ঘুনে ধরা কাঠের ফার্নিচার

Furniture Care: কাঠের আসবাবে ঘুণ ধরছে? রইল সহজ কয়েকটি টিপস, ঘুনপোকা পালানোর পথ পাবে না

অনেকের সাধের আসবাবের দফারফা করে দেয় ঘুণপোকা। এক বিশেষ ধরনের কাঠপোকা ডিম পাড়ে কাঠের গায়ে। সেখান থেকেই কাঠের ভিতরে লার্ভা বড় হতে থাকে। ভিতরে ভিতরে খেতে থাকে কাঠ। তাতেই নষ্ট হয়ে যায় আসবাব। কেনার আগে ভালো করে জেনে নিন আসবাবটি কোন কাঠের তৈরি। জেনে বুঝে শক্ত কাঠের আসবাব কিনুন। নরম কাঠে ঘুনপোকার আক্রমণের প্রবণতা বেশি থাকে।
অনেকের সাধের আসবাবের দফারফা করে দেয় ঘুণপোকা। এক বিশেষ ধরনের কাঠপোকা ডিম পাড়ে কাঠের গায়ে। সেখান থেকেই কাঠের ভিতরে লার্ভা বড় হতে থাকে। ভিতরে ভিতরে খেতে থাকে কাঠ। তাতেই নষ্ট হয়ে যায় আসবাব। কেনার আগে ভালো করে জেনে নিন আসবাবটি কোন কাঠের তৈরি। জেনে বুঝে শক্ত কাঠের আসবাব কিনুন। নরম কাঠে ঘুনপোকার আক্রমণের প্রবণতা বেশি থাকে।
কাঠের আসবাবে ঘুন ধরা ঠেকাতে বার্নিশের প্রলেপ বা এক প্রকার রং জাতীয় কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে নিতে হবে পেশাদার কাঠমিস্ত্রির সহযোগিতা।
কাঠের আসবাবে ঘুন ধরা ঠেকাতে বার্নিশের প্রলেপ বা এক প্রকার রং জাতীয় কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে নিতে হবে পেশাদার কাঠমিস্ত্রির সহযোগিতা।
অনেক সময় আদ্রতা কিংবা জলে আসবাবপত্র ভিজে গেলে সেই ভেজা কাঠে ঘুন ধরার আশঙ্কা বাড়ে। সেক্ষেত্রে ভিজে যাওয়া আসবাবপত্র ভাল করে রোদে শুকিয়ে নিতে হবে।
অনেক সময় আদ্রতা কিংবা জলে আসবাবপত্র ভিজে গেলে সেই ভেজা কাঠে ঘুন ধরার আশঙ্কা বাড়ে। সেক্ষেত্রে ভিজে যাওয়া আসবাবপত্র ভাল করে রোদে শুকিয়ে নিতে হবে।
বাড়িতে কাঠের আসবাবপত্র থাকলে আতঙ্কিত থাকতে হয় ঘুনপোকার আক্রমণের আশঙ্কায়। কাঠপোকা বা ঘুনপোকা আপনার সাধের দামি আসবাবের ব্যাপক ক্ষতি করে ফেলতে পারে। মূলত বিশেষ এক ধরনের কাঠপোকা কাঠের গায়ে ডিম পাড়ায় নষ্ট হয় কাঠের আসবাবপত্র।
বাড়িতে কাঠের আসবাবপত্র থাকলে আতঙ্কিত থাকতে হয় ঘুনপোকার আক্রমণের আশঙ্কায়। কাঠপোকা বা ঘুনপোকা আপনার সাধের দামী আসবাবের ব্যাপক ক্ষতি করে ফেলতে পারে। মূলত বিশেষ এক ধরনের কাঠপোকা কাঠের গায়ে ডিম পাড়ায় নষ্ট হয় কাঠের আসবাবপত্র।
কাঠের গায়ে কোনও কারণে ছিদ্র বা ফাটল দেখা গেলে সেই ছিদ্র বা ফাটল বন্ধ করার ব্যবস্থা করুন। কাঠের ছিদ্র বা ফাটলে কাঠপোকা সহজেই ডিম পাড়তে পারে। সেক্ষেত্রে মোম বা গালা দিয়ে সেই ছিদ্র বা ফাটল বন্ধ করে দিতে হবে।
কাঠের গায়ে কোনও কারণে ছিদ্র বা ফাটল দেখা গেলে সেই ছিদ্র বা ফাটল বন্ধ করার ব্যবস্থা করুন। কাঠের ছিদ্র বা ফাটলে কাঠপোকা সহজেই ডিম পাড়তে পারে। সেক্ষেত্রে মোম বা গালা দিয়ে সেই ছিদ্র বা ফাটল বন্ধ করে দিতে হবে।
বাজারে বোরন পাউডারের মত কিছু রাসায়নিক পণ্য পাওয়া যায়। সেগুলি দিয়ে স্প্রে তৈরি করে আসবাবপত্রে প্রয়োগ করলে ঘুন ধরা ঠেকানো যায়।
বাজারে বোরন পাউডারের মত কিছু রাসায়নিক পণ্য পাওয়া যায়। সেগুলো দিয়ে স্প্রে তৈরি করে আসবাবপত্রে প্রয়োগ করলে ঘুন ধরা ঠেকানো যায়।
ঘুনপোকার আক্রমণে কাঠের বেশি ক্ষতি হয়ে গেলে কাঠমিস্ত্রীর সহযোগিতা নিতে পারেন। পেশাদার কাঠমিস্ত্রী ঘুনে খাওয়া অংশ কেটে ফেলে সেটি মেরামত করে দিতে পারেন। ফলে ভাল থাকবে আপনার প্রিয় আসবাবপত্র।
ঘুনপোকার আক্রমণে কাঠের বেশি ক্ষতি হয়ে গেলে কাঠমিস্ত্রীর সহযোগিতা নিতে পারেন। পেশাদার কাঠমিস্ত্রী ঘুনে খাওয়া অংশ কেটে ফেলে সেটি মেরামত করে দিতে পারেন। ফলে ভাল থাকবে আপনার প্রিয় আসবাবপত্র।