সুনিধি চৌহান

Singer: ১৮ বছরে বিয়ে, ১ বছরেই বিচ্ছেদ! নরকযন্ত্রণায় কেটেছে দিন…! এই শিল্পীর গান দেশ-বিদেশে তুমুল জনপ্রিয়, কে চিনতে পারছেন?

*দেখ লে (মুন্নাভাই এমবিবিএস), সাজনা ভে সাজনা (চামেলি), বিড়ি জালাইলে জিগর সে পিয়া (ওমকারা), সাকি (মুসাফির), ডান্স পে চান্স (রব নে বানা দি জোড়ি), ক্রেজি কিয়া রে (রেস), শীলা কি জওয়ানি (তিস মার খান)- র মতো অনেক হিট গান গেয়েছেন এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। বলিউডে তাঁকে শাকিরাও বলা হয়। কে তিনি বুঝতে পারছেন? (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*দেখ লে (মুন্নাভাই এমবিবিএস), সাজনা ভে সাজনা (চামেলি), বিড়ি জালাইলে জিগর সে পিয়া (ওমকারা), সাকি (মুসাফির), ডান্স পে চান্স (রব নে বানা দি জোড়ি), ক্রেজি কিয়া রে (রেস), শীলা কি জওয়ানি (তিস মার খান)- র মতো অনেক হিট গান গেয়েছেন এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। বলিউডে তাঁকে শাকিরাও বলা হয়। কে তিনি বুঝতে পারছেন? (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*বলিউডের এই শিল্পীর কণ্ঠের জাদু এখনও জারি। তাঁর ঝুলিতে রয়েছে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্টার স্ক্রিন পুরস্কার, দুটি আইফা পুরস্কার এবং একটি জি সিনে পুরস্কার। উদিত নারায়ণ, কুমার শানু থেকে শুরু করে সোনু নিগম এবং অনু মালিক, সকলের সঙ্গেই একাধিক গান গেয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের জন্য বারে বারে সংবাদ শিরোনামে উঠে এসেছেন।
*বলিউডের এই শিল্পীর কণ্ঠের জাদু এখনও জারি। তাঁর ঝুলিতে রয়েছে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্টার স্ক্রিন পুরস্কার, দুটি আইফা পুরস্কার এবং একটি জি সিনে পুরস্কার। উদিত নারায়ণ, কুমার শানু থেকে শুরু করে সোনু নিগম এবং অনু মালিক, সকলের সঙ্গেই একাধিক গান গেয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনের জন্য বারে বারে সংবাদ শিরোনামে উঠে এসেছেন।
*সঙ্গীত জগতে তিনি কেরিয়ার শুরু হয়েছিল দূরদর্শনে প্রচারিত রিয়েলিটি সিঙ্গিং শো 'মেরি আওয়াজ সুনো' দিয়ে। তাকে মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কৃতিত্ব প্রয়াত অভিনেত্রী তবসুমের। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*সঙ্গীত জগতে তিনি কেরিয়ার শুরু হয়েছিল দূরদর্শনে প্রচারিত রিয়েলিটি সিঙ্গিং শো ‘মেরি আওয়াজ সুনো’ দিয়ে। তাকে মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কৃতিত্ব প্রয়াত অভিনেত্রী তবসুমের। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*মাত্র ১১ বছর বয়সে বলিউডে প্রথম গান 'দিওয়ানি লাড়কি দেখো' গেয়েছিলেন এই শিল্পী। এই গানে তাঁর সঙ্গী ছিলেন উদিত নারায়ণ। এই শিল্পীরা এখনও পর্যন্ত ২০০০-রও বেশি গান গেয়েছেন। তিনি কেবল হিন্দি নয়, মালয়ালম, পঞ্জাবি, কন্নড়, বাংলা এবং ভোজপুরির মতো অনেক ভাষাতেও গান গেয়েছেন। এই শিল্পী আর কেউ নন, সকলের অত্যন্ত প্রিয় সুনিধি চৌহান। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*মাত্র ১১ বছর বয়সে বলিউডে প্রথম গান ‘দিওয়ানি লাড়কি দেখো’ গেয়েছিলেন এই শিল্পী। এই গানে তাঁর সঙ্গী ছিলেন উদিত নারায়ণ। এই শিল্পীরা এখনও পর্যন্ত ২০০০-রও বেশি গান গেয়েছেন। তিনি কেবল হিন্দি নয়, মালয়ালম, পঞ্জাবি, কন্নড়, বাংলা এবং ভোজপুরির মতো অনেক ভাষাতেও গান গেয়েছেন। এই শিল্পী আর কেউ নন, সকলের অত্যন্ত প্রিয় সুনিধি চৌহান। