সনাতনী মতে পূর্ণিমা তথা বুদ্ধপূর্ণিমা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ৷ এ বছর বৈশাখে নয়, পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে৷

BuddhaPurnima Vastu Tips 2024: বুদ্ধপূর্ণিমার সন্ধ্যায় তুলসিমঞ্চের মাটিতে পুঁতে রাখুন এই জিনিস! কোনওদিন অভাব কাকে বলে টের পাবেন না

সনাতনী মতে পূর্ণিমা তথা বুদ্ধপূর্ণিমা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ৷ এ বছর বৈশাখে নয়, পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে৷
সনাতনী মতে পূর্ণিমা তথা বুদ্ধপূর্ণিমা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ৷ এ বছর বৈশাখে নয়, পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে৷

 

উদয়া তিথি অনুযায়ী আগামী ২৩ মে পালিত হবে এ বছরের বুদ্ধ পূর্ণিমা উৎসব৷ এই তিথিতে পালনীয় কিছু নিয়ম আছে৷ মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবনে অর্থ এবং সুখ সমৃদ্ধির অভাব হবে না৷ বলছেন বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
উদয়া তিথি অনুযায়ী আগামী ২৩ মে পালিত হবে এ বছরের বুদ্ধ পূর্ণিমা উৎসব৷ এই তিথিতে পালনীয় কিছু নিয়ম আছে৷ মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবনে অর্থ এবং সুখ সমৃদ্ধির অভাব হবে না৷ বলছেন বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

এই তিথিতে পায়েস তৈরি করে আরাধ্য দেবতাকে নিবেদন করলে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷
এই তিথিতে পায়েস তৈরি করে আরাধ্য দেবতাকে নিবেদন করলে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷

 

বুদ্ধ পূর্ণিমা তিথির সন্ধ্যায় চন্দ্রদেবকে নিবেদন করুন অর্ঘ্য৷ পুণ্যসঞ্চয়ের জন্য বাড়িতে আয়োজন করতে পারেন সত্যনারায়ণের পুজোরও৷ এই তিথিতে জলপূর্ণ কলস ও খাবার দান করা অত্যন্ত শুভ৷
বুদ্ধ পূর্ণিমা তিথির সন্ধ্যায় চন্দ্রদেবকে নিবেদন করুন অর্ঘ্য৷ পুণ্যসঞ্চয়ের জন্য বাড়িতে আয়োজন করতে পারেন সত্যনারায়ণের পুজোরও৷ এই তিথিতে জলপূর্ণ কলস ও খাবার দান করা অত্যন্ত শুভ৷

 

 এই তিথির সন্ধ্যায় মা লক্ষ্মীকে একটি লালপদ্ম নিবেদন করলে তিনি অত্যন্ত সুপ্রসন্ন হন৷ শুভ তিথির সন্ধ্যায় তুলসিমঞ্চে প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷
এই তিথির সন্ধ্যায় মা লক্ষ্মীকে একটি লালপদ্ম নিবেদন করলে তিনি অত্যন্ত সুপ্রসন্ন হন৷ শুভ তিথির সন্ধ্যায় তুলসিমঞ্চে প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না৷

 

শুভ তিথিতে লক্ষ্মীনারায়ণ এবং অশ্বত্থগাছের পুজো করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷
শুভ তিথিতে লক্ষ্মীনারায়ণ এবং অশ্বত্থগাছের পুজো করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷

 

একটি নারকেল মা লক্ষ্মীকে নিবেদন করার পর রাখুন আপনার আলমারিতে টাকা রাখার জায়গায়৷ তাহলে আপনার কোনওদিন অর্থের অভাব হবে না৷
একটি নারকেল মা লক্ষ্মীকে নিবেদন করার পর রাখুন আপনার আলমারিতে টাকা রাখার জায়গায়৷ তাহলে আপনার কোনওদিন অর্থের অভাব হবে না৷

 

দেবী লক্ষ্মীকে নিবেদন করা কড়ি বা সুপারি বা হরিতকি পুজোর পর সন্ধ্যায় লাল বা হলুদ কাপড়ে মুড়ে তুলসিতলার মাটিতে পুঁতে রাখুন৷ তাহলে সংসারে উপচে পড়বে অর্থ, সুখ সমৃদ্ধি৷
দেবী লক্ষ্মীকে নিবেদন করা কড়ি বা সুপারি বা হরিতকি পুজোর পর সন্ধ্যায় লাল বা হলুদ কাপড়ে মুড়ে তুলসিতলার মাটিতে পুঁতে রাখুন৷ তাহলে সংসারে উপচে পড়বে অর্থ, সুখ সমৃদ্ধি৷