Tag Archives: PM Kisan Samman Nidhi Yojana

PM Kisan: পিএম কিষান যোজনার ১৮তম কিস্তির টাকা এই তারিখে আসছে, জানুন কীভাবে আবেদন করবেন

কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-Kisan) স্কিমের ১৮তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। রিপোর্ট অনুযায়ী শীঘ্রই সেই টাকা দেওয়া হতে চলেছে। রিপোর্ট অনুসারে, পিএম-কিষাণ স্কিমের ১৮তম কিস্তির টাকা ২০২৪ সালের অক্টোবর মাসে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-Kisan) স্কিমের ১৮তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। রিপোর্ট অনুযায়ী শীঘ্রই সেই টাকা দেওয়া হতে চলেছে। রিপোর্ট অনুসারে, পিএম-কিষাণ স্কিমের ১৮তম কিস্তির টাকা ২০২৪ সালের অক্টোবর মাসে ছাড়ার সম্ভাবনা রয়েছে।
১৭তম কিস্তি এই বছরের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসীতে তাঁর সফরের সময় ১৮ জুন, ২০২৪-এ ৯.২৬ কোটিরও বেশি কৃষকদের ২১,০০০ কোটি টাকারও বেশি মূল্যের PM-কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি প্রকাশ করেছিলেন। ১৬তম কিস্তি মোদি এই বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করেছিলেন।
১৭তম কিস্তি এই বছরের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসীতে তাঁর সফরের সময় ১৮ জুন, ২০২৪-এ ৯.২৬ কোটিরও বেশি কৃষকদের ২১,০০০ কোটি টাকারও বেশি মূল্যের PM-কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি প্রকাশ করেছিলেন। ১৬তম কিস্তি মোদি এই বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ করেছিলেন।
PM-KISAN প্রকল্পের অধীনে, যোগ্য কৃষকরা প্রতি চার মাসে ২০০০ টাকা পান, যা বার্ষিক ৬০০০ টাকা। প্রতি বছর তিনটি কিস্তিতে অর্থ প্রদান করা হয় - এপ্রিল-জুলাই, অগাস্ট-নভেম্বর এবং ডিসেম্বর-মার্চ। তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ২০১৯ সালের অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি চালু করেছিলেন। এটি এখন বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমে পরিণত হয়েছে।
PM-KISAN প্রকল্পের অধীনে, যোগ্য কৃষকরা প্রতি চার মাসে ২০০০ টাকা পান, যা বার্ষিক ৬০০০ টাকা। প্রতি বছর তিনটি কিস্তিতে অর্থ প্রদান করা হয় – এপ্রিল-জুলাই, অগাস্ট-নভেম্বর এবং ডিসেম্বর-মার্চ। তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ২০১৯ সালের অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি চালু করেছিলেন। এটি এখন বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমে পরিণত হয়েছে।
এই কিস্তি পেতে, কৃষকদের তাঁদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, "PMKISAN রেজিস্টার কৃষকদের জন্য eKYC বাধ্যতামূলক৷ OTP-ভিত্তিক eKYC PMKISAN পোর্টালে পাওয়া যায়, অথবা বায়োমেট্রিক-ভিত্তিক eKYC-এর জন্য নিকটতম CSC কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।”
এই কিস্তি পেতে, কৃষকদের তাঁদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, “PMKISAN রেজিস্টার কৃষকদের জন্য eKYC বাধ্যতামূলক৷ OTP-ভিত্তিক eKYC PMKISAN পোর্টালে পাওয়া যায়, অথবা বায়োমেট্রিক-ভিত্তিক eKYC-এর জন্য নিকটতম CSC কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।”
সুবিধাভোগীর কৃষকদের স্টেটাস পরীক্ষা করার উপায় -১) এর জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট - pmkisan.gov.in দেখতে হবে।

২) এরপর পেজের ডানদিকে থাকা ‘Know Your Status’ অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর নিজেদের রেজিস্ট্রেশন নম্বর লিখে এবং ক্যাপচা কোড পূরণ করতে হবে এবং ‘Get Data’ বিকল্পটি সিলেক্ট করতে হবে।

