ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷

Daily Numerology: সংখ্যাতত্ত্বে ২৫ মে; দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এ হেন সংখ্যাতত্ত্ব নিয়ে এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, সেই অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে ৷
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ১, এই দিন থেকে তাঁদের কাজ শুরু হতে চলেছে। কর্মক্ষমতা মন্থর না হলে সব কাজ সময়মতো সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে শান্তভাবে কথা বললে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে, সাফল্যও অর্জন করবেন ১ জন্মতারিখের জাতক জাতিকারা। এই দিন অত্যধিক রাগ সমস্যা তৈরি করতে পারে। সামগ্রিকভাবে দিনটা শুভ। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা সাফল্য পেতে পারেন। পরিকল্পনা অনুযায়ী কাজ হবে। আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ বেশি থাকবে। অফিসে কাজ ধীরে হতে পারে।
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ১, এই দিন থেকে তাঁদের কাজ শুরু হতে চলেছে। কর্মক্ষমতা মন্থর না হলে সব কাজ সময়মতো সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে বসের সঙ্গে শান্তভাবে কথা বললে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হবে, সাফল্যও অর্জন করবেন ১ জন্মতারিখের জাতক জাতিকারা। এই দিন অত্যধিক রাগ সমস্যা তৈরি করতে পারে। সামগ্রিকভাবে দিনটা শুভ। গবেষণার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা সাফল্য পেতে পারেন। পরিকল্পনা অনুযায়ী কাজ হবে। আধ্যাত্মিকতার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ বেশি থাকবে। অফিসে কাজ ধীরে হতে পারে।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ২, এই দিন তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে। নতুন জায়গায় যাওয়ার কথা ভাবলে তাড়াহুড়ো করা উচিত নয়। কোনও আত্মীয়ের সঙ্গে এই দিন দীর্ঘক্ষণ কথা হতে পারে। নতুন পরিকল্পনা নিয়ে কাজের সুযোগ মিলবে। কাজও সম্পন্ন হবে। তবে ভাগ্যের কারণে কিছু কাজে বাধাও আসবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। নতুন কিছু শেখার কৌতূহল থাকবে। তবে ভাগ্য সহায় হবে না। বাবার সঙ্গে তর্ক করা উচিত নয়। নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে।
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ২, এই দিন তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে। নতুন জায়গায় যাওয়ার কথা ভাবলে তাড়াহুড়ো করা উচিত নয়। কোনও আত্মীয়ের সঙ্গে এই দিন দীর্ঘক্ষণ কথা হতে পারে। নতুন পরিকল্পনা নিয়ে কাজের সুযোগ মিলবে। কাজও সম্পন্ন হবে। তবে ভাগ্যের কারণে কিছু কাজে বাধাও আসবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। নতুন কিছু শেখার কৌতূহল থাকবে। তবে ভাগ্য সহায় হবে না। বাবার সঙ্গে তর্ক করা উচিত নয়। নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে।
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৩, তাঁদের এই দিন কিছুটা স্বস্তি মিলবে। ব্যাঙ্ক সংক্রান্ত কাজ মিটিয়ে ফেলাই ভাল। পারিবারিক কাজ বাড়তে পারে। এই দিন ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনার কথা ভাবা যায়। সব মিলিয়ে অনুকূল দিন। শরীর সুস্থ থাকবে। শুধু ব্যায়াম এবং ডায়েটের দিকে মনোযোগ দিতে হবে। আর্থিক দিক থেকেও সাফল্য মিলবে। ভাগ্য সহায় থাকবে।
