Lok Sabha Election 2024 Phase 6: কাশ্মীরের রাজৌরি থেকে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম! ষষ্ঠ দফায় দেশজুড়ে ৫৮ আসনে ভাগ্য পরীক্ষা ৮৮৯ জন প্রার্থীর

নয়াদিল্লি: দেখতে দেখতে চব্বিশের লোকসভা নির্বাচন এসে দাঁড়িয়েছে প্রায় তার শেষ লগ্নে৷ আজ, ২৫ মে সোমবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ৷ এই পর্বে দেশজুড়ে ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে ৫৮টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে৷ নির্বাচনের ষষ্ঠ পর্বে ভোট হচ্ছে বিহার (৮ আসন), হরিয়ানা (১০ আসন), ঝাড়খণ্ড (৪ আসন), ওড়িশা (৬ আসন), উত্তরপ্রদেশ (১৪ আসন) এবং পশ্চিমবঙ্গ (৮ আসন) এবং কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি (৭ আসন), জম্মু ও কাশ্মীরে (১ আসন)। এদিন ওড়িশার ৪২টি বিধানসভা আসনেও হচ্ছে ভোটগ্রহণ৷

ষষ্ঠ দফার গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেসের কানহাইয়া কুমার (উত্তর-পূর্ব দিল্লি)। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ তিওয়ারি। নতুন দিল্লি কেন্দ্রে আপ মন্ত্রী সোমনাথ ভারতীর সঙ্গে লড়াই প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরির। হরিয়ানায় ভোটের লড়াইয়ে রয়েছেন, প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (কারনাল), শিল্পপতি নবীন জিন্দল (কুরুক্ষেত্র) এবং কংগ্রেসের রাজ বব্বর (গুরুগ্রাম)।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: ভোটের আগে রাতে কুপিয়ে খুনের অভিযোগ! তৃণমূল কর্মী খুনে উত্তপ্ত মহিষাদল

ষষ্ঠ দফায় ভোটের ময়দানে রয়েছেন একাধিক প্রবীণ নেতাও। এর মধ্যে তিন জন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (সম্বলপুর), কৃষ্ণপাল সিং গুর্জার এবং রাও ইন্দ্রজিৎ সিং। তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (অনন্তনাগ-রাজৌরিতে), মনোহর লাল খট্টর (কারনাল) এবং জগদম্বিকা পালও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বরুণ গান্ধিকে টিকিট না দিলেও উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে বিজেপির টিকিটে লড়ছেন গান্ধি পরিবারের মানেকা গান্ধি৷ ভোটের আগে বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাঁধিয়ে ফেলা বিজেপির  সম্বিত পাত্রও এদিন প্রতিদ্বন্দ্বিতা করছেন ওড়িশার পুরী থেকে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, ষষ্ঠ দফায় ৮৮৯ জন প্রার্থী নিজেদের ভাগ্যপরীক্ষা করছেন৷ এর মধ্যে ৭৯৭ জন পুরুষ এবং ৯২ জন মহিল প্রার্থী৷

এদিন সকাল সকালই ভোটদান করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, তিনিই তাঁর কেন্দ্রে প্রথম পুরুষ ভোটার৷ দেশের জনগণকে ঘর থেকে বেরিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান জয়শঙ্কর৷

এদিন ভোটদানের আহ্বান জানিয়ে এদিন ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

আরও পড়ুন: ভোটের সকালেও নন্দীগ্রামে ঝরল রক্ত! এবার আক্রান্ত তৃণমূল, ভাঙচুর করা হল মোটরবাইকও

বাংলায় ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়ায়। হেভিওয়েট প্রার্থীদের তালিকায় রয়েছেন ঘাটাল থেকে দীপক অধিকারী (দেব), হিরণ চট্টোপাধ্যায়, তমলুক থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ‍্যায়৷ অন্যদিকে, অগ্নিমিত্রা পাল, সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁ, জুন মালিয়া, জ্যোতির্ময় সিং মাহাতো, নেপাল মাহাতো, প্রণত টুডু, কালীপদ সোরেনও এদিন লড়ছেন ভোটের ময়দানে৷