৪) এরপর নিজেদের স্টেটাস স্ক্রিনে আসবে।
সুবিধাভোগীর কৃষকদের স্টেটাস পরীক্ষা করার উপায় –
১) এর জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট – pmkisan.gov.in দেখতে হবে।
২) এরপর পেজের ডানদিকে থাকা ‘Know Your Status’ অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর নিজেদের রেজিস্ট্রেশন নম্বর লিখে এবং ক্যাপচা কোড পূরণ করতে হবে এবং ‘Get Data’ বিকল্পটি সিলেক্ট করতে হবে।
৪) এরপর নিজেদের স্টেটাস স্ক্রিনে আসবে।
PM-KISAN সুবিধাভোগী তালিকায় নিজেদের নাম দেখার উপায় -১) PM Kisan অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in ওপেন করতে হবে।

২) এরপর ‘Beneficiary list’ অপশনে ক্লিক করতে হবে।

৩) ড্রপ-ডাউন থেকে বিশদ নির্বাচন করতে হবে। যেমন রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করতে হবে।

৪) ‘Get report’ অপশনে ক্লিক করতে হবে।

৫) এর পরে, সুবিধাভোগীদের তালিকা প্রদর্শিত হবে।
PM-KISAN সুবিধাভোগী তালিকায় নিজেদের নাম দেখার উপায় –
১) PM Kisan অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in ওপেন করতে হবে।
২) এরপর ‘Beneficiary list’ অপশনে ক্লিক করতে হবে।
৩) ড্রপ-ডাউন থেকে বিশদ নির্বাচন করতে হবে। যেমন রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করতে হবে।
৪) ‘Get report’ অপশনে ক্লিক করতে হবে।
৫) এর পরে, সুবিধাভোগীদের তালিকা প্রদর্শিত হবে।
এর জন্য হেল্পলাইন নম্বরগুলিতেও কল করা যেতে পারে — ১৫৫২৬১ এবং ০১১-২৪৩০০৬০৬
এর জন্য হেল্পলাইন নম্বরগুলিতেও কল করা যেতে পারে — ১৫৫২৬১ এবং ০১১-২৪৩০০৬০৬
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করার উপায় -১) pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ‘New Farmer Registration’ অপশনে ক্লিক করতে হবে এবং আধার নম্বর লিখে ক্যাপচা পূরণ করতে হবে।

৩) এরপর প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে এবং ‘Yes’ অপশনে ক্লিক করতে হবে।

৪) PM-Kisan আবেদনপত্র ২০২৪-এ জিজ্ঞাসা করা তথ্য পূরণ করতে হবে। এটি সেভ করে রাখতে হবে এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিতে হবে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করার উপায় –
১) pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর ‘New Farmer Registration’ অপশনে ক্লিক করতে হবে এবং আধার নম্বর লিখে ক্যাপচা পূরণ করতে হবে।
৩) এরপর প্রয়োজনীয় বিবরণ লিখতে হবে এবং ‘Yes’ অপশনে ক্লিক করতে হবে।
৪) PM-Kisan আবেদনপত্র ২০২৪-এ জিজ্ঞাসা করা তথ্য পূরণ করতে হবে। এটি সেভ করে রাখতে হবে এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিতে হবে।

PM Kisan AI চ্যাটবট কী? জানুন এর মাধ্যমে কৃষকরা কীভাবে লাভবান হবেন

পিএম কিষাণ হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, যা যোগ্য কৃষকদের ন্যূনতম আয় সহায়তা প্রদান করে। এই প্রকল্পের অধীনে, সরকার যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকার তিনটি কিস্তিতে প্রতি বছর ৬০০০ টাকা স্থানান্তর করে। ২০১৮ সালের ডিসেম্বরে এই স্কিমটি চালু করা হয়েছিল এবং ভারত জুড়ে সমস্ত ছোট এবং প্রান্তিক কৃষকদের জন্য প্রযোজ্য।
পিএম কিষাণ হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম। এটি ভারতের কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, যা যোগ্য কৃষকদের ন্যূনতম আয় সহায়তা প্রদান করে। এই প্রকল্পের অধীনে, সরকার যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকার তিনটি কিস্তিতে প্রতি বছর ৬০০০ টাকা স্থানান্তর করে। ২০১৮ সালের ডিসেম্বরে এই স্কিমটি চালু করা হয়েছিল এবং ভারত জুড়ে সমস্ত ছোট এবং প্রান্তিক কৃষকদের জন্য প্রযোজ্য।
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা -- ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান করে।

- কৃষকদের তাদের কৃষি উপকরণের চাহিদা মেটাতে সাহায্য করে, যেমন বীজ, সার, কীটনাশক ইত্যাদি।