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৩, তাঁদের এই দিন কিছুটা স্বস্তি মিলবে। ব্যাঙ্ক সংক্রান্ত কাজ মিটিয়ে ফেলাই ভাল। পারিবারিক কাজ বাড়তে পারে। এই দিন ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনার কথা ভাবা যায়। সব মিলিয়ে অনুকূল দিন। শরীর সুস্থ থাকবে। শুধু ব্যায়াম এবং ডায়েটের দিকে মনোযোগ দিতে হবে। আর্থিক দিক থেকেও সাফল্য মিলবে। ভাগ্য সহায় থাকবে।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৪, তাঁদের এই দিন বাবার স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। নিজের কথাবার্তা নিয়ন্ত্রণে রাখতে হবে, অন্যথায় ভুল ব্যাখ্যা হতে পারে। এর পাশাপাশি রাগও বশে রাখতে হবে, নাহলে অযথা ঝগড়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির সমস্যা যেন নিজের উপর প্রভাব ফেলতে না পারে। অফিসের কাজ সততার সঙ্গে সম্পূর্ণ করতে হবে, তবেই উপকার মিলবে। এই মুহূর্তে যা ঘটছে তা খুব ভাল নাও হতে পারে, তবে খারাপও হবে না। আর্থিক দিক থেকে দিনটা অনুকূল। আটকে থাকা টাকা হাতে আসতে পারে।
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৪, তাঁদের এই দিন বাবার স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। নিজের কথাবার্তা নিয়ন্ত্রণে রাখতে হবে, অন্যথায় ভুল ব্যাখ্যা হতে পারে। এর পাশাপাশি রাগও বশে রাখতে হবে, নাহলে অযথা ঝগড়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির সমস্যা যেন নিজের উপর প্রভাব ফেলতে না পারে। অফিসের কাজ সততার সঙ্গে সম্পূর্ণ করতে হবে, তবেই উপকার মিলবে। এই মুহূর্তে যা ঘটছে তা খুব ভাল নাও হতে পারে, তবে খারাপও হবে না। আর্থিক দিক থেকে দিনটা অনুকূল। আটকে থাকা টাকা হাতে আসতে পারে।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৫, তাঁদের এই দিন স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সন্তানদের কোনও সমস্যা মনে প্রভাব ফেলতে পারে। অন্যের অনুভূতির খেয়াল রাখলে উপকার মিলবে। কোনও কারণে এই দিন সমস্যায় পড়তে হতে পারে। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটবে। সন্তানের কাজ নিয়ে এখানে ওখানে দৌড়তে হতে পারে। শিক্ষার্থীরা যেখানে আবেদন করেছেন, সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য সহায় থাকবে।
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৫, তাঁদের এই দিন স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সন্তানদের কোনও সমস্যা মনে প্রভাব ফেলতে পারে। অন্যের অনুভূতির খেয়াল রাখলে উপকার মিলবে। কোনও কারণে এই দিন সমস্যায় পড়তে হতে পারে। সারাদিন ব্যস্ততার মধ্যে কাটবে। সন্তানের কাজ নিয়ে এখানে ওখানে দৌড়তে হতে পারে। শিক্ষার্থীরা যেখানে আবেদন করেছেন, সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য সহায় থাকবে।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৬, তাঁদের এই দিন আনন্দে কাটবে। তবে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। নিজের লোকেদের সঙ্গে নিয়ে কিছু নতুন কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। এই দিন অর্থ বিনিয়োগ করার কথা ভেবে দেখা উচিত। দিন আনন্দে কাটবে তবে সতর্কতার সঙ্গে কাজ করলে আরও ভাল ফল পাওয়া যাবে। প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষরা পরাস্ত করার যাবতীয় চেষ্টা করবে। শান্তভাবে কাজ করলেই লাভ। পছন্দসই কাজ করলে মন ফুরফুরে থাকবে।