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*শিল্পীর পেশাগত জীবন যেমন সফল, ব্যক্তিগত জীবন কিন্তু টালমাটাল। সুনিধির বয়স যখন মাত্র ১৮ বছর, তখন তাঁর জীবনে প্রথমবার প্রেম আসে। পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি সেই প্রেমিককে বিয়ে করেন। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*শিল্পীর পেশাগত জীবন যেমন সফল, ব্যক্তিগত জীবন কিন্তু টালমাটাল। সুনিধির বয়স যখন মাত্র ১৮ বছর, তখন তাঁর জীবনে প্রথমবার প্রেম আসে। পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি সেই প্রেমিককে বিয়ে করেন। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*কোরিওগ্রাফার, প্রযোজক ও পরিচালক, অভিনেতা ববি খানের প্রেমে পড়েন সুনিধি চৌহান। দু'জনের এই সম্পর্কের ক্ষেত্রে ধর্ম প্রথমে বাধা হয়ে উঠেছিল। বাবা-মায়ের বিরুদ্ধে গিয়ে ববি খানকে বিয়ে করেন। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*কোরিওগ্রাফার, প্রযোজক ও পরিচালক, অভিনেতা ববি খানের প্রেমে পড়েন সুনিধি চৌহান। দু’জনের এই সম্পর্কের ক্ষেত্রে ধর্ম প্রথমে বাধা হয়ে উঠেছিল। বাবা-মায়ের বিরুদ্ধে গিয়ে ববি খানকে বিয়ে করেন। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*কোরিওগ্রাফার আহমেদ খানের ভাই ববি খানের সঙ্গে সুনিধি চৌহানের বিয়ে মাত্র এক বছর স্থায়ী হয়েছিল। এক বছরের মধ্যেই তিনি স্বামীর থেকে আলাদা হয়ে যান। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*কোরিওগ্রাফার আহমেদ খানের ভাই ববি খানের সঙ্গে সুনিধি চৌহানের বিয়ে মাত্র এক বছর স্থায়ী হয়েছিল। এক বছরের মধ্যেই তিনি স্বামীর থেকে আলাদা হয়ে যান। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*প্রথম স্বামীর থেকে আলাদা হওয়ার পরে গানের জগতে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন সুনিধি। বলিউডে নাম অর্জন করেন। ১৯ বছরের বিবাহ বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করা সুনিধি চৌহান আবার ২০১২ সালে প্রেমে পড়েন। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*প্রথম স্বামীর থেকে আলাদা হওয়ার পরে গানের জগতে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন সুনিধি। বলিউডে নাম অর্জন করেন। ১৯ বছরের বিবাহ বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করা সুনিধি চৌহান আবার ২০১২ সালে প্রেমে পড়েন। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*২০১২ সালের ২৪ এপ্রিল সুনিধি চৌহান সঙ্গীত পরিচালক হিতেশকে বিয়ে করেন। সুনিধি একবার 'বলিউড বাবল'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁর প্রথম বিবাহবিচ্ছেদ এবং বাবা-মায়ের অসন্তোষের বিষয়ে জানান। সেই সময় তিনি ববি খানকে বিয়ে করার সিদ্ধান্তকে সবচেয়ে বড় ভুলও বলেন। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)
*২০১২ সালের ২৪ এপ্রিল সুনিধি চৌহান সঙ্গীত পরিচালক হিতেশকে বিয়ে করেন। সুনিধি একবার ‘বলিউড বাবল’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তাঁর প্রথম বিবাহবিচ্ছেদ এবং বাবা-মায়ের অসন্তোষের বিষয়ে জানান। সেই সময় তিনি ববি খানকে বিয়ে করার সিদ্ধান্তকে সবচেয়ে বড় ভুলও বলেন। (ছবি সৌজন্যে-instagram@sunidhichauhan5)