- কৃষক এবং তাঁদের পরিবারের সামগ্রিক আয়ের উন্নতি করে।

- কৃষকদের ক্ষমতায়ণ করে এবং কৃষিকে আরও আকর্ষণীয় পেশা করে তোলে।
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা –
– ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান করে।
– কৃষকদের তাদের কৃষি উপকরণের চাহিদা মেটাতে সাহায্য করে, যেমন বীজ, সার, কীটনাশক ইত্যাদি।
– কৃষক এবং তাঁদের পরিবারের সামগ্রিক আয়ের উন্নতি করে।
– কৃষকদের ক্ষমতায়ণ করে এবং কৃষিকে আরও আকর্ষণীয় পেশা করে তোলে।
প্রধানমন্ত্রী কিষাণ চ্যাটবট (কিষাণ-ই-মিত্র) -Kisan-eMitra হল একটি AI চ্যাটবট যা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ২০২৩ সালে চালু করেছে। এটি একটি ডিজিটাল সহকারী যা বিশেষভাবে PM কিষাণ সম্মান নিধি (PM-Kisan) স্কিমের সঙ্গে সম্পর্কিত প্রশ্নের সমাধান করার জন্য ডিজাইন করা হয়েছে।
প্রধানমন্ত্রী কিষাণ চ্যাটবট (কিষাণ-ই-মিত্র) –
Kisan-eMitra হল একটি AI চ্যাটবট যা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ২০২৩ সালে চালু করেছে। এটি একটি ডিজিটাল সহকারী যা বিশেষভাবে PM কিষাণ সম্মান নিধি (PM-Kisan) স্কিমের সঙ্গে সম্পর্কিত প্রশ্নের সমাধান করার জন্য ডিজাইন করা হয়েছে।
কিষাণ-ই-মিত্র কৃষকদের রিয়েল-টাইম সহায়তা এবং তথ্য প্রদান করে। এর মাধ্যমে PM-কিসান প্রকল্প সম্পর্কে নানা প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে, যার মধ্যে যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, আবেদনের অবস্থা বা কিস্তির অর্থ প্রদান এবং অভিযোগের সমাধান রয়েছে।
কিষাণ-ই-মিত্র কৃষকদের রিয়েল-টাইম সহায়তা এবং তথ্য প্রদান করে। এর মাধ্যমে PM-কিসান প্রকল্প সম্পর্কে নানা প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে, যার মধ্যে যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, আবেদনের অবস্থা বা কিস্তির অর্থ প্রদান এবং অভিযোগের সমাধান রয়েছে।
কিষাণ-ই-মিত্রের লক্ষ্য প্রযুক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করা। একে নানা প্রশ্ন করা যায়, যেমন, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার সুবিধা কী? পিএম কিষাণ নিবন্ধনের জন্য কি ই-কেওয়াইসি বাধ্যতামূলক? আমি কীভাবে পিএম কিষাণ মোবাইল অ্যাপের মাধ্যমে স্ব-নিবন্ধন করতে পারি? প্রধানমন্ত্রী কিষাণ নিবন্ধনের জন্য কি কোনও ফি আছে?
কিষাণ-ই-মিত্রের লক্ষ্য প্রযুক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করা। একে নানা প্রশ্ন করা যায়, যেমন, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার সুবিধা কী? পিএম কিষাণ নিবন্ধনের জন্য কি ই-কেওয়াইসি বাধ্যতামূলক? আমি কীভাবে পিএম কিষাণ মোবাইল অ্যাপের মাধ্যমে স্ব-নিবন্ধন করতে পারি? প্রধানমন্ত্রী কিষাণ নিবন্ধনের জন্য কি কোনও ফি আছে?
কীভাবে পিএম কিষাণ চ্যাটবট (কিসান-ই-মিত্র) ব্যবহার করা যাবে -AI চ্যাটবট, PM KISAN মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য, যা PM KISAN সুবিধাভোগীদের ভাষাগত এবং আঞ্চলিক বৈচিত্র্যের জন্য বহুভাষিক সহায়তা প্রদান করে। চ্যাটবটটি হিন্দি, বাংলা, তেলেগু, মরাঠি, তামিল, ওড়িয়া, মলয়ালম, গুজরাতি, পঞ্জাবি এবং ইংরেজি সহ একাধিক ভারতীয় ভাষায় উপলব্ধ। এটি কৃষকদের তথ্য অ্যাক্সেস করতে এবং তাঁদের পছন্দের ভাষায় সমস্যার সমাধান পেতে সাহায্য করে।
কীভাবে পিএম কিষাণ চ্যাটবট (কিসান-ই-মিত্র) ব্যবহার করা যাবে –
AI চ্যাটবট, PM KISAN মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য, যা PM KISAN সুবিধাভোগীদের ভাষাগত এবং আঞ্চলিক বৈচিত্র্যের জন্য বহুভাষিক সহায়তা প্রদান করে। চ্যাটবটটি হিন্দি, বাংলা, তেলেগু, মরাঠি, তামিল, ওড়িয়া, মলয়ালম, গুজরাতি, পঞ্জাবি এবং ইংরেজি সহ একাধিক ভারতীয় ভাষায় উপলব্ধ। এটি কৃষকদের তথ্য অ্যাক্সেস করতে এবং তাঁদের পছন্দের ভাষায় সমস্যার সমাধান পেতে সাহায্য করে।

