PM Kisan: জুন-জুলাইতে মিলবে ১৭তম কিস্তির টাকা, এই ৭ ধরনের কৃষক পাবেন না যোজনার টাকা

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর ৬ হাজার টাকা অনুদান দেয় কেন্দ্র সরকার। টাকা তিন কিস্তিতে সরাসরি কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রকল্পে এখনও পর্যন্ত ১১ কোটি কৃষক সাহায্য পেয়েছেন। খরচ হয়েছে ৩ লক্ষ কোটি টাকার বেশি।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর ৬ হাজার টাকা অনুদান দেয় কেন্দ্র সরকার। টাকা তিন কিস্তিতে সরাসরি কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রকল্পে এখনও পর্যন্ত ১১ কোটি কৃষক সাহায্য পেয়েছেন। খরচ হয়েছে ৩ লক্ষ কোটি টাকার বেশি।
জুন-জুলাই মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির টাকা পাঠাবে সরকার। টাকা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে। অন্যথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ৭ ধরনের কৃষকরা ১৭তম কিস্তির টাকা পাবেন না বলে জানা গিয়েছে। দেখে নেওয়া যাক তাঁরা কারা।
জুন-জুলাই মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির টাকা পাঠাবে সরকার। টাকা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে। অন্যথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ৭ ধরনের কৃষকরা ১৭তম কিস্তির টাকা পাবেন না বলে জানা গিয়েছে। দেখে নেওয়া যাক তাঁরা কারা।
প্রথমত, যদি পরিবারের কেউ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন, তাহলে পরিবারের অন্য কেউ এই প্রকল্পে টাকা পাবেন না। অর্থাৎ একটি পরিবারের একজন ব্যক্তিই প্রকল্পের সুবিধা পাবেন।
প্রথমত, যদি পরিবারের কেউ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন, তাহলে পরিবারের অন্য কেউ এই প্রকল্পে টাকা পাবেন না। অর্থাৎ একটি পরিবারের একজন ব্যক্তিই প্রকল্পের সুবিধা পাবেন।
 দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে নিজের চাষ জমি থাকতে হবে। যে সব কৃষক অন্যের জমিতে চাষ করেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে নিজের চাষ জমি থাকতে হবে। যে সব কৃষক অন্যের জমিতে চাষ করেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
তৃতীয়ত, আবেদনকারীর বয়স ০১.০২.২০১৯ তারিখের মধ্যে ১৮ বছর হতে হবে। ১৮ বছরের নিচে কোনও কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার যোগ্য নন।
তৃতীয়ত, আবেদনকারীর বয়স ০১.০২.২০১৯ তারিখের মধ্যে ১৮ বছর হতে হবে। ১৮ বছরের নিচে কোনও কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার যোগ্য নন।
চতুর্থত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে টাকা পেতে হলে ই-কেওয়াইসি বাধ্যতামূলক। যে সমস্ত কৃষক এখনও ই-কেওয়াইসি জমা দেননি এবং জমি যাচাই করাননি, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
চতুর্থত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে টাকা পেতে হলে ই-কেওয়াইসি বাধ্যতামূলক। যে সমস্ত কৃষক এখনও ই-কেওয়াইসি জমা দেননি এবং জমি যাচাই করাননি, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
পঞ্চমত, যে সব কৃষকের পরিবারের কোনও সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারি বা আঞ্চলিক অফিসের কর্মী অথবা পাবলিক উদ্যোগে কর্মরত বা সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী বা বর্তমান কিংবা প্রাক্তন কর্মকর্তা বা কর্মচারী (চতুর্থ শ্রেণীর কর্মী ছাড়া), যাঁদের পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে অধিষ্ঠিত এবং যাঁদের পরিবারের সদস্যরা কেন্দ্র বা রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
পঞ্চমত, যে সব কৃষকের পরিবারের কোনও সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারি বা আঞ্চলিক অফিসের কর্মী অথবা পাবলিক উদ্যোগে কর্মরত বা সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী বা বর্তমান কিংবা প্রাক্তন কর্মকর্তা বা কর্মচারী (চতুর্থ শ্রেণীর কর্মী ছাড়া), যাঁদের পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে অধিষ্ঠিত এবং যাঁদের পরিবারের সদস্যরা কেন্দ্র বা রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
ষষ্ঠত, যে কৃষকের পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছেন, তিনি এই প্রকল্পে টাকা পাবেন না।
ষষ্ঠত, যে কৃষকের পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছেন, তিনি এই প্রকল্পে টাকা পাবেন না।
সপ্তমত, যে কৃষকের পরিবারের কোনও সদস্য চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চাটার্ড অ্যাকাউন্টেন্ট বা আর্কিটেক্ট, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
সপ্তমত, যে কৃষকের পরিবারের কোনও সদস্য চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চাটার্ড অ্যাকাউন্টেন্ট বা আর্কিটেক্ট, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।