CBI Raid: ভোটের মাঝেই রাজ্যে ফের সিবিআই হানা…আবারও তৃণমূল নেতার বাড়িতেই! এবার কোন মামলায় জিজ্ঞাসাবাদ?

দক্ষিণবঙ্গ: রাজ্যে ফের সিবিআই হানা৷ এবার ভোটের মাঝে৷ এবারও সিবিআই হানা তৃণমূল নেতার বাড়িতে৷ শুক্রবার সাত সকালেই তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় সিবিআই। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে শুক্রবার দু দফায় সিবিআই দলের আধিকারিকেরা হানা দেয়। যা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব৷ গোটা বিষয়টি ভোট রাজনীতির উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি করছে বলে অভিযোগ তৃণমূল নেতার।

কাঁথি তিন নম্বর ব্লকের ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নন্দদুলাল মাইতির বাড়িতে শুক্রবার সকাল সাড়ে ছটায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় সিবিআই এর তিন আধিকারিক। সূত্রের খবর, ঘণ্টাখানেক সময় নন্দদুলাল মাইতির বাড়িতে ছিলেন তাঁরা।

আরও পড়ুন:‘অনেকে ভুল বুঝেছে..,’ ইন্ডিয়া জোট নিয়ে এবার সব ধোঁয়াশা সরিয়ে দিলেন মমতা! কাঁথির সভা থেকে দিলেন স্পষ্ট বার্তা

জানা গিয়েছে, ভাজাচাউলিতে ভোট পরবর্তী হিংসায় জন্মেজয় দোলাইয়ের খুনের ঘটনায় ৩০ জন তৃণমূল নেতাকে নোটিস পাঠায় সিবিআই। সেই ঘটনায় তদন্তে নেমে সিবিআই প্রতিনিধিদল নন্দদুলাল মাইতির পাশাপাশি তৃণমূল নেতা অর্জুন মাইতি ও বিক্রম দাসের বাড়িতেও যায় । তবে কাউকে গ্রেফতার করেনি তারা।

আরও পড়ুন: ‘এবার ওরা হারছে..,’ ২০০-ও পেরবে না বিজেপি, কোন কোন রাজ্যে হারছে…বুঝিয়ে দিলেন মমতা

কয়েকদিন আগেও এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে যায় সিবিআই দল। এদিন সকাল সাড়ে নটায় এলাকা ছাড়ে সিবিআই।