PM Kisan: জুন-জুলাইতে মিলবে ১৭তম কিস্তির টাকা, এই ৭ ধরনের কৃষক পাবেন না যোজনার টাকা

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর ৬ হাজার টাকা অনুদান দেয় কেন্দ্র সরকার। টাকা তিন কিস্তিতে সরাসরি কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রকল্পে এখনও পর্যন্ত ১১ কোটি কৃষক সাহায্য পেয়েছেন। খরচ হয়েছে ৩ লক্ষ কোটি টাকার বেশি।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দেশের কৃষকদের প্রতি বছর ৬ হাজার টাকা অনুদান দেয় কেন্দ্র সরকার। টাকা তিন কিস্তিতে সরাসরি কৃষকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এই প্রকল্পে এখনও পর্যন্ত ১১ কোটি কৃষক সাহায্য পেয়েছেন। খরচ হয়েছে ৩ লক্ষ কোটি টাকার বেশি।
জুন-জুলাই মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির টাকা পাঠাবে সরকার। টাকা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে। অন্যথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ৭ ধরনের কৃষকরা ১৭তম কিস্তির টাকা পাবেন না বলে জানা গিয়েছে। দেখে নেওয়া যাক তাঁরা কারা।
জুন-জুলাই মাসে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৭তম কিস্তির টাকা পাঠাবে সরকার। টাকা পাওয়ার জন্য যোগ্য কৃষকদের বেশ কিছু মানদণ্ড পূরণ করতে হবে। অন্যথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ৭ ধরনের কৃষকরা ১৭তম কিস্তির টাকা পাবেন না বলে জানা গিয়েছে। দেখে নেওয়া যাক তাঁরা কারা।
প্রথমত, যদি পরিবারের কেউ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন, তাহলে পরিবারের অন্য কেউ এই প্রকল্পে টাকা পাবেন না। অর্থাৎ একটি পরিবারের একজন ব্যক্তিই প্রকল্পের সুবিধা পাবেন।
প্রথমত, যদি পরিবারের কেউ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন, তাহলে পরিবারের অন্য কেউ এই প্রকল্পে টাকা পাবেন না। অর্থাৎ একটি পরিবারের একজন ব্যক্তিই প্রকল্পের সুবিধা পাবেন।
 দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে নিজের চাষ জমি থাকতে হবে। যে সব কৃষক অন্যের জমিতে চাষ করেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে হলে নিজের চাষ জমি থাকতে হবে। যে সব কৃষক অন্যের জমিতে চাষ করেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
তৃতীয়ত, আবেদনকারীর বয়স ০১.০২.২০১৯ তারিখের মধ্যে ১৮ বছর হতে হবে। ১৮ বছরের নিচে কোনও কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার যোগ্য নন।
তৃতীয়ত, আবেদনকারীর বয়স ০১.০২.২০১৯ তারিখের মধ্যে ১৮ বছর হতে হবে। ১৮ বছরের নিচে কোনও কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়ার যোগ্য নন।
চতুর্থত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে টাকা পেতে হলে ই-কেওয়াইসি বাধ্যতামূলক। যে সমস্ত কৃষক এখনও ই-কেওয়াইসি জমা দেননি এবং জমি যাচাই করাননি, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
চতুর্থত, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে টাকা পেতে হলে ই-কেওয়াইসি বাধ্যতামূলক। যে সমস্ত কৃষক এখনও ই-কেওয়াইসি জমা দেননি এবং জমি যাচাই করাননি, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
পঞ্চমত, যে সব কৃষকের পরিবারের কোনও সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারি বা আঞ্চলিক অফিসের কর্মী অথবা পাবলিক উদ্যোগে কর্মরত বা সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী বা বর্তমান কিংবা প্রাক্তন কর্মকর্তা বা কর্মচারী (চতুর্থ শ্রেণীর কর্মী ছাড়া), যাঁদের পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে অধিষ্ঠিত এবং যাঁদের পরিবারের সদস্যরা কেন্দ্র বা রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
পঞ্চমত, যে সব কৃষকের পরিবারের কোনও সদস্য কেন্দ্র বা রাজ্য সরকারি বা আঞ্চলিক অফিসের কর্মী অথবা পাবলিক উদ্যোগে কর্মরত বা সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী বা বর্তমান কিংবা প্রাক্তন কর্মকর্তা বা কর্মচারী (চতুর্থ শ্রেণীর কর্মী ছাড়া), যাঁদের পরিবারের সদস্যরা সাংবিধানিক পদে অধিষ্ঠিত এবং যাঁদের পরিবারের সদস্যরা কেন্দ্র বা রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
ষষ্ঠত, যে কৃষকের পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছেন, তিনি এই প্রকল্পে টাকা পাবেন না।
ষষ্ঠত, যে কৃষকের পরিবারের সদস্য গত বছর আয়কর দিয়েছেন, তিনি এই প্রকল্পে টাকা পাবেন না।
সপ্তমত, যে কৃষকের পরিবারের কোনও সদস্য চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চাটার্ড অ্যাকাউন্টেন্ট বা আর্কিটেক্ট, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
সপ্তমত, যে কৃষকের পরিবারের কোনও সদস্য চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চাটার্ড অ্যাকাউন্টেন্ট বা আর্কিটেক্ট, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।

