ফাইল ছবি

Debangshu Bhattacharya: সেই নন্দীগ্রাম, ভোট কেন্দ্রের মধ্যে কী ঘটছে? বিস্ফোরক অভিযোগ তুললেন দেবাংশু ভট্টাচার্য

নন্দীগ্রাম: নন্দীগ্রামে প্রিসাইডিং অফিসার ভোটারদের কোথায় ভোট দিতে হবে, তা দেখিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। নন্দীগ্রামে দুই এজেন্টকে অপহরণের অভিযোগও করেছেন দেবাংশু।

ষষ্ঠ দফার ভোট শুরুর আগেই মৃত্যুর ঘটনা মহিষাদলে। ভোট শুরুর আগেই তৃণমূল কর্মী খুনের অভিযোগ উঠল তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে। স্থানীয় এক তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বিজেপি। দেবাংশুর কথায়, ”বিজেপির আক্রমণেই এই ঘটনা ঘটেছে। যবে থেকে বিজেপি বুঝেছে, তমলুক হারতে চলেছে, তারপর থেকেই নানা চক্রান্ত চলছে। শেষ আড়াই মাসে বারবার তৃণমূলের উপর আক্রমণ নেমে এসেছে। তবে, আমরা বিশ্বাস করি, টুকলি করে পাশ করা যায়, টুকলি করে ফার্স্ট হওয়া যায় না। শুভেন্দু অধিকারী যত চেষ্টাই করুন, তৃণমূলই জিতবে।”

আরও পড়ুন: ভোট শুরুর আগেই রক্তাক্ত মহিষাদল! কুপিয়ে ‘খুন’ তৃণমূল কর্মী, উত্তপ্ত তমলুক-নন্দীগ্রাম

জানা যাচ্ছে শুক্রবার রাতে অর্থাৎ ভোটগ্রহণ শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয় শেখ মহিবুল নামের ওই তৃণমূল নেতার। মহিষাদলের বেতকুন্ডু থানার ধামাইদ নগর গ্রামের বাসিন্দা ওই তৃণমূল নেতার। অভিযোগ, বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি পরে সংঘর্ষ বাঁধে। তার জেরেই মৃত্যু বলে দাবি একাংশের। তবে ঘটনার পিছনে ঠিক কারা, তা এখনও স্পষ্ট নয়।

ভোটের দু’দিন আগে থেকেই বিজেপি কর্মীর মায়ের মৃত্যু ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম৷ ভোটের আগে বিক্ষোভ, বন্ধধের ডাক৷ তারপর গত শুক্রবারও খুনের অভিযোগ ওঠে মহিষাদলে। ভোট শুরুর আগেই তৃণমূল কর্মী খুনের অভিযোগ ওঠে তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে। স্থানীয় এক তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ এই খুনের ঘটনার সঙ্গে জড়িত বিজেপি। এরই মাঝে এবার ভোটের দিন হিংসার অভিযোগ এল তৃণমূল শিবিরের তরফ থেকেও৷ তৃণমূলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, বিরুলিয়ায় অরুণাভ জানান নামের এক তৃণমূল নেতাকে ভোটের সকালেই বেধড়ক মারধর করে স্থানীয় বিজেপিকর্মীদের একাংশ৷