Vastu Tips For Home: মাথার গোড়ায় ওষুধ রেখে ঘুমোন নাকি!…জানেন এর কী প্রভাব পড়ে জীবনে, কোথায় রাখবেন ওষুধের বাক্স আগে জানুন

জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে উপভোগ করার জন্য শারীরিক ভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি৷ আজকাল আমরা প্রত্যেকেই নিজেদের স্বাস্থ্যের বিষয়ে কমবেশি সচেতন৷ কিন্তু, তা সত্ত্বেও অনেক পরিবারেই দেখা যায় দু’দিন অন্তর অন্তরই তাঁদের কোনও না কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ছেন৷
জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে উপভোগ করার জন্য শারীরিক ভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি৷ আজকাল আমরা প্রত্যেকেই নিজেদের স্বাস্থ্যের বিষয়ে কমবেশি সচেতন৷ কিন্তু, তা সত্ত্বেও অনেক পরিবারেই দেখা যায় দু’দিন অন্তর অন্তরই তাঁদের কোনও না কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ছেন৷
. জ্যোতিষ এবং বাস্তু পরামর্শদাতারা জানাচ্ছেন, এর পিছনে বাস্ত বিষয়ক কোনও কারণ থাকতে পারে৷ আমরা অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি, যার কারণে এই সমস্যায় পড়তে হয় আমাদের৷ বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির কোন কোন জায়গায় ওষুধ বা ওষুধের বাক্স রাখা একেবারেই উচিত নয়, এবং কোথায় রাখা উচিত, তা আমাদের জানাচ্ছেন উজ্জয়িনীর জ্যোতিষী রবি শুক্লা৷
. জ্যোতিষ এবং বাস্তু পরামর্শদাতারা জানাচ্ছেন, এর পিছনে বাস্ত বিষয়ক কোনও কারণ থাকতে পারে৷ আমরা অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি, যার কারণে এই সমস্যায় পড়তে হয় আমাদের৷ বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির কোন কোন জায়গায় ওষুধ বা ওষুধের বাক্স রাখা একেবারেই উচিত নয়, এবং কোথায় রাখা উচিত, তা আমাদের জানাচ্ছেন উজ্জয়িনীর জ্যোতিষী রবি শুক্লা৷
এই জায়গাগুলিতে কখনওই ওষুধ রাখবেন না৷ রান্নাঘর – বাস্তুশাস্ত্র অনুসারে, ওষুধ রান্নাঘরে রাখা একেবারেই উচিত নয়, এটি ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে। এর প্রভাব বাড়ির অন্য সদস্যদের উপরেও পড়ে। এ কারণে শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটেও পড়তে হতে পারে আপনাদের।
এই জায়গাগুলিতে কখনওই ওষুধ রাখবেন না৷ রান্নাঘর – বাস্তুশাস্ত্র অনুসারে, ওষুধ রান্নাঘরে রাখা একেবারেই উচিত নয়, এটি ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে। এর প্রভাব বাড়ির অন্য সদস্যদের উপরেও পড়ে। এ কারণে শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটেও পড়তে হতে পারে আপনাদের।
ঘুমোনোর সময় বিছানার পাশে – ঘুমনোর সময় বিছানার পাশে বা মাথার কাছে আমরা প্রায়শই ওষুধ বা ওষুধের বাক্স রেখে ঘুমোই। কিন্তু বাস্তু মতে, এটা করলে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে রাহু-কেতুর প্রভাব বাড়তে পারে। তাই সকলের উচিত এমন কাজ করা থেকে বিরত থাকা।
ঘুমোনোর সময় বিছানার পাশে – ঘুমনোর সময় বিছানার পাশে বা মাথার কাছে আমরা প্রায়শই ওষুধ বা ওষুধের বাক্স রেখে ঘুমোই। কিন্তু বাস্তু মতে, এটা করলে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে রাহু-কেতুর প্রভাব বাড়তে পারে। তাই সকলের উচিত এমন কাজ করা থেকে বিরত থাকা।
কোনদিকে ওষুধ রাখা উচিত নয়- বাস্তুশাস্ত্র অনুসারে ওষুধ কখনওই দক্ষিণ দিকে রাখা উচিত নয়। এদিক-ওদিক ওষুধ রাখলে রোগ দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়। এছাড়া, শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটে পড়তে হয় সংশ্লিষ্ট পরিবারকে। পশ্চিম দিক ওষুধ রাখার জন্যও ভালো নয়।
কোনদিকে ওষুধ রাখা উচিত নয়- বাস্তুশাস্ত্র অনুসারে ওষুধ কখনওই দক্ষিণ দিকে রাখা উচিত নয়। এদিক-ওদিক ওষুধ রাখলে রোগ দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়। এছাড়া, শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটে পড়তে হয় সংশ্লিষ্ট পরিবারকে। পশ্চিম দিক ওষুধ রাখার জন্যও ভালো নয়।
এই দিকে ওষুধ রাখুন - বাস্তু অনুসারে, বাড়ির উত্তরে অর্থাৎ, উত্তর-পূর্ব কোণে ওষুধ রাখা স্বাস্থ্য এবং সুস্থ শরীরের জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। একে সূর্যের অবস্থাও বলা হয়। এই স্থানে রাখলে মানুষের জীবন থেকে রোগ দূর করে।
এই দিকে ওষুধ রাখুন – বাস্তু অনুসারে, বাড়ির উত্তরে অর্থাৎ, উত্তর-পূর্ব কোণে ওষুধ রাখা স্বাস্থ্য এবং সুস্থ শরীরের জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। একে সূর্যের অবস্থাও বলা হয়। এই স্থানে রাখলে মানুষের জীবন থেকে রোগ দূর করে।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।