PM Kisan: কবে আসবে যোজনার ১৭তম কিস্তির টাকা ? কারা এবার পাবেন না টাকা ?

দেশের কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে থাকেন ৷ কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে মোদি সরকার কয়েক বছর আগে এই যোজনা শুরু করেছিল ৷
দেশের কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পেয়ে থাকেন ৷ কৃষকদের আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে মোদি সরকার কয়েক বছর আগে এই যোজনা শুরু করেছিল ৷
এই যোজনায় কৃষকদের ৬০০০ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয় ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷
এই যোজনায় কৃষকদের ৬০০০ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয় ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ৷
সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি যোজনার ১৬তম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷ এবার ১৭ তম কিস্তির অপেক্ষায় রয়েছে কোটি কোটি কৃষকরা ৷ সূত্রের খবর অনুযায়ী, লোকসভা নির্বাচনের পর জুন বা জুলাই মাসে আগামী কিস্তির টাকা জারি করা হতে পারে ৷
সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি যোজনার ১৬তম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷ এবার ১৭ তম কিস্তির অপেক্ষায় রয়েছে কোটি কোটি কৃষকরা ৷ সূত্রের খবর অনুযায়ী, লোকসভা নির্বাচনের পর জুন বা জুলাই মাসে আগামী কিস্তির টাকা জারি করা হতে পারে ৷
যে কৃষকরা এখনও পর্যন্ত ই-কেওয়াইসি করেননি তাঁরা ১৭তম কিস্তির টাকা পাবেন না ৷ ফলে দেরি না করে এখুনি ই-কেওয়াইসি করিয়ে নিন ৷ না হলে আটকে যেতে পারে আগামী কিস্তির টাকা ৷
যে কৃষকরা এখনও পর্যন্ত ই-কেওয়াইসি করেননি তাঁরা ১৭তম কিস্তির টাকা পাবেন না ৷ ফলে দেরি না করে এখুনি ই-কেওয়াইসি করিয়ে নিন ৷ না হলে আটকে যেতে পারে আগামী কিস্তির টাকা ৷
এছাড়া কোনও রকমের ভুল তথ্য দেওয়া থাকলে আগামী কিস্তির টাকা আটকে যেতে পারে ৷

এছাড়া কোনও রকমের ভুল তথ্য দেওয়া থাকলে আগামী কিস্তির টাকা আটকে যেতে পারে ৷