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৬, তাঁদের এই দিন আনন্দে কাটবে। তবে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। নিজের লোকেদের সঙ্গে নিয়ে কিছু নতুন কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে। এই দিন অর্থ বিনিয়োগ করার কথা ভেবে দেখা উচিত। দিন আনন্দে কাটবে তবে সতর্কতার সঙ্গে কাজ করলে আরও ভাল ফল পাওয়া যাবে। প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষরা পরাস্ত করার যাবতীয় চেষ্টা করবে। শান্তভাবে কাজ করলেই লাভ। পছন্দসই কাজ করলে মন ফুরফুরে থাকবে।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৭, তাঁরা এই দিন কঠোর পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। তবে এর জন্য সুপারিশের প্রয়োজন হবে। এই দিন চারপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকতে হবে। কিছু বিষয়ে ৭ জন্মতারিখের জাতক জাতিকাদের মতামত নেওয়া হতে পারে। এই দিন দুশ্চিন্তার মধ্যে কাটবে, নিজেকে নিয়েও চিন্তা বাড়বে। অজন বৃদ্ধির কারণে সমস্যা হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং সময় পেলেই ওয়ার্কআউট করা গুরুত্বপূর্ণ।
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৭, তাঁরা এই দিন কঠোর পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। তবে এর জন্য সুপারিশের প্রয়োজন হবে। এই দিন চারপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকতে হবে। কিছু বিষয়ে ৭ জন্মতারিখের জাতক জাতিকাদের মতামত নেওয়া হতে পারে। এই দিন দুশ্চিন্তার মধ্যে কাটবে, নিজেকে নিয়েও চিন্তা বাড়বে। অজন বৃদ্ধির কারণে সমস্যা হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং সময় পেলেই ওয়ার্কআউট করা গুরুত্বপূর্ণ।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৮, তাঁদের এই দিন সম্পত্তি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে হবে। যে সব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এই দিন হতাশ হতে হবে। চিকিৎসক এবং ইঞ্জিনিয়াররা নতুন সুযোগ পেতে পারেন। এই সময় আরও একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, কারও সঙ্গে বিবাদে জড়ালে চলবে না। অন্যথায় বিভ্রান্তিতে পড়তে হতে পারে। আর্থিক বিষয়ে এই দিন চিন্তা বাড়তে পারে।
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৮, তাঁদের এই দিন সম্পত্তি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে হবে। যে সব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এই দিন হতাশ হতে হবে। চিকিৎসক এবং ইঞ্জিনিয়াররা নতুন সুযোগ পেতে পারেন। এই সময় আরও একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, কারও সঙ্গে বিবাদে জড়ালে চলবে না। অন্যথায় বিভ্রান্তিতে পড়তে হতে পারে। আর্থিক বিষয়ে এই দিন চিন্তা বাড়তে পারে।
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৯, তাঁরা এই দিন রাগান্বিত থাকবেন। একগুঁয়েমির কারণে সমস্যায় পড়তে হতে পারে। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখতে হবে। অন্যের কারণে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে মন খারাপ থাকতে পারে। মানুষের সঙ্গে মেলামেশা বাড়বে, চিন্তার আদান প্রদান হবে। অহঙ্কারের কারণে সবজান্তা মনোভাব দেখা দিতে পারে, এতে মারাত্মক ভুল হবে। সব বিষয়েই পারদর্শী হতে হবে, এমনটা নয়। ফলের কথা চিন্তা না করে আন্তরিকতার সঙ্গে কাজ করা উচিত। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে): শ্রী গণেশ বলছেন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সব জাতক জাতিকার জন্মতারিখ বা মূল্যাঙ্ক ৯, তাঁরা এই দিন রাগান্বিত থাকবেন। একগুঁয়েমির কারণে সমস্যায় পড়তে হতে পারে। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখতে হবে। অন্যের কারণে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে মন খারাপ থাকতে পারে। মানুষের সঙ্গে মেলামেশা বাড়বে, চিন্তার আদান প্রদান হবে। অহঙ্কারের কারণে সবজান্তা মনোভাব দেখা দিতে পারে, এতে মারাত্মক ভুল হবে। সব বিষয়েই পারদর্শী হতে হবে, এমনটা নয়। ফলের কথা চিন্তা না করে আন্তরিকতার সঙ্গে কাজ করা উচিত। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)