহুল দ্রাবিড়কে রাজি করা শেষ চেষ্টা করে। কারণ, পরের বছর জুনে রয়েছে টি-২০ বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে নতুন কোচের পক্ষে দলের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। সেখানে রাহুল হাতের তালুর মত চেনে এই দলটাকে।

আরও পড়ুনঃ Rohit Sharma: ওডিআই-তে খেলবেন না রোহিত! পরিবর্তে কে হতে পারেন ভারত অধিনায়ক? দৌড়ে ৩ জন

এছাড়া রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে বিগত ২ বছরে ভারতীয় দল ভাল ক্রিকেট খেলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছ ভারত দ্রাবিড়ের কোচিংয়ে। ফলে আরও একবার মিস্টার ডিপেন্ডবলের উপরই আস্থা রাখল ভারতীয় বোর্ড।

দ্রাবিড়কে চায়নি বোর্ড! কোচ হওয়ার অফার ছিল আরেক ক্রিকেটারের কাছে! হাঁড়ির খবর

মুম্বই: টিম ইন্ডিয়ার নতুন কোচের খোঁজে ব্যস্ত হয়েছিল বিসিসিআই। কিন্তু শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড়কেই রাজি করাল ভারতীয় ক্রিকেট বোর্ড। সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়েছে।

বোর্ড নতুন কোচের খোঁজ করেছিল। এক প্রাক্তন ক্রিকেটারের কাছে প্রস্তাবও যায়। কিন্তু সেই প্রাক্তন তারকা রাজি হননি। তিনি সাফ জানিয়ে দেন, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য তিনি আগ্রহী নন। ফলে শেষ পর্যন্ত দ্রাবিড়ে ফের আস্থা রাখলেন জয় শাহরা।

আরও পড়ুন- Ind vs Aus T20: ম্যাক্সওয়েলের মেগা শতরান, জলে গেল রুতুরাজের লড়াই, সিরিজ ২-১

ভারতীয় দলের প্রাক্তন ফাস্ট বোলার আশিস নেহরাকে টি-টোয়েন্টি দলের কোচ হওয়ার প্রস্তাব দিলেও নেহরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আইপিএলে গুজরাত টাইটান্সের কোচ তিনি। প্রথমবার কোচ হয়েই সাফল্যও পেয়েছেন। আবার ধারাভাষ্যকার হিসেবেও এখন তাঁর নামডাক হয়েছে।

গুজরাত ২০২২ সালে প্রথম মরসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল। তার পর ২০২৩ সালে তারা রানার আপ হয়। নেহেরার উপর যথেষ্ট ভরসা রয়েছে গুজরাত টিম ম্যানেজমেন্টের।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তিন ফরম্যাটেই দলকে কোচিং করছিলেন দ্রাবিড়। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় যৌথভাবে খেলা হবে।

আরও পড়ুন- সুন্দরী এক সময়ে রিং কাঁপাতেন, আজ তিনি মানুষ মারার দায়ে ১৭ বছরের জন্য জেলে

অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকার মনে করেন, রাহুল দ্রাবিড়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে দলের সাথে থাকা উচিত।

টিম ইন্ডিয়া তিনটি ফরম্যাটেই ভাল পারফর্ম করছে। র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে ভারত। কিন্তু গত ১০ বছরে কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া।

শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ২০১৩ সালে। এমএস ধোনির অধিনায়কত্বে। রাহুল দ্রাবিড়ের কোচিং ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে উঠতে সফল হয়েছিল। কিন্তু দুবারই রানার্সআপ থাকতে হয়েছিল।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Rahul Dravid: রাহুলকেই ফের রাজি করাল বোর্ড, বিশ্বকাপে শেষ হলেও আবার ২ বছরের জন্য চুক্তি

মুম্বই: ভারতীয় দলের কোচ থাকছেনই রাহুল দ্রাবিড়ই৷  বিশ্বকাপের পরেই কোচ হিসেবে চুক্তি শেষ হয়ে গিয়েছিল দ্য ওয়ালের৷ শোনা যাচ্ছিল কোনও আইপিএল ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা চলছে , কিন্তু বাজি মেরে দিল বোর্ডই৷ তারা আগামী ২ বছরের জন্য রাহুল দ্রাবিড়ের সঙ্গেই চুক্তি করে নিল৷ শুধু দ্রাবিড় নয়, সাপোর্ট স্টাফদেরও চুক্তিবৃদ্ধি করা হয়েছে৷

প্রাক্তন ভারত অধিনায়ক বিভিন্ন আইপিএল দলের থেকে অফার পেয়েছিলেন৷ কিন্তু রাহুলও শেষ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব নিতেই রাজি হয়ে গেলেন৷ নতুন ভাবে দায়িত্ব পাওয়ার পর রাহুল দ্রাবিড়ের প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে দক্ষিণ আফ্রিকা৷

আরও পড়ুন – Mukesh Kumar Wedding : সিরিজের মধ্যেই বিয়ের সানাই, কোন লাকি গার্লকে স্ত্রী হিসেবে বরণ করলেন ভারতীয় পেসার

বিসিসিআই বলেছে, ‘‘দ্য বোর্ড অফ কন্ট্রোল মিস্টার রাহুল দ্রাবিড়কেই হেড কোচ হিসেবে এক্সটেনশন দিচ্ছে, পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও চুক্তি বাড়াচ্ছে৷ বিসিসিআই রাহুল দ্রাবিড়ের সঙ্গে সফল কথা বলেছে সেখানেই বিশ্বকাপের পরেও ফের তাঁর সঙ্গেই চুক্তিবৃদ্ধি হয়েছে৷ সকলেই সর্বসম্মতভাবে এই চুক্তিবৃদ্ধি নিয়ে আগ্রহী হয়েছে৷’’

 

ভারতীয় ক্রিকেট দলকে দ্রাবিড় যেভাবে পরিচালনা করেছেন তা বোর্ড প্রশংসা করে৷ তাঁর দারুণ পেশাদারিত্ব দারুণ৷ বোর্ড শুধু রাহুল দ্রাবিড় নয়, তার পাশাপাশি ভিভিএস লক্ষ্মণকেও তাঁর অসাধারণ দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেছে৷ তিনি এই মুহূর্তে এনসিএ-র প্রধান এবং ভারতের স্ট্যান্ড ইন কোচ৷

বিসিসিআই জানিয়েছে, ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্রাবিড় ও লক্ষ্মণের জুটি কাছাকাছি থেকে কাজ করছেন ঠিক আগেকার ক্রিকেটারদের মতোই৷