Healthy Lifestyle Tips: ঘন ঘন ঢেকুর তোলেন নাকি? সাবধান! এটাই হতে পারে বড়সড় মারণ রোগের লক্ষণ…

খাবার খেলে যে ঢেকুর উঠবে এটা তো খুব সাধারণ একটা বিষয়। এতে আবার অবাক হওয়ার কী আছে।
খাবার খেলে যে ঢেকুর উঠবে এটা তো খুব সাধারণ একটা বিষয়। এতে আবার অবাক হওয়ার কী আছে।
এমনিতে ঢেকুর তোলা মোটেও অস্বাভাবিক নয়। কিন্তু বার বার সবার সামনে ঢেকুর তুললে একটু অস্বস্তি তো হয়ই।
এমনিতে ঢেকুর তোলা মোটেও অস্বাভাবিক নয়। কিন্তু বার বার সবার সামনে ঢেকুর তুললে একটু অস্বস্তি তো হয়ই।
জাঙ্ক ফুড খেতে কে না ভালবাসে! বাইরে বেরোলেই রাস্তার ধারে থাকা ফুচকা, মোমো, রোল, চাউমিনের স্টল যেন টানতে থাকে। সন্ধ্যাবেলায় এই সব স্টলে থাকে উপচে পড়া ভিড়।
জাঙ্ক ফুড খেতে কে না ভালবাসে! বাইরে বেরোলেই রাস্তার ধারে থাকা ফুচকা, মোমো, রোল, চাউমিনের স্টল যেন টানতে থাকে। সন্ধ্যাবেলায় এই সব স্টলে থাকে উপচে পড়া ভিড়।
জাঙ্ক ফুড খেলে আবার ঢেকুর তোলার পরিমাণ আরও একটু বেড়ে যায়।
জাঙ্ক ফুড খেলে আবার ঢেকুর তোলার পরিমাণ আরও একটু বেড়ে যায়।
অনবরত ঢেকুর হতে পারে মারণরোগের লক্ষণ! সম্প্রতি এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ফ্লোরিডার এক মহিলার কিছুতেই ঢেকুর থামছিল না। অবশেষে চিকিৎসকের কাছে গিয়েই অবাক হন মহিলা। জানা যায় তিনি কোলন ক্যানসারের শিকার। একই রকম ঘটনা ঘটেছে আরও এক মহিলার ক্ষেত্রে! photo source collected
অনবরত ঢেকুর হতে পারে মারণরোগের লক্ষণ! সম্প্রতি এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ফ্লোরিডার এক মহিলার কিছুতেই ঢেকুর থামছিল না। অবশেষে চিকিৎসকের কাছে গিয়েই অবাক হন মহিলা। জানা যায় তিনি কোলন ক্যানসারের শিকার। একই রকম ঘটনা ঘটেছে আরও এক মহিলার ক্ষেত্রে! photo source collected
যদিও ঢেকুরের সঙ্গে কোলন ক্যানসারের সম্পর্ক নেই। তবে কোলন ক্যানসার শরীরে বাসা বাঁধলে পরিপাক ক্রিয়ায় গোলমাল হয়। গ্যাস হয়, সেই থেকেই ঘন ঘন ঢেকুর ওঠে। তাই সাবধান করছেন ডাক্তাররা। photo source collected
যদিও ঢেকুরের সঙ্গে কোলন ক্যানসারের সম্পর্ক নেই। তবে কোলন ক্যানসার শরীরে বাসা বাঁধলে পরিপাক ক্রিয়ায় গোলমাল হয়। গ্যাস হয়, সেই থেকেই ঘন ঘন ঢেকুর ওঠে। তাই সাবধান করছেন ডাক্তাররা। photo source collected
এছাড়াও সারাক্ষণ বমি বমি ভাব, গা গুলিয়ে ওঠা, ওজন কমে যাওয়াও কোলন ক্যানসারের উপসর্গ হতে পারে। তাই এই উপসর্গ থাকলে আগে ডাক্তার দেখান! photo source collected
এছাড়াও সারাক্ষণ বমি বমি ভাব, গা গুলিয়ে ওঠা, ওজন কমে যাওয়াও কোলন ক্যানসারের উপসর্গ হতে পারে। তাই এই উপসর্গ থাকলে আগে ডাক্তার দেখান! photo source collected
তবে শুধু কোলন ক্যানসার নয়, পেটের নানা অসুখ হলেও খাবার ঠিক মতো হজম হয় না। সে ক্ষেত্রেও হতে পারে এই ঘন ঘন ঢেকুর! photo source collected
তবে শুধু কোলন ক্যানসার নয়, পেটের নানা অসুখ হলেও খাবার ঠিক মতো হজম হয় না। সে ক্ষেত্রেও হতে পারে এই ঘন ঘন ঢেকুর! photo source collected
তবে স্বাভাবিকের থেকে যদি বেশি ঢেকুর ওঠে বা কিছু খেলেই ঢেকুর উঠলে ঘরোয়য়া টোটকা না মেনে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত!photo source collected
তবে স্বাভাবিকের থেকে যদি বেশি ঢেকুর ওঠে বা কিছু খেলেই ঢেকুর উঠলে ঘরোয়য়া টোটকা না মেনে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত!photo source collected
কী করে বুঝবেন আপনার কোলন ক্যানসার হয়েছে কিনা! তার জন্য জানতে হবে কয়েকটি সহজ উপসর্গ, যা আপনার শরীরে আছে কিনা! যদি এর একটিও আপনি বুঝতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন! photo source collected
কী করে বুঝবেন আপনার কোলন ক্যানসার হয়েছে কিনা! তার জন্য জানতে হবে কয়েকটি সহজ উপসর্গ, যা আপনার শরীরে আছে কিনা! যদি এর একটিও আপনি বুঝতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন! photo source collected
খাওয়াদাওয়ায় অনিয়ম, শারীরিক কসরত না করা, বাড়তি ওজন, ঘরে বানানো খাবারের পরিবর্তে প্রক্রিয়াজাত খাবারদাবার খাওয়া ও অতিরিক্ত মানসিক চাপ— এ সব কারণে অল্প বয়স থেকেই কোলন ক্যানসার হানা দিচ্ছে মানুষের শরীরে। photo source collected
খাওয়াদাওয়ায় অনিয়ম, শারীরিক কসরত না করা, বাড়তি ওজন, ঘরে বানানো খাবারের পরিবর্তে প্রক্রিয়াজাত খাবারদাবার খাওয়া ও অতিরিক্ত মানসিক চাপ— এ সব কারণে অল্প বয়স থেকেই কোলন ক্যানসার হানা দিচ্ছে মানুষের শরীরে। photo source collected
প্রতিবেদনটি সাধরণ জ্ঞানের উপর ভিত্তি করে লেখা। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
প্রতিবেদনটি সাধরণ জ্ঞানের উপর ভিত্তি করে লেখা। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।