বড়শি চড়কে মেতে উঠল সুন্দরবনের মানুষ 

North 24 Parganas News: এলাকাজুড়ে উৎসবের আমেজ! চৈত্রে নয় বৈশাখের সংক্রান্তিতেই হয় বড়শি চড়কের উদযাপন!

বসিরহাট: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, উৎসব প্রিয় এই বাঙালির ঘরে পার্বণ লেগেই থাকে! উত্তর ২৪ পরগনার সুন্দরবনের কালিতলায় ঐতিহাসিক বড়শি চড়ক! চড়কপূজা শিবের গাজন উৎসবের একটি অংশ।

চৈত্র মাসের শেষে চড়ক সাধারণত সবাই দেখে থাকেন। তবে সুন্দরবনের এই বড়শি চড়ক বৈশাখের শেষ দিন থেকে শুরু হয় ও যা চলে প্রায় ৪ দিন। এই বড়শি চড়ক দেখতে সুন্দরবন এলাকার বিভিন্ন দ্বীপ অঞ্চল থেকে হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমান।

আরও পড়ুন: ছাতু দিয়েও করা যায় বাস্তু প্রতিকার! জানতেন? কাটে যাবতীয় গ্রহদোষ..আসে শান্তি, টাকা! বলছেন জ্যোতিষাচার্য

চড়ক উপলক্ষে এলাকার মানুষের কাছে তা হয়ে উঠেছে অপূর্ব এক মিলনমেলা। চড়কের মেলায় গাজন সন্ন্যাসীদের কসরতই মুখ্য আকর্ষণ। চড়ক অনুষ্ঠানে বড়শিতে গাঁথা অবস্থায় চড়ক গাছে ঝুলিয়ে প্রায় ১৫-২০ ফুট শূন্যে ঘুরতে ঘুরতে সন্ন্যাসী ছুঁড়ে দিচ্ছেন বাতাসা। একে একে বেশ কয়েকজনের পিঠে বড়শি বিঁধে শূন্যে ঘুরে পালন করলেন শিব পূজারই অংশ চড়ক উৎসব।

আরও পড়ুন: গৃহস্থ বাড়ির জন্য ভয়ঙ্কর অশুভ পায়রা!…উৎপাত থেকে রেহাই পেতে, বারান্দায়-জানলায় অবশ্যই লাগান এই ৩ গাছ

গা শিউরে উঠা এই দৃশ্য দেখলেন এলাকার হাজার হাজার নারী-পুরুষ। অনুষ্ঠানের কয়েকদিন দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে মেলা প্রাঙ্গণে। বিকেলের মধ্যে লোকে লোকারণ্য হয়ে যায় এলাকাজুড়ে। চারদিকে সাজসাজ রব। এলাকাজুড়ে উৎসবের আমেজ।

জুলফিকার মোল্যা